
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তিপণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক্স শো ২০২৫ (সিইএস ২০২৫)-এ তাদের সর্বশেষ প্রযুক্তি ও পণ্য উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে রোবট ও স্বচালিত গাড়ি প্রশিক্ষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, উন্নত গেমিং চিপ এবং তাদের প্রথম ডেস্কটপ কম্পিউটার। গত সোমবার এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এ ঘোষণা দেন।
এনভিডিয়া তাদের নতুন ‘কসমস ওয়ার্ল্ড ফাউন্ডেশন মডেলস’ উন্মোচন করেছে, যা রোবট ও স্বচালিত গাড়ি প্রশিক্ষণে ব্যবহৃত হবে। এটি বিশেষভাবে পদার্থবিদ্যার ওপর ভিত্তি করে সিমুলেশন ও সিনথেটিক ডেটা তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। এই মডেল ব্যবহার করে স্বল্প খরচে ও অধিক কার্যকরভাবে রোবট ও স্বচালিত যানবাহন প্রশিক্ষণ দেওয়া যাবে। ব্যবহারকারীরা শুধু টেক্সটের মাধ্যমে বর্ণনা দিয়ে বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারবেন, যা পদার্থবিদ্যার নিয়ম মেনে তৈরি হবে।
জেনসেন হুয়াং বলেন, ‘আমরা আশা করছি, শিল্প ও রোবটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিপ্লব আনবে কসমস।’
গেমারদের জন্য এনভিডিয়া এনেছে আরটিএক্স ৫০ সিরিজের চিপ। এতে ব্যবহার করা হয়েছে ‘ব্ল্যাকওয়েল’ প্রযুক্তি, যা উন্নত গ্রাফিক্স সুবিধা দেবে। এ সিরিজের চিপগুলোর দাম পড়বে ৫৪৯ থেকে ১৯৯৯ মার্কিন ডলার, যা জানুয়ারির শেষ নাগাদ বাজারে আসবে।
প্রথমবারের মতো এনভিডিয়া তাদের নিজস্ব ডেস্কটপ কম্পিউটার ‘প্রজেক্ট ডিজিটস (Project DIGITS)’ উন্মোচন করেছে। এটি মূলত ডেভেলপারদের এআই সিস্টেম পরীক্ষার জন্য ডিজাইন করা হয়েছে। এটি চলবে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেমে। এতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেকের সঙ্গে যৌথভাবে তৈরি প্রসেসর। ৩ হাজার ডলার দামের এই কম্পিউটার মার্চ মাসে বাজারে আসবে।
এনভিডিয়া জানিয়েছে, জাপানের গাড়ি নির্মাতা টয়োটা তাদের ‘অরিন’ চিপ ও অটোমোটিভ অপারেটিং সিস্টেম ব্যবহার করে উন্নত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম তৈরি করবে। তবে টয়োটা কোন মডেলগুলোতে এটি ব্যবহার করবে, তা জানানো হয়নি। এর মাধ্যমে ২০২৬ অর্থবছরে অটোমোটিভ হার্ডওয়্যার ও সফটওয়্যার থেকে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনভিডিয়া।সূত্র: রয়টার্স