
প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’-এর তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে, আগামী ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ে অবস্থিত শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় এটি শুরু হবে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। এরপর গুগলের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও সেবার আপডেট তুলে ধরবেন। অন্যান্য বছরের মতো এবারও এটি অনলাইনে সবার জন্য উন্মুক্ত থাকবে। গুগলের তথ্য অনুযায়ী, এই আয়োজনে লাইভ স্ট্রিমিংয়ে মূল বক্তৃতা ও বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে সীমিত পরিসরে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকছে।
প্রতি বছর আই/ও সম্মেলনের তারিখ প্রকাশের আগে মজার ধাঁধা গেম প্রকাশ করে থাকে গুগল, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। এ বছর মাইক্রোসফট বিল্ড সম্মেলনের (১৯-২২ মে) মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে গুগল আই/ও সম্মেলন, যা প্রযুক্তি জগতে বাড়তি আলোচনার জন্ম দিচ্ছে।
গত বছরের গুগল আই/ও ২০২৪ সম্মেলনে প্রতিষ্ঠানটি জেমিনাই এআই, প্রজেক্ট অ্যাস্ট্রা, ভিডিও জেনারেশন এআই মডেল ভিও ও গুগল সার্চের নতুন এআইভিত্তিক সংস্করণ উন্মোচন করেছিল। তার আগের বছর, গুগল নতুন পিক্সেল ফোল্ড, পিক্সেল ট্যাবলেট ও পিক্সেল ৭এ উন্মোচনের পাশাপাশি বিভিন্ন এআই ফিচার ঘোষণা করেছিল।
প্রতি বছর গুগল আই/ও সম্মেলনে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, ক্লাউড সেবা ও ডেভেলপার টুলসে আপডেট ঘোষণা করা হয়। প্রযুক্তিপ্রেমী ও ডেভেলপারদের জন্য এটি একটি বড় আয়োজন, যেখানে গুগলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।
এবারের সম্মেলনেও গুগলের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনগুলোর উপর বিশেষ নজর থাকবে। সূত্র: গুগল