দেশের সফটওয়্যার প্রতিষ্ঠান ভিভাসফট লিমিটেড পেশাদারদের জন্য আয়োজন করতে যাচ্ছে এআই হ্যাকাথন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা পেশাদারদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক, স্টার্টআপ, উদ্ভাবক দল ও প্রযুক্তিবিদরাও অংশ নিতে পারবেন। কোনো প্রকার নিবন্ধন ফি ছাড়াই যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করার সুযোগ পাবেন। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আয়োজকরা মনে করছেন এই আয়োজন বাংলাদেশের এআই খাতে নতুন মাত্রা যোগ করবে ও তরুণদের উৎসাহিত করবে।
ভিভাসফটের সহ-প্রতিষ্ঠাতা শাফকাত আসিফ বলেন, ‘ভিভাসফটের এআই হ্যাকাথন একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি, অন্যদের সঙ্গে পরিচিত হওয়ার ও নেটওয়ার্ক গড়ে তোলারও সুযোগ থাকছে। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এআই নিয়ে সৃজনশীলতা বিকাশ ও বিভিন্ন সমস্যা সমাধানের একটি সম্মিলিত প্রচেষ্টা। বিশ্বজুড়ে বাংলাদেশের প্রযুক্তি খাতের অপার সম্ভাবনা রয়েছে। এই আয়োজন আমাদের উদ্ভাবকদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।’
এই প্রতিযোগিতা তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীরা তাদের আইডিয়া জমা দেবেন। এরপর নির্বাচিত আইডিয়াগুলো নিয়ে প্রজেক্ট তৈরি করে জমা দিতে হবে। সবশেষে, চূড়ান্ত পর্ব অর্থাৎ অন-সাইট হ্যাকাথন অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণকারীরা তাদের প্রোটোটাইপ (প্রাথমিক সংস্করণ) প্রদর্শন করবেন এবং বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
আইডিয়া জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২৪। প্রোটোটাইপ প্রজেক্ট জমা দেওয়ার সময় ১৭ জানুয়ারি ২০২৫। পরবর্তীতে, ২৫-২৬ জানুয়ারি ২০২৫ সালে চূড়ান্ত হ্যাকাথন পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায় কোম্পানির হেডঅফিসে। নিবন্ধন ও বিস্তারিত জানতে ভিজিট করুন ভিভাসফট ওয়েবসাইটের হ্যাকাথন পেইজে।
/আবরার জাহিন