ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ ডিপসিকের বিরুদ্ধে

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ ডিপসিকের বিরুদ্ধে
ব্যবহারকারীদের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে ডিপসিকের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে চীনা এআই অ্যাপ ডিপসিকের বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে, অ্যাপটি ব্যবহারকারীদের দেওয়া তথ্য সংগ্রহ করে এবং তা এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করে। 

এনআইএস সম্প্রতি দেশটির সরকারি সংস্থাগুলোকে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে, যেখানে ডিপসিক ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, অ্যাপটির মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি রয়েছে। এ ছাড়া জাতীয় বিষয় নিয়ে এর উত্তরের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, এআইভিত্তিক অ্যাপগুলোর ডেটা সংগ্রহ ও ব্যবহারের পদ্ধতি নিয়ে স্বচ্ছতা প্রয়োজন রয়েছে। ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করলে, তা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এনআইএসের এই সতর্কবার্তার পর দক্ষিণ কোরিয়ায় ডিপসিক অ্যাপের ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: গ্যাজেটস৩৬০ 

/আবরার জাহিন

ডেস্কটপ এআই সুপারকম্পিউটার আনছে এনভিডিয়া

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম
ডেস্কটপ এআই সুপারকম্পিউটার আনছে এনভিডিয়া

বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া তাদের নতুন ডেস্কটপ সুপারকম্পিউটার উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং গত মঙ্গলবার জিটিসি সম্মেলনে ডিজিএক্স স্পার্ক ও ডিজিএক্স স্টেশন নামের দুটি নতুন এআই সুপারকম্পিউটারের ঘোষণা করেছেন।

এর আগে চলতি বছরের শুরুতে সিইএস সম্মেলনে ‘প্রজেক্ট ডিজিটস’ নামে এই প্রকল্পের একটি প্রাথমিক রূপ তুলে ধরেছিল প্রতিষ্ঠানটি। এটিকে বিশ্বের ক্ষুদ্রতম এআই সুপারকম্পিউটার হিসেবে দাবি করেছে এনভিডিয়া। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার মার্কিন ডলার। এই ডিভাইসের আরও শক্তিশালী একটি সংস্করণও তৈরি করছে।

এই কম্পিউটারটি আকারে আগের প্রজন্মের ম্যাক মিনির সমান। এতে রয়েছে জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ, যা এক সেকেন্ডে ১ হাজার ট্রিলিয়ন অপারেশন সম্পন্ন করতে পারে। এই কম্পিউটারটি ‘জিআর০০টি এন১’ রোবট সিস্টেমসহ সর্বাধুনিক এআই মডেলের প্রশিক্ষণ ও টিউনিংয়ের জন্য বিশেষভাবে উপযোগী। এটি ইতোমধ্যে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

যারা আরও বেশি প্রসেসিং ক্ষমতা খুঁজছেন, তাদের জন্য এনভিডিয়া ডিজিএক্স স্টেশন নিয়ে এসেছে। এই সুপারকম্পিউটারে রয়েছে জিবি৩০০ গ্রেস ব্ল্যাকওয়েল আল্ট্রা ডেস্কটপ সুপারচিপ। এই চিপ ২০ পেটাফ্লপস পারফরম্যান্স ও ৭৮৪ জিবি ইউনিফাইড মেমোরি প্রদান করে।

এনভিডিয়া এখনো ডিজিএক্স স্টেশনের দাম প্রকাশ করেনি। তবে এটি চলতি বছরের শেষদিকে বাজারে আসবে। এআই সুপারকম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস, বক্স, ডেল, এইচপি, ল্যাম্বডা ও সুপারমাইক্রো সিস্টেমটির নিজস্ব সংস্করণ তৈরি করবে।
এনভিডিয়ার এই নতুন এআই সুপারকম্পিউটারগুলো গবেষক ও ডেটা বিজ্ঞানীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

/আবরার জাহিন

 

উল্টো ডিগবাজি দিতে পারে ‘এন২’ নামের চীনা রোবট

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:২২ পিএম
উল্টো ডিগবাজি দিতে পারে ‘এন২’ নামের চীনা রোবট

চীনের বেইজিংভিত্তিক স্টার্টআপ নোয়েটিক্স রোবোটিকস সম্প্রতি একটি বাচ্চার আকারের রোবট উন্মোচন করেছে, যা একটানা ব্যাকফ্লিপ বা পেছন দিকে ডিগবাজি দিতে পারে। মানবাকৃতির রোবটটির নাম ‘এন২’। রোবটটি সাশ্রয়ী মূল্যের সহকারী রোবট হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।

চীনা মুদ্রায় এটির দাম পড়বে প্রায় ৩৯ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৫৪ হাজার টাকা। নোয়েটিক্স রোবোটিকস দাবি করেছে, এই রোবট শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে পরিচালিত, যা এটিকে বয়স্কদের যত্ন নেওয়ার মতো কাজে সক্ষম করে তুলেছে।

১.৩ মিটার উচ্চতার এই দুই পায়ের রোবটটি উঁচু-নিচু স্থানে ঘণ্টায় সর্বোচ্চ ১১ কিলোমিটার গতিতে চলাচল করতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোবটটিতে অত্যাধুনিক এনভিডিয়া জেটসন ওরিন চিপ ব্যবহার করা হয়েছে, যা এটিকে শক্তিশালী উপলব্ধি ও মিথস্ক্রিয়া করার সক্ষমতা দিয়েছে।

এর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির মতো চ্যাটবটের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। এ ছাড়া আগের প্রশিক্ষিত মডেলগুলোর সাহায্যে এটি সহজ ও সাধারণ মানবিক কাজও সম্পন্ন করতে পারে। নোয়েটিক্স রোবোটিকসের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রোবটটির একটি সংস্করণ পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং বয়স্ক ব্যক্তিকে হুইলচেয়ারে করে নিয়ে যাচ্ছে। এ ছাড়া রোবটটির ব্যাকফ্লিপ করার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা এর ভারসাম্য ও ক্ষিপ্রতা প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

নোয়েটিক্স রোবোটিকসের কারিগরি প্রধান জিয়াং ঝেউয়ান, যিনি রোবটটি উন্নত করতে নেতৃত্ব দিয়েছেন। তিনি জানান, ‘সামনের পা লম্বা ও পেছনের পা ছোট হওয়ার কারণে এটি সহজে ব্যাকফ্লিপ করতে পারে। তবে ব্যাকফ্লিপের চেয়ে ফ্রন্টফ্লিপ বা সামনের দিকে ডিগবাজি দেওয়া এটির জন্য কিছুটা কঠিন হয়।’

নোয়েটিক্স রোবোটিকস সম্প্রতি এমন একটি রোবট মাথাও প্রদর্শন করেছে, যা ৩০টিরও বেশি মানবীয় অভিব্যক্তি নকল করতে পারে।

চীনা কোম্পানিগুলো গৃহস্থালির কাজ থেকে শুরু করে শিল্পকারখানায় ব্যবহারের জন্য ব্যাপক পরিমাণে রোবট তৈরি করছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্সের (আইএফআর) তথ্য অনুযায়ী, চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম শিল্প রোবট বাজার, যা বিশ্বব্যাপী মোট রোবট স্থাপনার অর্ধেকেরও বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরচুন বিজনেস ইনসাইটসের তথ্য অনুযায়ী, গত বছর চীনের শিল্প রোবট বাজারের মূল্য ছিল ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩২ সালের মধ্যে এটি ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

/আবরার জাহিন

সাইবার দুনিয়ায় নতুন আতঙ্ক ইনফোস্টিলার ম্যালওয়্যার

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:১২ পিএম
সাইবার দুনিয়ায় নতুন আতঙ্ক ইনফোস্টিলার ম্যালওয়্যার
ইনফোস্টিলার ম্যালওয়্যার সাইবার অপরাধীদের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। ছবি: সংগৃহীত

সাইবার জগতে নতুন এক আতঙ্কের নাম ইনফোস্টিলার ম্যালওয়্যার। এই ক্ষতিকর সফটওয়্যারটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির জন্য তৈরি করা হয়েছে, যা নীরবে কাজ করে। ম্যালওয়্যার-অ্যাজ-এ-সার্ভিস মডেলে ছড়িয়ে পড়া এই ম্যালওয়্যার সাইবার অপরাধীদের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।  সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান কেলার ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, গত বছর এই ম্যালওয়্যারের মাধ্যমে ৩৯০ কোটি পাসওয়ার্ড ফাঁস হয়েছে। ৪৩ লাখেরও বেশি ডিভাইস এই ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে ‘গ্লোবাল ম্যালওয়্যার প্যানডেমিক’ হিসেবে আখ্যায়িত করছেন। 

সংবেদনশীল তথ্য চুরি 
এই ম্যালওয়্যার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ই-মেইল, ব্রাউজিং ডেটা, ব্যাংকিং তথ্য, ক্রেডিট কার্ড নম্বর ও ক্রিপ্টো অ্যাকাউন্টের মতো সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম। কিছু ম্যালওয়্যার কি-স্ট্রোক রেকর্ড করে, আবার কিছু ক্লিপবোর্ড হাইজ্যাকিং বা স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে তথ্য হাতিয়ে নেয়।  

ফিশিং ও নন-ফিশিং উভয় পদ্ধতিতে এই ম্যালওয়্যার ছড়িয়ে পড়ছে। ইউটিউব, ফেসবুক, লিংকডইন ও ই-মেইলের মাধ্যমেও এটি ছড়ানো হচ্ছে। এমনকি বৈধ সাইটেও এই ম্যালওয়্যার পাওয়া যাচ্ছে। সম্প্রতি এক স্টিম প্ল্যাটফর্মে একটি গেমে ইনফোস্টিলার পাওয়া যায়, যা দ্রুত সরিয়ে ফেলা হলেও শত শত ডিভাইস আক্রান্ত হয়।    

ইনফোস্টিলার ম্যালওয়্যার বড় ধরনের সাইবার আক্রমণের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এটি সাইবার অপরাধীদের জন্য তথ্য সংগ্রহের মাধ্যম হিসেবে কাজ করে। কর্মস্থলের ডিভাইসের লগইন তথ্য চুরি করে অপরাধীরা পুরো নেটওয়ার্কে প্রবেশ করে এবং র‍্যানসমওয়্যার ইনস্টল করে থাকে। 

চেক পয়েন্ট-এর ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ইনফোস্টিলার ম্যালওয়্যারের আক্রমণ ৫৮ শতাংশ বেড়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপেও এই আক্রমণ ছড়িয়ে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ম্যালওয়্যার প্রতিনিয়ত নতুন কৌশলে আক্রমণ চালাচ্ছে। 

বিশেষজ্ঞদের মতে, আগামীতে এই ধরনের আক্রমণের পরিমাণ ও সক্ষমতা আরও বাড়বে। তাই এই ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকতে সতর্ক ও সচেতন থাকা অত্যন্ত জরুরি।

আইফোন ১৬ই-তে ব্লুটুথ ত্রুটি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম
আইফোন ১৬ই-তে ব্লুটুথ ত্রুটি
ছবি: সংগৃহীত

টেক জায়ান্ট অ্যাপল গত ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ উন্মোচনের ঘোষণা দেয় এবং ২৮ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু করে। তবে বাজারে আসার মাত্র ১৫ দিনের মধ্যে ডিভাইসটির ব্লুটুথ সংযোগে ত্রুটি ধরা পড়ে ব্যবহারকারীদের কাছে। আইফোন ১৬ই-এর ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, ফোনটিতে একাধিক ব্লুটুথ ডিভাইস যুক্ত থাকলে সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা অডিও সমস্যার মতো জটিলতা দেখা দিচ্ছে।  

প্রযুক্তি বিষয়ক ফোরাম ও সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা জানান, অ্যাপল ওয়াচ ও এয়ারপড একসঙ্গে ব্যবহারের সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বেশি হচ্ছে। রেডিটে এক ব্যবহারকারী অভিযোগ করেন, ফিটবিট ব্যান্ড যুক্ত থাকলে ব্লুটুথ অডিওতে সমস্যা হচ্ছে, যা আনপেয়ার করলে সমাধান হয়। ওউরা স্মার্ট রিং ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যা হয়েছেন বলে অভিযোগ করেছেন। তবে ব্যাকগ্রাউন্ড থেকে ওউরা অ্যাপ বন্ধ করলে সমস্যা কিছুটা কম হয়।  

ত্রুটিটি সফটওয়্যার নাকি হার্ডওয়্যার সংশ্লিষ্ট, তা এখনো স্পষ্ট নয়। অ্যাপল এখনও এ সমস্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

/আবরার জাহিন

ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে পরিচিতজনের অবস্থান ট্র্যাকিং ফিচার

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:৫২ পিএম
ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে পরিচিতজনের অবস্থান ট্র্যাকিং ফিচার
ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল তাদের ‘ফাইন্ড মাই ডিভাইস’ অ্যাপে নতুন ফিচার যুক্ত করেছে। এবার ব্যবহারকারীরা তাদের পরিচিত ব্যক্তিদের রিয়েল টাইম অবস্থান দেখতে পারবেন ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে। এর জন্য অ্যাপটির নতুন আপডেটে ‘পিপল’ নামে নতুন একটি ট্যাব যুক্ত করা হয়েছে।

গুগল চলতি মাসের শুরুতে ‘মার্চ পিক্সেল ড্রপ’-এর অংশ হিসেবে এই ফিচারের ঘোষণা দেয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন-টু-ফাইভ-গুগলের তথ্যানুযায়ী চলতি সপ্তাহে এটি চালু করা হয়েছে।

নতুন ফিচারে ব্যবহারকারীরা তাদের অনুমোদিত পরিচিতদের বর্তমান অবস্থান রিয়েল টাইমে মানচিত্রে দেখতে পারবেন। শেয়ার করা ব্যক্তির অবস্থানের ঠিকানা, দূরত্ব ও তথ্যটি সর্বশেষ কখন আপডেট হয়েছে, তা দেখা যাবে। পিপল ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পরিচিতদের তালিকা দেখতে পারবেন, যারা তাদের সঙ্গে নিজেদের অবস্থান শেয়ার করেছেন।

গুগল ম্যাপসেও আগে থেকেই অবস্থান শেয়ার করার ও পরিচিতদের খুঁজে বের করার সুবিধা ছিল। তবে এই আপডেটের মাধ্যমে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে তথ্যগুলো আরও সহজ ও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।

অ্যাপের ওপরের ডান পাশে থাকা ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া লোকেশন শেয়ারিং সেটিংস পরিবর্তন করতে পারবেন।

গুগলের এই আপডেট তাদের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপকে আরও উন্নত করেছে। এই আপডেটের মাধ্যমে পরিষেবাটি অ্যাপলের ‘ফাইন্ড মাই’ অ্যাপের মতোই সুবিধা পাওয়া যাবে। প্রায় এক বছর আগে গুগল এই অ্যাপ চালু করেছিল। নতুন আপডেটের মাধ্যমে এটি আরও ব্যবহারবান্ধব করা হয়েছে।

গুগলের এই নতুন ফিচার এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন এবং তাদের ডিভাইস ও পরিচিতদের অবস্থান একই জায়গায় সহজে পর্যবেক্ষণ করতে পারবেন।