ঢাকা ৯ চৈত্র ১৪৩১, রোববার, ২৩ মার্চ ২০২৫
English

এআই সম্পাদিত ছবিতে অদৃশ্য ওয়াটারমার্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ এএম
এআই সম্পাদিত ছবিতে অদৃশ্য ওয়াটারমার্ক
ওয়াটারমার্ক প্রযুক্তির নাম ‘সিন্থআইডি’। ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান এআই প্রযুক্তির যুগে ছবি তৈরি ও এডিট করার পদ্ধতিও উন্নত হচ্ছে। এ অবস্থায় এআইয়ের মাধ্যমে এডিট বা পরিবর্তিত ছবিগুলোকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। এ সমস্যার সমাধানে প্রযুক্তি জায়ান্ট গুগল একটি নতুন পদক্ষেপ নিয়েছে। গুগল সম্প্রতি নতুন আপডেটের মাধ্যমে তাদের ম্যাজিক এডিটর সফটওয়্যারে এআই সম্পাদিত ছবিতে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যোগ করার ব্যবস্থা চালু করেছে। এই ওয়াটারমার্ক প্রযুক্তির নাম ‘সিন্থআইডি’। ম্যাজিক এডিটরের ‘রিইমাজিন’ ফিচারের মাধ্যমে এডিট করা ছবিগুলোতে সিন্থআইডি ওয়াটারমার্ক ব্যবহার করা যাবে।

সিন্থআইডি কী?

গুগল ডিপমাইন্ড ২০২৩ সালে সিন্থআইডি প্রযুক্তি চালু করে। এটি এমন একটি প্রযুক্তি, যা জেনারেটিভ এআই দিয়ে তৈরি করা যেকোনো কনটেন্টে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যোগ করতে পারে। গুগল এর আগে লিরিয়া, ইমেজেন ও জেমিনাইয়ের মতো এআই-নির্ভর প্রোগ্রামগুলোতে এটি ব্যবহার করেছে।

এখন সিন্থআইডি প্রযুক্তি ম্যাজিক এডিটরেও ব্যবহার করা হবে। ম্যাজিক এডিটরের রিইমাজিন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবির বিভিন্ন অংশে বিশেষ ইফেক্ট যোগ করতে, মুছতে বা সরানোসহ বিভিন্ন পরিবর্তন করতে পারেন। রিইমাজিন ফিচারটি ১৮ বছর বা তার বেশি বয়সের যেকোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন। তবে এই ফিচার পিক্সেল নাইন বা তার পরের মডেলের ফোনগুলোতে পাওয়া যাবে। ব্যবহারকারীরা রিইমাজিনে ক্লিক করে ছবিটির কিছু অংশ পরিবর্তনের জন্য প্রম্পটের মাধ্যমে নির্দেশনা দিতে পারেন। এ ছাড়া গুগল নির্দিষ্ট, সহজ প্রম্পটের ব্যবহার করার পরামর্শও দেবে। ব্যবহারকারী রিইমাজিনে ক্লিক করলে সংশ্লিষ্ট ছবিতে সিন্থআইডির ওয়াটারমার্ক স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।

গুগলের এই উদ্যোগের মূল উদ্দেশ্য- এআইয়ের মাধ্যমে সম্পাদিত ছবিগুলোর স্বচ্ছতা বজায় রাখা। যেহেতু এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ছবিগুলো প্রায়শই আসল ছবির মতো দেখতে হয়, তাই সেগুলোকে চিহ্নিত করা জরুরি। সিন্থআইডি ওয়াটারমার্কের মাধ্যমে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারবেন ছবিটি এআই দ্বারা এডিট করা হয়েছে।

গুগল আনল নতুনস্মার্টফোন ‘পিক্সেল ৯এ’

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০২:১২ পিএম
গুগল আনল নতুনস্মার্টফোন ‘পিক্সেল ৯এ’
পিক্সেল ৯এ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহে গুগল তাদের নতুন স্মার্টফোন ‘পিক্সেল ৯এ’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ফোনটির দাম শুরু হবে ৪৯৯ ডলার থেকে। ডিভাইসটির সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর নকশায়। পেছনের ক্যামেরা বারটি সরিয়ে নতুন মডেলে গোলাকার ডিজাইনের ক্যামেরা মডিউল যুক্ত করা হয়েছে, যা ফ্রেমের সঙ্গে প্রায় মিশে গেছে। এতে ফোনটি দেখতে আরও আধুনিক ও আকর্ষণীয় মনে হচ্ছে।

নতুন পিক্সেল ৯এ দুটি নতুন রঙে পাওয়া যাবে। এগুলো হলো হালকা বেগুনি ‘আইরিস’ ও উজ্জ্বল গোলাপি ‘পিওনি’। এ ছাড়া বরাবরের মতো পোরসেলিন ও অবসিডিয়ান রঙের সংস্করণ তো থাকছেই।

শক্তিশালী চিপ ও উন্নত পারফরম্যান্স
পিক্সেল ৯এ ফোনে গুগলের নিজস্ব টেনসর জি৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর আগের মডেল পিক্সেল ৮এ-তে টেনসর জি৩ চিপ ব্যবহার করা হয়েছিল। নতুন চিপসেটটি জি৩ চিপের তুলনায় আরও উন্নত পারফরম্যান্স দেবে। যদিও আগের মডেলের পারফরম্যান্সও বেশ ভালো ছিল। ফোনটিতে থাকছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ অপশন। গুগল দাবি করছে, পিক্সেল ৯এ একবার চার্জে ৩০ ঘণ্টার বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে।

ক্যামেরা ও নতুন এআই ফিচার
ক্যামেরার জন্য পিক্সেল ৮এ ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। নতুন পিক্সেল ৯এ ফোনের ক্যামেরায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ফোনটির পিছনের দিকে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ও ১৩ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে থাকছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। নতুন মডেলে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও আগের মডেলে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। তবে গুগল এই ফোনে বেশকিছু নতুন এআই ফিচার যোগ করেছে। এর মধ্যে রয়েছে ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার, বেস্ট টেক ও ফটো আনব্লার ফিচার। প্রথমবারের মতো এই সিরিজে ম্যাক্রো ফোকাস ফিচার যুক্ত করা হয়েছে, যা খুব কাছ থেকে ভালো ছবি তুলতে সাহায্য করবে। এ ছাড়া কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে নাইট সাইট মোড।

কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা
তবে পিক্সেল ৯এ নিয়ে একটি আলোচনার বিষয় হলো- এর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কিছু সীমাবদ্ধতা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আর্স টেকনিকার প্রতিবেদন অনুযায়ী, এই ফোনে ৮ জিবি র্যাম থাকার কারণে গুগলের উন্নত কিছু জেমিনাই এআই ফিচার এতে ব্যবহার করা যাবে না। এর ফলে কিছু আকর্ষণীয় এআই সুবিধা এই ফোনে পাওয়া নাও যেতে পারে।

কবে নাগাদ বাজারে আসবে
গুগল জানিয়েছে, পিক্সেল ৯এ প্রথমে যুক্তরাষ্ট্র ও কানাডায় পাওয়া যাবে। এর পর এটি ইউরোপ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশেও বিক্রি শুরু হবে। এপ্রিল মাস থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে, যদিও নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

/আবরার জাহিন

ম্যালওয়্যার সন্দেহে স্টিম থেকে সরানো হলো ভিডিও গেম

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৭:২১ পিএম
ম্যালওয়্যার সন্দেহে স্টিম থেকে সরানো হলো ভিডিও গেম
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অনলাইন ভিডিও গেমের প্ল্যাটফর্ম স্টিম থেকে একটি গেম সরিয়ে নিয়েছে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ভ্যালভ। ‘স্নাইপার: ফ্যান্টম’স রেজল্যুশন’ নামের গেমটির ফ্রি ডেমো সংস্করণে ক্ষতিকর ম্যালওয়্যার থাকতে পারে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সপ্তাহের শুরুতে রেডডিট ব্যবহারকারীদের কয়েকজন গেমটি ডাউনলোড করে এর ফাইল বিশ্লেষণ করেন এবং সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন। এরপর ভ্যালভ দ্রুত গেমটি তাদের অনলাইন স্টোর থেকে সরিয়ে ফেলে।

গেমটির স্টিম পেজের তথ্য অনুযায়ী, গেমটি খেলোয়াড়দের বাস্তবসম্মত শুটিং মেকানিক্স, গতিশীল গল্প ও উচ্চ-ঝুঁকিপূর্ণ মিশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ব্যবহারকারীরা ডেমো সংস্করণটি ডাউনলোড করার পর ম্যালওয়্যারের উপস্থিতি শনাক্ত করেন।

উল্লেখ্য, গত মাসেও ভ্যালভ ‘পাইরেটফাই’ নামে আরেকটি গেম সরিয়েছে। সেই গেমটির বিরুদ্ধে তথ্য চুরি করার জন্য ডিজাইন করা ইনফোস্টিলার ম্যালওয়্যার ছড়ানোর অভিযোগ ছিল। গেমটি ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে সক্ষম ছিল।

এ বিষয়ে ভ্যালভ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে পরপর দুটি গেমে ম্যালওয়্যার ছড়ানোর ঘটনা সামনে আসায় স্টিম প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

/আবরার জাহিন

মাইক্রোসফটের নতুন গেমপ্যাড কিবোর্ড লেআউট উন্মোচন

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম
মাইক্রোসফটের নতুন গেমপ্যাড কিবোর্ড লেআউট উন্মোচন
উইন্ডোজ ১১-এর টাচ কিবোর্ডের জন্য নতুন গেমপ্যাড কিবোর্ড লেআউট উন্মোচন করেছে মাইক্রোসফট।

উইন্ডোজ ১১-এর টাচ কিবোর্ডের জন্য নতুন গেমপ্যাড কিবোর্ড লেআউট উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। গেমিং ও স্ট্রিমিংয়ের সময় কন্ট্রোলারের মাধ্যমে ডিজিটাল কিবোর্ডে টাইপ করা বেশ কঠিন হয়ে থাকে। ব্যবহারকারীদের এই সমস্যার সমাধানে নতুন কিবোর্ড লেআউট নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের নতুন এই আপডেট কন্ট্রোলার ব্যবহার করে অন-স্ক্রিন কিবোর্ড পরিচালনা করা আরও সহজ হবে। এতে রয়েছে উন্নত নেভিগেশন ও শর্টকাট ফিচার। যেমন- ‘X’ বাটনকে ব্যাকস্পেস, ‘Y’ বাটনকে স্পেসবার ও মেনু বাটনকে এন্টার হিসেবে ব্যবহার করা যাবে। মাইক্রোসফট জানিয়েছে, কিবোর্ডের কীগুলোকে লম্বাভাবে সাজানো হয়েছে, যা ব্যবহারকে আরও সুবিধাজনক করে তুলবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মাইক্রোসফট প্রথমে এই প্রযুক্তির বেটা সংস্করণ পরীক্ষামূলক চালু করে। বর্তমানে এটি উইন্ডোজ ১১-এর রিলিজ প্রিভিউ সংস্করণে যুক্ত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে।

নতুন ডিজাইনের ফ্লিপফোন আনল হুয়াওয়ে

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:১০ এএম
নতুন ডিজাইনের ফ্লিপফোন আনল হুয়াওয়ে
ছবি: সংগৃহীত

চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে নতুন একটি ফ্লিপফোন বাজারে এনেছে, যা অন্যান্য ফ্লিপফোনের ডিজাইন থেকে বেশ আলাদা। এটি লম্বালম্বিভাবে না খুলে পাশে খোলা যায়। ফলে এর আকার ট্যাবলেটের মতো চওড়া হয়ে যায়। এটিই হুয়াওয়ের প্রথম ফোন যাতে থাকছে না অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুবিধা। এছাড়া এই ফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট ‘হারমনি ইন্টেলিজেন্স’। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং মনে করেন, প্রযুক্তি শিল্পের কেউ এই বিষয়কে উপেক্ষা করতে পারবে না।

হুয়াওয়ের ‘পুরা এক্স’ নামের এই ফোন যখন ভাঁজ করা থাকে, তখন এটি ‘স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ’ বা ‘মটোরোলা রেজর’-এর মতো দেখায়। পাম-সাইজ ডিজাইনের এই ফোনের পিছনে তিনটি ক্যামেরার নিচে স্কোয়ার কভার স্ক্রিন রয়েছে। তবে এর হিঞ্জ ওপরে থাকার বদলে ফোনের পাশে। ফোনটি খুললে ১৬:১০ অনুপাতের ৬.৩ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যায়, যা অন্যান্য ফ্লিপ ফোনের চেয়ে চওড়া এবং ট্যাবলেটের কাছাকাছি।

এটি প্রথম হুয়াওয়ে ফোন যেখানে অ্যান্ড্রয়েড সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। ফোনটিতে ব্যবহৃত হয়েছে নতুন হারমনি ওএস নেক্সট, যা অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্টের ওপর ভিত্তি করে তৈরি নয় এবং অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থন করে না। গত বছরের নভেম্বরে মেট ৭০ সিরিজের সঙ্গে হারমনি ওএস নেক্সট উন্মোচন করা হলেও, সে সময় গ্রাহকরা অ্যান্ড্রয়েড-ভিত্তিক হারমনি ওএস অথবা নতুন সংস্করণের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ ছিল। তবে পুরা এক্স শুধু নতুন হারমনি ওএস নেক্সট-এ চলবে।

পুরা এক্সে হুয়াওয়ের নিজস্ব ‘পাঙ্গু’ মডেলের উপর ভিত্তি করে তৈরি এআই অ্যাসিস্ট্যান্ট হারমনি ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। এই এআই অ্যাসিস্ট্যান্টকে আরও উন্নত করেছে ডিপসিক। হুয়াওয়ে তাদের নিজস্ব অ্যাসেন্ড এআই চিপও তৈরি করছে। সম্প্রতি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং স্বীকার করেছেন, হুয়াওয়ের এআইয়ের উন্নতি চোখে পড়ার মতো ও উপেক্ষা করা উচিত নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা হুয়াওয়ের অগ্রগতি থামাতে পারেনি। হুয়াওয়ে এখন চীনের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠান।

হুয়াওয়ে পুরা এক্স আপাতত শুধু চীনে পাওয়া যাচ্ছে। এর দাম শুরু হয়েছে ৭ হাজার ৪৯৯ ইউয়ান থেকে। এর আগে হুয়াওয়ে যখন এই ফোনের চওড়া আকারের ওপর জোর দিয়ে টিজার প্রকাশ করেছিল, তখন মনে করা হয়েছিল এটি হয়তো তাদের প্রথম বাণিজ্যিক ভাঁজযোগ্য ফোন হতে যাচ্ছে।

দেড় বিলিয়ন ডলারে নিনজাট্রেডার অধিগ্রহণের ঘোষণা ক্র্যাকেনের

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম
দেড় বিলিয়ন ডলারে নিনজাট্রেডার অধিগ্রহণের ঘোষণা ক্র্যাকেনের
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ক্রাকেন দেড় বিলিয়ন ডলারে রিটেইল ফিউচার ট্রেডিং প্ল্যাটফর্ম নিনজাট্রেডার অধিগ্রহণ করতে যাচ্ছে। এই চুক্তির ফলে ক্রাকেন মাল্টি-অ্যাসেট ক্লাস ট্রেডিংয়ে প্রবেশ করার পাশাপাশি তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার সুযোগ পাবে।

এই অধিগ্রহণ এমন এক সময়ে ঘটছে, যখন যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রক সংস্থার নীতি শিথিল হওয়ার বিষয়ে আশাবাদী ক্রিপ্টো শিল্প। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সম্ভাব্য নীতি কারণে ক্রিপ্টো খাতের বড় প্রতিষ্ঠানগুলো নতুন বিনিয়োগের দিকে ঝুঁকছে।

অর্থনীতি ও বিনিয়োগ খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন প্রশাসনের নীতিগত পরিবর্তন নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থানকে শিথিল করতে পারে, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবে। এটি ডিজিটাল সম্পদ লেনদেনের জন্য আরও সুস্পষ্ট নিয়ম তৈরি করবে।

এই মাসের শুরুতে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ক্রাকেনের বিরুদ্ধে দায়ের করা একটি নাগরিক মামলা খারিজ করেছে। মামলায় অভিযোগ করা হয়, ক্রাকেন একটি অনিবন্ধিত সিকিউরিটিজ এক্সচেঞ্জ হিসেবে কাজ করছে। তবে মামলাটি খারিজ হওয়ায় প্রতিষ্ঠানটি নতুন ব্যবসায়িক সম্প্রসারণের দিকে আরও মনোযোগ দিতে পারবে।

এই চুক্তির মাধ্যমে ক্রিপ্টো ও প্রচলিত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। বর্তমানে খুচরা ব্যবসায়ীরা স্টক, বন্ড, ক্রিপ্টো ও ডেরিভেটিভস ট্রেডিংয়ের মতো সুবিধাগুলো একই প্ল্যাটফর্মে পাওয়ার জন্য আগ্রহী। এ কারণে ক্রিপ্টো প্রতিষ্ঠানগুলো তাদের সেবার পরিধি বাড়িয়ে গ্রাহকদের আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হচ্ছে।

লং রিজ ইকুইটি পার্টনার্সের সমর্থনে নিনজাট্রেডার অধিগ্রহণের পরেও এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি বর্তমানে প্রায় ২০ লাখ ট্রেডারকে তাদের ডেস্কটপ ও মোবাইল প্ল্যাটফর্মে ফিউচার ট্রেডিংয়ের সুবিধা দিচ্ছে। চুক্তিটি ২০২৫ সালের প্রথমার্ধে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: রয়টার্স