
প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের এআই চ্যাটবট জেমিনাইয়ে নতুন মেমোরি ফিচার চালু করেছে। এখন থেকে এই চ্যাটবট আগের চ্যাট বা কথোপকথন মনে রাখবে, যাতে আরও কার্যকর উত্তর দিতে পারে। ফলে প্রতিবার প্রথম থেকে শুরু করার প্রয়োজন পড়বে না এবং আগের আলোচনার ওপর ভিত্তি করে আরও প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে জেমিনাই।
গুগল জানিয়েছে, নতুন এই ফিচার প্রথমে ইংরেজি ভাষায় চালু করা হচ্ছে। পরে অন্যান্য ভাষাতেও পাওয়া যাবে। মেমোরি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আগের কথোপকথন বা প্রকল্পের ভিত্তিতে নতুন চ্যাট করতে পারবেন।
এআইয়ের মেমোরি ফিচারের কারণে গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। তবে গুগল বলছে, ব্যবহারকারীরা নিজেদের চ্যাট হিস্ট্রি পর্যালোচনা, ডিলিট বা সংরক্ষণের সময়সীমা নির্ধারণ করতে পারবেন। চাইলে ‘মাই অ্যাক্টিভিটি প্যানেল’ থেকে সম্পূর্ণভাবে এই ফিচার বন্ধও করা যাবে।
জেমিনাই প্রথম চ্যাটবট নয়, যাতে মেমোরি ফিচার যুক্ত করা হয়েছে। চ্যাটজিপিটিও নির্দিষ্ট প্রসঙ্গে ব্যবহারকারীর পছন্দ ও কথোপকথন মনে রাখতে পারে। দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য মেমোরিযুক্ত চ্যাটবট তৈরি করা ভবিষ্যতের ‘এজেন্টিক এআই’-এর অংশ, যার জন্য গুগল ও ওপেনএআই-সহ অনেক কোম্পানি কাজ করছে।
আই/ও ২০২৪ সম্মেলনে গুগল ‘প্রজেক্ট অ্যাস্ট্রা’ উন্মোচন করেছিল, যা সীমিত সময়ের জন্য তথ্য সংরক্ষণ করতে পারত। তবে এটি অনেক সময় ভুল তথ্যও মনে রাখত।
জেমিনাই অ্যাডভান্সড ব্যবহারকারীদের জন্য নতুন এই মেমোরি ফিচার ইতোমধ্যে ইংরেজিতে চালু হয়েছে। শিগগিরই অন্যান্য ভাষাতেও এটি চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের। সূত্র: এনগ্যাজেট