স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। এর পেছনে কারণ হিসেবে বিভিন্ন অ্যাপ্লিকেশনকে দায়ী করা যেতে পারে। বিশেষ করে থার্ড পার্টি অ্যাপগুলো অনেক সময় অতিরিক্ত ব্যাটারি ব্যবহার করতে পারে, যা ফোনের পারফরম্যান্স ও ব্যাটারির আয়ুষ্কালে নেতিবাচক প্রভাব ফেলে। তাই কোন অ্যাপ বেশি শক্তি খরচ করছে তা জানা গুরুত্বপূর্ণ। জনপ্রিয় প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ সম্প্রতি বিভিন্ন ফোনে এই তথ্য খুঁজে বের করার উপায় সম্পর্কে জানিয়েছে। ফোনের মডেল অনুযায়ী জেনে নিন পদ্ধতিগুলো।
স্যামসাং ফোন
প্রথমে সেটিংস অ্যাপে প্রবেশ করুন। সেখানে ব্যাটারি অপশনটি খুঁজুন। যদি পুরোনো অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ১৩’ সংস্করণ ব্যবহার করেন, তবে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনে গিয়ে ব্যাটারি অপশনটি পাবেন। এবার ভিউ ডিটেইলস অপশনে ট্যাপ করুন। ব্যাটারি ইউসেজ গ্রাফের নিচে অ্যাপের তালিকাটি দেখুন। চার্জ শেষ হওয়ার পর বা শেষ সাত দিনের ব্যাটারি ব্যবহারের তথ্য দেখে কোনো অ্যাপের অতিরিক্ত ব্যাটারি খরচ শনাক্ত করতে পারবেন।
আইফোন
সেটিংস অ্যাপে যান। ব্যাটারি অপশনটি নির্বাচন করুন। এরপর ব্যাটারি ইউসেজ বাই অপশনটি স্ক্রল করুন। নির্দিষ্ট অ্যাপের তথ্য দেখতে চাইলে, সেটির ওপর চাপুন বা শো অ্যাকটিভিটি অপশনে ট্যাপ করে ব্যাটারি ব্যবহারের বিস্তারিত জেনে নিন।
গুগল পিক্সেল ফোন
সেটিংস অ্যাপে গিয়ে ব্যাটারি অপশন নির্বাচন করুন। সেখানে ব্যাটারি ইউসেজ অপশনে ট্যাপ করুন। ড্রপ ডাউন মেনু থেকে ভিউ বাই অ্যাপ অপশনটি বেছে নিন। এরপর ব্যাটারি ইউসেজ সিন্স লাস্ট ফুল চার্জ বিভাগে গিয়ে কোনো অ্যাপ কতটা ব্যাটারি ব্যবহার করেছে, তা বুঝতে পারবেন।
ওয়ান প্লাস ফোন
সেটিংসে যান। এবার ব্যাটারি অপশনটি নির্বাচন করুন। ব্যাটারি ইউসেজ ডিটেইলস অপশনে ট্যাপ করুন। গ্রাফে প্রদর্শিত ব্যাটারি ব্যবহারের তালিকা দেখে যে অ্যাপগুলো বেশি শক্তি খরচ করছে তা সহজেই শনাক্ত করতে পারবেন।
অতিরিক্ত ব্যাটারি ব্যবহার ডিভাইসের ওভারহিটিং ও পারফরম্যান্স কমে যাওয়ার কারণ হতে পারে। কোন অ্যাপ বেশি ব্যাটারি খরচ করছে, তা জানার মাধ্যমে সেই অ্যাপটির ব্যবহার কমান বা ডিভাইস থেকে ডিলিট করে দিন। কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয়ভাবে চলছে এবং ব্যাটারি খরচ করছে, তা খুঁজে বের করে বন্ধ করুন। এতে করে ফোনের ব্যাটারি আরও দীর্ঘ সময় টেকসই হবে।
/আবরার জাহিন