ঢাকা ৪ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

উল্টো ডিগবাজি দিতে পারে ‘এন২’ নামের চীনা রোবট

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:২২ পিএম
উল্টো ডিগবাজি দিতে পারে ‘এন২’ নামের চীনা রোবট

চীনের বেইজিংভিত্তিক স্টার্টআপ নোয়েটিক্স রোবোটিকস সম্প্রতি একটি বাচ্চার আকারের রোবট উন্মোচন করেছে, যা একটানা ব্যাকফ্লিপ বা পেছন দিকে ডিগবাজি দিতে পারে। মানবাকৃতির রোবটটির নাম ‘এন২’। রোবটটি সাশ্রয়ী মূল্যের সহকারী রোবট হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।

চীনা মুদ্রায় এটির দাম পড়বে প্রায় ৩৯ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৫৪ হাজার টাকা। নোয়েটিক্স রোবোটিকস দাবি করেছে, এই রোবট শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে পরিচালিত, যা এটিকে বয়স্কদের যত্ন নেওয়ার মতো কাজে সক্ষম করে তুলেছে।

১.৩ মিটার উচ্চতার এই দুই পায়ের রোবটটি উঁচু-নিচু স্থানে ঘণ্টায় সর্বোচ্চ ১১ কিলোমিটার গতিতে চলাচল করতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোবটটিতে অত্যাধুনিক এনভিডিয়া জেটসন ওরিন চিপ ব্যবহার করা হয়েছে, যা এটিকে শক্তিশালী উপলব্ধি ও মিথস্ক্রিয়া করার সক্ষমতা দিয়েছে।

এর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির মতো চ্যাটবটের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। এ ছাড়া আগের প্রশিক্ষিত মডেলগুলোর সাহায্যে এটি সহজ ও সাধারণ মানবিক কাজও সম্পন্ন করতে পারে। নোয়েটিক্স রোবোটিকসের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রোবটটির একটি সংস্করণ পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং বয়স্ক ব্যক্তিকে হুইলচেয়ারে করে নিয়ে যাচ্ছে। এ ছাড়া রোবটটির ব্যাকফ্লিপ করার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা এর ভারসাম্য ও ক্ষিপ্রতা প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

নোয়েটিক্স রোবোটিকসের কারিগরি প্রধান জিয়াং ঝেউয়ান, যিনি রোবটটি উন্নত করতে নেতৃত্ব দিয়েছেন। তিনি জানান, ‘সামনের পা লম্বা ও পেছনের পা ছোট হওয়ার কারণে এটি সহজে ব্যাকফ্লিপ করতে পারে। তবে ব্যাকফ্লিপের চেয়ে ফ্রন্টফ্লিপ বা সামনের দিকে ডিগবাজি দেওয়া এটির জন্য কিছুটা কঠিন হয়।’

নোয়েটিক্স রোবোটিকস সম্প্রতি এমন একটি রোবট মাথাও প্রদর্শন করেছে, যা ৩০টিরও বেশি মানবীয় অভিব্যক্তি নকল করতে পারে।

চীনা কোম্পানিগুলো গৃহস্থালির কাজ থেকে শুরু করে শিল্পকারখানায় ব্যবহারের জন্য ব্যাপক পরিমাণে রোবট তৈরি করছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্সের (আইএফআর) তথ্য অনুযায়ী, চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম শিল্প রোবট বাজার, যা বিশ্বব্যাপী মোট রোবট স্থাপনার অর্ধেকেরও বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরচুন বিজনেস ইনসাইটসের তথ্য অনুযায়ী, গত বছর চীনের শিল্প রোবট বাজারের মূল্য ছিল ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩২ সালের মধ্যে এটি ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

/আবরার জাহিন

এআই দিয়ে তৈরি করা যাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম
এআই দিয়ে তৈরি করা যাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট
এআই ওয়েবসাইট বিল্ডার নিয়ে এসেছে জনপ্রিয় ওয়েবসাইট প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস। ছবি: সংগৃহীত

ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলার বিষয় নয়। কোনো কোডিং জ্ঞান ছাড়া মাত্র কয়েক মিনিটে তৈরি করা যাবে নিজের পছন্দের ওয়েবসাইট। এমনই এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ওয়েবসাইট বিল্ডার নিয়ে এসেছে জনপ্রিয় ওয়েবসাইট প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস। এটি ব্যবহারকারীদের খুব সহজে নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করবে।

সম্প্রতি ‘ওয়ার্ডপ্রেস এআই ওয়েবসাইট বিল্ডার’ নামের টুলটি উন্মোচন করেছে ওয়ার্ডপ্রেস। এটি মূলত উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগারদের জন্য তৈরি করা হয়েছে। শুরুতে এটি ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

ওয়ার্ডপ্রেস দাবি করেছে, এই এআই ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে খুব অল্প সময়ে একটি মোটামুটি মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তবে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, এই টুলটি এখনই জটিল ইন্টিগ্রেশন বা ই-কমার্স সাইট তৈরির জন্য উপযুক্ত নয়। যদিও ভবিষ্যতে এই সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে ওয়ার্ডপ্রেসের।

কী আছে এই টুলে?
ওয়ার্ডপ্রেসের এই টুল ব্যবহার করে একজন ব্যবহারকারী কোনো প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই সাধারণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। শুধু নিজের সাইট সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখলে এআই সেই অনুযায়ী ওয়েবসাইট ডিজাইন করে দেবে। প্রথম ধাপে সাইটের নাম ও কী কাজে এটি ব্যবহার হবে, সে সম্পর্কে নির্দেশনা দিতে হবে। এর পর একাধিক ডিজাইন, রং, ফন্টসহ বিভিন্ন অপশন থেকে পছন্দ করে সাজিয়ে নেওয়া যাবে ওয়েবসাইটটি। ব্যবহারকারী চাইলে নিজস্ব ছবি, লোগো ও কনটেন্ট যোগ করতে পারবেন।

টুলটি ফ্রি হলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ব্যবহারকারীরা বিনামূল্যে ওয়েবসাইট তৈরি, সম্প্রসারণ ও পরিমার্জন করার জন্য সর্বোচ্চ ৩০টি এআই প্রম্পট ব্যবহার করতে পারবেন। এর পর বাড়তি সুবিধা পেতে হলে কিনতে হবে ওয়ার্ডপ্রেসের হোস্টিং প্ল্যান।

ওয়েবসাইটটি চালু ও হোস্ট করার জন্য একটি পেইড ওয়ার্ডপ্রেস হোস্টিং প্ল্যানের প্রয়োজন হবে। এর জন্য প্রিমিয়াম প্ল্যানে প্রতি মাসে ১৮ ডলার অথবা বার্ষিক পেমেন্টে প্রতি মাসে ৮ ডলার এবং বিজনেস প্ল্যানে প্রতি মাসে ৪০ ডলার অথবা বার্ষিক পেমেন্টে প্রতি মাসে ২৫ ডলার খরচ করতে হবে।

শুরু করবেন যেভাবে
এই এআই ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করতে প্রথমে ‘WordPress.com’ ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যদি আগে থেকে না থাকে। এর পর ওয়ার্ডপ্রেসে লগইন করে এআই ওয়েবসাইট বিল্ডার পেজে যেতে হবে। সেখানে একটি প্রম্পট বক্সে যে ধরনের ওয়েবসাইট তৈরি করা হবে, তার একটি বর্ণনা লিখতে হবে। এআই সাইটের খসড়া বানিয়ে দেওয়ার পর ব্যবহারকারী চাইলে সেটি আরও কাস্টমাইজ করতে পারবেন।

কতটা কার্যকর?
শুরুতে হয়তো ওয়েবসাইটটি একদম নিখুঁত হবে না, তবে মূল কাঠামো তৈরি করে দেয় এআই। চাইলে পরবর্তী সময়ে নিজের মতো করে কনটেন্ট, ছবি, লিংক ও ডিজাইন পরিবর্তন করে নেওয়া যাবে। যারা নিজের পোর্টফোলিও, ব্লগ বা সেবা পরিচিতির ওয়েবসাইট তৈরি করতে চান, তাদের জন্য এটি হতে পারে এক সহজ সমাধান।

প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকদের মতে, ওয়ার্ডপ্রেসের নতুন এই এআই টুল অনেকের জন্য ওয়েবসাইট বানানোকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করে তুলবে। তবে জটিল ফিচার বা ই-কমার্স সাইটের জন্য এখনো পুরোপুরি উপযোগী নয় এই টুল।

গুগল ডকসে যুক্ত হয়েছে নতুন প্রোগ্রামিং ভাষা

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম
গুগল ডকসে যুক্ত হয়েছে নতুন প্রোগ্রামিং ভাষা
গুগল ডকসে নতুন করে কয়েকটি প্রোগ্রামিং ভাষা যুক্ত করা হয়েছে। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অনলাইন ডকুমেন্ট তৈরির প্ল্যাটফর্ম গুগল ডকস তাদের ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে। ডকুমেন্ট অ্যাপটিতে কোড ফরম্যাটিং ফিচারে যুক্ত হয়েছে কয়েকটি নতুন প্রোগ্রামিং ভাষা।

গুগল ডকসে ‘কোড ব্লক’ ফিচারে এখন থেকে মোট ১২টি প্রোগ্রামিং ভাষা সমর্থন করে। নতুন করে যুক্ত হওয়া ভাষাগুলোর মধ্যে রয়েছে সি-শার্প (C#), সিএসএস (CSS), গো (Go), এইচটিএমএল (HTML), জেসন (JSON), কোটলিন (Kotlin) ও পিএইচপি (PHP)। এর আগে ফিচারটি ২০২২ সালে চালু করা হয়। তখন এটিতে পাঁচটি প্রোগ্রামিং ভাষা সমর্থন করত।

এই নতুন আপডেটের ফলে যারা টেকনিক্যাল ডকুমেন্টেশন তৈরি করেন অথবা কোড শেয়ার করেন, তারা এখন আরও সহজে ও নির্ভুলভাবে তাদের কোড গুগল ডকসের মধ্যে উপস্থাপন করতে পারবেন। কোড ব্লক ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে সিনট্যাক্স হাইলাইটিংয়ের মাধ্যমে কোডকে আরও সুস্পষ্ট ও পাঠযোগ্য করে তোলে।

গুগলের এ উদ্যোগে ডেভেলপারদের জন্য ডকস হবে আরও উপযোগী ও কার্যকর, এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

ওপেনএআই আনছে জিপিটি-৪.১

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৪২ পিএম
ওপেনএআই আনছে জিপিটি-৪.১
ছবি: সংগৃহীত

প্রযুক্তিবিশ্বে নতুন আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটি নতুন এআই মডেল উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জ। ওপেনএআইয়ের একাধিক সূত্রের বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে, আসন্ন মডেলগুলোর মধ্যে অন্যতম হতে পারে ‘জিপিটি-৪.১’, যা আগের জিপিটি-৪ মাল্টিমোডাল মডেলের উন্নত সংস্করণ।

গত বছর উন্মোচিত জিপিটি-৪ ছিল ওপেনএআইয়ের অন্যতম ফ্ল্যাগশিপ মডেল, যা একই সঙ্গে অডিও, ভিজ্যুয়াল ও টেক্সটের তাৎক্ষণিক বিশ্লেষণ ও প্রতিক্রিয়া জানাতে পারে। নতুন সংস্করণ জিপিটি-৪.১ মডেলে সেই ক্ষমতা আরও নিখুঁত ও দ্রুত করার চেষ্টা করা হয়েছে। এবার ওপেনএআই জিপিটি-৪.১ মডেলের পাশাপাশি ‘জিপিটি-৪.১ মিনি’ ও ‘জিপিটি-৪.১ ন্যানো’ সংস্করণও নিয়ে আসছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে এই মডেলগুলো বাজারে আসতে পারে।

এ ছাড়া ওপেনএআই তাদের ‘ও৩ রিজনিং’ মডেলের পূর্ণাঙ্গ সংস্করণ এবং ‘ও৪ মিনি’ নামের একটি হালকা সংস্করণ আনার পরিকল্পনাও করছে। প্রযুক্তি বিশেষজ্ঞ তিবো ব্লাহো ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে এই নতুন মডেলগুলোর উল্লেখ দেখতে পান, যা এআই কমিউনিটিতে নতুন মডেল আসার গুঞ্জন আরও জোরালো করেছে। সূত্র বলছে, ও৩ এবং ও৪ মিনি আগামী সপ্তাহে বাজারে আসতে পারে। তবে ওপেনএআই তাদের পরিকল্পনা পরিবর্তন করতে পারে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক্সে এক পোস্টে ‘রোমাঞ্চকর ফিচার’ আনার ইঙ্গিত দিয়েছেন।  তবে এটি ও৩ এবং ও৪ মিনির সঙ্গে সম্পর্কিত কি না, তা স্পষ্ট নয়। সূত্র সতর্ক করে জানিয়েছে, সক্ষমতার সমস্যার কারণে ওপেনএআই সম্প্রতি কিছু নতুন মডেলের প্রকাশনা বিলম্বিত করেছে। তাই জিপিটি-৪.১ মডেলের উন্মোচন পেছাতে পারে। 

চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য বিল্ট-ইন ইমেজ জেনারেটরের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় গত মাসে ওপেনএআই তাদের ইমেজ জেনারেশন টুলের ব্যবহারের চাহিদা সামাল দিতে সাময়িকভাবে ব্যবহার সীমিত করতে বাধ্য হয়। সম্প্রতি স্যাম অল্টম্যান এক্সে এক পোস্টে বলেন, ‘আমাদের জিপিইউগুলো প্রায় গলতে বসেছে।’ এটি প্রতিষ্ঠানটির সার্ভার ব্যবস্থাপনার চ্যালেঞ্জকে স্পষ্ট করে।

‘সি৭৫’ সিরিজে নতুন চমক আনছে রিয়েলমি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
‘সি৭৫’ সিরিজে নতুন চমক আনছে রিয়েলমি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্মার্টফোন বাজারে আবার নতুন চমক দিতে যাচ্ছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। জনপ্রিয় ‘সি৭৫’ লাইন-আপের উত্তরসূরি হিসেবে বাজারে আসতে পারে ‘সি৭৫এক্স’ নামের নতুন একটি স্মার্টফোন। ধারণা করা হচ্ছে, সাশ্রয়ী দামের এই ফোনে ফ্ল্যাগশিপ গ্রেডের নানা ফিচার থাকবে।

ইন্ডাস্ট্রি ইনসাইডারদের তথ্যমতে, ফোনটিতে ‘আইপি৬৯’ রেটিংয়ের শক রেজিস্ট্যান্ট প্রযুক্তি থাকতে পারে। সাধারণত দামি ফোনগুলোতে এই ফিচার দেখা যায়। ফলে ধুলা, পানি বা হঠাৎ পড়ে যাওয়ার মতো ঘটনায়ও ডিভাইসটি সুরক্ষিত থাকবে। এ ছাড়া ফোনটিতে পানির নিচে ছবি তোলার সুবিধা থাকতে পারে।

গুঞ্জন রয়েছে, ‘সি৭৫এক্স’-এ ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। ফলে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও কম সময়ের চার্জিং নিশ্চিত করবে। ফোনটির দাম ও অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে রিয়েলমির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

/আবরার জাহিন

দুই মিনিটের ভিডিও বানাতে পারে অ্যামাজনের নতুন এআই মডেল

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম
দুই মিনিটের ভিডিও বানাতে পারে অ্যামাজনের নতুন এআই মডেল
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিও তৈরির নতুন দিগন্ত উন্মোচন করল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। তাদের তৈরি এআই ভিডিও মডেল ‘নোভা রিল ১.১’ দুই মিনিটের চেয়েও দীর্ঘ ভিডিও তৈরি করতে পারে। এর আগে মডেলটির পুরোনো সংস্করণ তুলনামূলকভাবে ছোট ক্লিপ তৈরি করতে পারত।

২০২৪ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করে অ্যামাজনের জেনারেটিভ ভিডিও তৈরির মডেল ‘নোভা রিল’, যা প্রতিষ্ঠানটির এক্ষেত্রে প্রথম পদক্ষেপ। অ্যামাজনের এই উদ্ভাবন বর্তমানে ওপেনএআই, গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মডেলের সঙ্গে পাল্লা দিচ্ছে।

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ডেভেলপার অ্যাডভোকেট এলিজাবেথ ফুয়েন্তেস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, নোভা রিলের সর্বশেষ সংস্করণ নোভা রিল ১.১ ‘মাল্টিশট’ ভিডিও তৈরি করতে পারে। অর্থাৎ এটি একাধিক শটের সমন্বয়ে ভিডিও তৈরি করতে পারে, যাতে প্রতিটি দৃশ্যের সামঞ্জস্য বজায় থাকে। ব্যবহারকারীরা সর্বোচ্চ ৪ হাজার অক্ষরের প্রম্পট দিয়ে ছয় সেকেন্ড দৈর্ঘ্যের কয়েকটি দৃশ্যের সমন্বয়ে সর্বোচ্চ দুই মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন।

নোভা রিল ১.১-এ ‘মাল্টিশট ম্যানুয়াল’ নামে একটি নতুন মোড যুক্ত করা হয়েছে। এই মোডে মডেলটি একটি ছবির পাশাপাশি একটি প্রম্পট ব্যবহার করে ভিডিও শটের কম্পোজিশনের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দিতে পারে। এতে ১২৮০x৭২০ রেজল্যুশনের একটি ছবি ও ৫১২ অক্ষরের প্রম্পট দিয়ে সর্বোচ্চ ২০টি দৃশ্যের ভিডিও বানানো সম্ভব।

বর্তমানে নোভা রিল শুধু অ্যামাজন ওয়েব সার্ভিসেসের বিভিন্ন প্ল্যাটফর্ম ও পরিষেবাগুলোর মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যামাজনের এআই ডেভেলপমেন্ট স্যুট বেডরক। গ্রাহকদের এই মডেল ব্যবহারের জন্য আবেদন করতে হবে। তবে অন্যান্য জেনারেটিভ এআই মডেলের মতো নোভা রিল নিয়েও প্রশ্ন রয়েছে, এটি কীভাবে প্রশিক্ষিত হয়েছে। অনেক প্রতিষ্ঠানের মতো অ্যামাজনও জানায়নি, তাদের মডেল প্রশিক্ষণে কোন ভিডিও ডেটা ব্যবহার করা হয়েছে। তবে অ্যামাজন জানিয়েছে, তাদের মডেল দিয়ে তৈরি ভিডিওর কারণে কোনো গ্রাহক কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হলে, ওয়েব সার্ভিসেসের নিয়ম অনুযায়ী গ্রাহকদের পক্ষে আইনি সহায়তা দেবে।

/আবরার জাহিন