
জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম তাদের সর্বশেষ আপডেটে নতুন কিছু ফিচার এনেছে। এর মধ্যে অন্যতম হলো থার্ড-পার্টি ভেরিফিকেশন বা তৃতীয় পক্ষের যাচাইকরণ ব্যবস্থা। সম্প্রতি এক ব্লগ পোস্টে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাম। এই নতুন পদ্ধতিতে ভেরিফায়েড ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যদের, যেমন কর্মী বা সংশ্লিষ্টদের যাচাই করতে পারবেন। টেলিগ্রাম জানিয়েছে, ‘এই বিকেন্দ্রিক যাচাইকরণ পদ্ধতি প্রতারণা ও ভুয়া তথ্য কমাতে সহায়ক হবে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন মানদণ্ড স্থাপন করবে।’
যারা অন্যদের যাচাই করতে চান, তাদের প্রথমে একটি অফিশিয়াল বটের মাধ্যমে নিজেকে টেলিগ্রামে ভেরিফায়েড হতে হবে। এর পর তারা যাচাইকারী হিসেবে আবেদন করতে পারবেন। যাচাইকৃত অ্যাকাউন্টের নামের পাশে একটি বিশেষ আইকন থাকবে। আইকনটি হবে নির্দিষ্ট রঙের। যাচাইকৃত প্রোফাইল খুললে ভেরিফিকেশন-সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখা যাবে। টেলিগ্রাম জানিয়েছে, এই ভেরিফিকেশন পদ্ধতি তাদের অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়ার থেকে সম্পূর্ণ আলাদা।
এ ছাড়া টেলিগ্রাম নতুন সার্চ ফিল্টার চালু করেছে। এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট বা চ্যানেলের মধ্যে অনুসন্ধানের ফলাফল সীমাবদ্ধ রাখতে সাহায্য করবে। এ ছাড়া ফোল্ডারের নামের জন্য কাস্টম ইমোজি, সার্ভিস মেসেজের জন্য রিঅ্যাকশন এবং উপহারগুলো এনএফটিতে রূপান্তরের সুবিধা যুক্ত করা হয়েছে।
টেলিগ্রাম জানিয়েছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন ও টেলিগ্রাম স্টারসের মতো মনিটাইজেশন ফিচারের মাধ্যমে তারা প্রথমবারের মতো লাভজনক অবস্থায় পৌঁছেছে।
তবে সাম্প্রতিক সময়ে কোম্পানিটি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গত বছর অ্যাপটির প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে অবৈধ কার্যকলাপ বন্ধ করতে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। টেলিগ্রামের নতুন আপডেট ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে ও যোগাযোগকে আরও কার্যকর করতে সহায়তা করবে। সূত্র: এনগ্যাজেট