
ক্রমবর্ধমান এআই প্রযুক্তির যুগে ছবি তৈরি ও এডিট করার পদ্ধতিও উন্নত হচ্ছে। এ অবস্থায় এআইয়ের মাধ্যমে এডিট বা পরিবর্তিত ছবিগুলোকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। এ সমস্যার সমাধানে প্রযুক্তি জায়ান্ট গুগল একটি নতুন পদক্ষেপ নিয়েছে। গুগল সম্প্রতি নতুন আপডেটের মাধ্যমে তাদের ম্যাজিক এডিটর সফটওয়্যারে এআই সম্পাদিত ছবিতে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যোগ করার ব্যবস্থা চালু করেছে। এই ওয়াটারমার্ক প্রযুক্তির নাম ‘সিন্থআইডি’। ম্যাজিক এডিটরের ‘রিইমাজিন’ ফিচারের মাধ্যমে এডিট করা ছবিগুলোতে সিন্থআইডি ওয়াটারমার্ক ব্যবহার করা যাবে।
সিন্থআইডি কী?
গুগল ডিপমাইন্ড ২০২৩ সালে সিন্থআইডি প্রযুক্তি চালু করে। এটি এমন একটি প্রযুক্তি, যা জেনারেটিভ এআই দিয়ে তৈরি করা যেকোনো কনটেন্টে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যোগ করতে পারে। গুগল এর আগে লিরিয়া, ইমেজেন ও জেমিনাইয়ের মতো এআই-নির্ভর প্রোগ্রামগুলোতে এটি ব্যবহার করেছে।
এখন সিন্থআইডি প্রযুক্তি ম্যাজিক এডিটরেও ব্যবহার করা হবে। ম্যাজিক এডিটরের রিইমাজিন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবির বিভিন্ন অংশে বিশেষ ইফেক্ট যোগ করতে, মুছতে বা সরানোসহ বিভিন্ন পরিবর্তন করতে পারেন। রিইমাজিন ফিচারটি ১৮ বছর বা তার বেশি বয়সের যেকোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন। তবে এই ফিচার পিক্সেল নাইন বা তার পরের মডেলের ফোনগুলোতে পাওয়া যাবে। ব্যবহারকারীরা রিইমাজিনে ক্লিক করে ছবিটির কিছু অংশ পরিবর্তনের জন্য প্রম্পটের মাধ্যমে নির্দেশনা দিতে পারেন। এ ছাড়া গুগল নির্দিষ্ট, সহজ প্রম্পটের ব্যবহার করার পরামর্শও দেবে। ব্যবহারকারী রিইমাজিনে ক্লিক করলে সংশ্লিষ্ট ছবিতে সিন্থআইডির ওয়াটারমার্ক স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।
গুগলের এই উদ্যোগের মূল উদ্দেশ্য- এআইয়ের মাধ্যমে সম্পাদিত ছবিগুলোর স্বচ্ছতা বজায় রাখা। যেহেতু এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ছবিগুলো প্রায়শই আসল ছবির মতো দেখতে হয়, তাই সেগুলোকে চিহ্নিত করা জরুরি। সিন্থআইডি ওয়াটারমার্কের মাধ্যমে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারবেন ছবিটি এআই দ্বারা এডিট করা হয়েছে।