গুগল ফটোজে নিয়মিত নতুন ও উন্নত ফিচার যুক্ত করছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সম্প্রতি অ্যান্ড্রয়েড আপডেটে গুগল ফটোজে ভিডিও এডিটিংয়ের ওপর ফোকাস করা হয়েছে। এখন থেকে গুগল ফটোজে সহজেই ভিডিওর গতি বাড়ানো বা কমানো, ক্লিপগুলোর আরও সহজে কাটছাঁট করা যাবে। এআইভিত্তিক ভিডিও এডিটিং টুলগুলো ভিডিও সম্পাদনার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য ভিডিও সম্পাদনাকে আরও সহজ ও স্বয়ংক্রিয় করে তুলেছে।
গুগল ফটোজের অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণে এখন পাওয়া যাবে ‘এআই-পাওয়ার্ড ভিডিও প্রিসেট’ নামে নতুন ফিচার। এতে অ্যাপের অ্যালগরিদম ভিডিও বিশ্লেষণ করে ট্রিম, জুম, স্লো-মোর মতো বিভিন্ন ধরনের এডিটিং ইফেক্ট সুপারিশ করে। কেবল একটি ট্যাপে এগুলো প্রয়োগ করা যাবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে এই পরিবর্তনগুলো কোথায় এবং কীভাবে প্রয়োগ করতে হবে, তা নির্ধারণ করে।
নতুন আপডেটে গুগল ফটোজ ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে ভিডিও সম্পাদনা করতে পারবেন। বড় আইকন ও বড় টেক্সটের কারণে ব্যবহারকারীরা কী করছেন, তা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। এই ফিচারটির মাধ্যমে গুগল চেষ্টা করছে দ্রুত ও সহজে ভিডিও এডিটিং করার সুবিধা দিতে, যাতে আলাদা কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার না করেই সরাসরি ভিডিও শেয়ার করা যায়।
ট্রিম টুল
গুগল ফটোজের ভিডিও এডিটিং টুলে নতুন ট্রিম টুল যোগ করা হয়েছে। এটি ভিডিওর শুরু ও শেষের অবাঞ্ছিত অংশ সহজেই কাটতে সাহায্য করবে। আগের ট্রিম টুলের তুলনায় এটি কিছুটা উন্নত হয়েছে। বিশেষ করে হ্যান্ডেলগুলো আকারে বড় ও মোটা হওয়ায়, আঙুল দিয়ে ব্যবহার করা সহজ হয়েছে।
এখন ট্রিম টুল ব্যবহারের সময় প্রতিটি হ্যান্ডেল সরানোর সঙ্গে সঙ্গে স্ক্রিনে টাইমস্ট্যাম্প দেখা যায়। এটি ব্যবহারকারীকে আরও নির্ভুলভাবে এডিট করতে সাহায্য করে। ট্রিম টুলটি ভিডিও এডিটিং শুরু করলেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। যেভাবে ট্রিম টুল ব্যবহার করবেন।
- বাম পাশের হ্যান্ডেলটি টেনে ভিডিওর শুরুর অংশ নির্ধারণ করুন।
- ডান পাশের হ্যান্ডেলটি টেনে ভিডিওর শেষ অংশ নির্ধারণ করুন।
- দুই হ্যান্ডেলের মাঝখানে থাকা সাদা বারটি টেনে ক্লিপের মধ্যবর্তী অংশে যান।
- পরিবর্তনগুলো পরীক্ষা করতে প্লে বোতামে ট্যাপ করুন।
- পরিবর্তন নিশ্চিত করতে ‘সেভ কপি’ বাটনে ট্যাপ করুন, যা একটি আলাদা ক্লিপ হিসেবে সংরক্ষিত হবে।