ঢাকা ১১ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ডেস্কটপ এআই সুপারকম্পিউটার আনছে এনভিডিয়া

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম
ডেস্কটপ এআই সুপারকম্পিউটার আনছে এনভিডিয়া

বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া তাদের নতুন ডেস্কটপ সুপারকম্পিউটার উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং গত মঙ্গলবার জিটিসি সম্মেলনে ডিজিএক্স স্পার্ক ও ডিজিএক্স স্টেশন নামের দুটি নতুন এআই সুপারকম্পিউটারের ঘোষণা করেছেন।

এর আগে চলতি বছরের শুরুতে সিইএস সম্মেলনে ‘প্রজেক্ট ডিজিটস’ নামে এই প্রকল্পের একটি প্রাথমিক রূপ তুলে ধরেছিল প্রতিষ্ঠানটি। এটিকে বিশ্বের ক্ষুদ্রতম এআই সুপারকম্পিউটার হিসেবে দাবি করেছে এনভিডিয়া। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার মার্কিন ডলার। এই ডিভাইসের আরও শক্তিশালী একটি সংস্করণও তৈরি করছে।

এই কম্পিউটারটি আকারে আগের প্রজন্মের ম্যাক মিনির সমান। এতে রয়েছে জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ, যা এক সেকেন্ডে ১ হাজার ট্রিলিয়ন অপারেশন সম্পন্ন করতে পারে। এই কম্পিউটারটি ‘জিআর০০টি এন১’ রোবট সিস্টেমসহ সর্বাধুনিক এআই মডেলের প্রশিক্ষণ ও টিউনিংয়ের জন্য বিশেষভাবে উপযোগী। এটি ইতোমধ্যে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

যারা আরও বেশি প্রসেসিং ক্ষমতা খুঁজছেন, তাদের জন্য এনভিডিয়া ডিজিএক্স স্টেশন নিয়ে এসেছে। এই সুপারকম্পিউটারে রয়েছে জিবি৩০০ গ্রেস ব্ল্যাকওয়েল আল্ট্রা ডেস্কটপ সুপারচিপ। এই চিপ ২০ পেটাফ্লপস পারফরম্যান্স ও ৭৮৪ জিবি ইউনিফাইড মেমোরি প্রদান করে।

এনভিডিয়া এখনো ডিজিএক্স স্টেশনের দাম প্রকাশ করেনি। তবে এটি চলতি বছরের শেষদিকে বাজারে আসবে। এআই সুপারকম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস, বক্স, ডেল, এইচপি, ল্যাম্বডা ও সুপারমাইক্রো সিস্টেমটির নিজস্ব সংস্করণ তৈরি করবে।
এনভিডিয়ার এই নতুন এআই সুপারকম্পিউটারগুলো গবেষক ও ডেটা বিজ্ঞানীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

/আবরার জাহিন

 

থ্রেডসে বিশ্বব্যাপী বিজ্ঞাপন সম্প্রসারণ করছে মেটা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পিএম
থ্রেডসে বিশ্বব্যাপী বিজ্ঞাপন সম্প্রসারণ করছে মেটা
এবার বিশ্বব্যাপী ৩০টিরও বেশি দেশে থ্রেডস ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমের জায়ান্ট মেটা তাদের নতুন প্ল্যাটফর্ম থ্রেডসে বিজ্ঞাপন সম্প্রসারণের ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র ও জাপানে প্রাথমিক পরীক্ষা চালানোর পর, এবার বিশ্বব্যাপী ৩০টিরও বেশি দেশে থ্রেডস ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন।

চলতি বছরের জানুয়ারি থেকে সীমিত পরিসরে এই বিজ্ঞাপন পরীক্ষার শুরু করে মেটা। তখন কয়েকটি নির্দিষ্ট ব্র্যান্ডের বিজ্ঞাপন নির্দিষ্ট ব্যবহারকারীদের ফিডে দেখানো হচ্ছিল। তার আগে প্রায় দেড় বছর ধরে থ্রেডস সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত ছিল। তবে মেটা আগেই জানিয়েছিল, তারা এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালুর পরিকল্পনা করছে।

বর্তমানে থ্রেডসের ৩০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। এর ফলে ব্যবহারকারীদের একটি বড় অংশ এখন থেকে থ্রেডস ব্যবহারের সময় বিজ্ঞাপন দেখতে পাবেন। তবে এই পদক্ষেপ থ্রেডসের স্থিতিশীল বৃদ্ধিতে কোনো প্রভাব ফেলবে কিনা, তা দেখার বিষয়।

কোন কোন দেশে এই বিজ্ঞাপন চালু হচ্ছে, তা স্পষ্ট করেনি মেটা। তবে জানানো হয়েছে, এটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে। ফলে সময়ের সঙ্গে বিজ্ঞাপনের পরিমাণ বাড়তেও পারে।

ব্যবহারকারীদের ফিডে বন্ধু কিংবা ফলো করা ব্যক্তির পোস্টের মাঝে স্থান পাবে এসব বিজ্ঞাপন। মেটা জানিয়েছে, এখন থেকে থ্রেডসের বিজ্ঞাপন বৈশ্বিকভাবে তাদের সব বিজ্ঞাপনদাতার জন্য উন্মুক্ত থাকবে। এর ফলে স্থানীয় কোম্পানিগুলোর বিজ্ঞাপনও ব্যবহারকারীদের সামনে আসবে।

/আবরার জাহিন

গুগল ক্রোম কিনতে আগ্রহী ওপেনএআই

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:২৬ পিএম
গুগল ক্রোম কিনতে আগ্রহী ওপেনএআই
গুগল ক্রোম কেনার আগ্রহ প্রকাশ করেছে ওপেনএআই।

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে অনলাইন সার্চে একচেটিয়া আধিপত্যের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের আদালতের এক শুনানিতে। এর ধারাবাহিকতায় গুগলকে তাদের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘গুগল ক্রোম’ বিক্রি করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্রাউজারটি কেনার আগ্রহ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই। 

বার্তা সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের একচেটিয়া বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক শুনানিতে চ্যাটজিপিটির প্রধান নিক টার্লিকে জিজ্ঞাসা করা হয়, ক্রোম অধিগ্রহণে ওপেনএআই আগ্রহী কি না। জবাবে তিনি সরাসরি বলেন, ‘হ্যাঁ, আমরা আগ্রহী, যেমনটা অন্য আরও অনেকে ক্রোম অধিগ্রহণে আগ্রহী।’

বর্তমানে গুগল ক্রোমে প্লাগইনের মাধ্যমে চ্যাটজিপিটি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়। তবে টার্নার জানান, ওপেনএআইয়ের মালিকানায় ক্রোম এলে, এআইয়ের সঙ্গে ব্রাউজারটির আরও ভালো সমন্বয় সম্ভব হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও গভীর এআই-ভিত্তিক অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবে।

ক্রোম একমাত্র পরিষেবা নয়, যার নিয়ন্ত্রণ হারাতে পারে গুগল। চলতি মাসের শুরুর দিকে পৃথক এক রায়ে গুগলের অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতাবিরোধী কার্যক্রমের অভিযোগও আনা হয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে, অন্য যেকোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের জনপ্রিয় পরিষেবাগুলোর যেকোনো একটি অধিগ্রহণে আগ্রহী হবে।

তবে প্রশ্ন উঠেছে, একচেটিয়া আধিপত্য ভাঙতে গিয়ে আরেকটি প্রযুক্তি জায়ান্টের হাতে যদি জনপ্রিয় সেবা চলে যায়, তা হলে তা নতুন মনোপলির জন্ম দেবে না তো? এ নিয়ে চলছে বিতর্ক। আপাতত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গুগলকে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ অব্যাহত রাখার অনুমতি দিয়েছে। তবে ভবিষ্যতে কী হবে, তা নির্ধারণ করবে আদালতের চূড়ান্ত রায়।

/আবরার জাহিন

জেমিনাই প্রি-ইনস্টল করতে স্যামসাংকে বিপুল অর্থ প্রদান গুগলের

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পিএম
জেমিনাই প্রি-ইনস্টল করতে স্যামসাংকে বিপুল অর্থ প্রদান গুগলের
ছবি: সংগৃহীত

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘জেমিনাই’ প্রি-ইনস্টলের জন্য প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ প্রদান করছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাংকে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এটি গুগলের বিরুদ্ধে চলমান এক অ্যান্টিট্রাস্ট মামলার অংশ হিসেবে প্রকাশ পেয়েছে।

গুগলের প্ল্যাটফর্ম ও ডিভাইস পার্টনারশিপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট পিটার ফিটজেরাল্ড যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে সাক্ষ্য দিতে গিয়ে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে স্যামসাংকে এই অর্থ প্রদান শুরু করেছে গুগল। দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ অন্তত দুই বছর।

বিচারক অমিত মেহতার কাছে তিনি আরও জানান, গুগল স্যামসাংকে নির্দিষ্ট পরিমাণ মাসিক অর্থের পাশাপাশি জেমিনাই অ্যাপে বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ের একটি অংশও দিয়ে থাকে। ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর আইনজীবী ডেভিড ডালকুইস্ট একে ‘বিশাল অঙ্কের নির্ধারিত মাসিক অর্থ’ বলে বর্ণনা করেছেন।

এই অ্যান্টিট্রাস্ট মামলাটি মূলত সার্চ ইঞ্জিন শিল্পে গুগলের একচেটিয়া ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে শুরু হয়। মামলার শুনানির সময় গুগল অ্যাপল, স্যামসাংসহ একাধিক কোম্পানিকে তাদের ডিভাইসে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে রাখার জন্য অর্থ দেওয়ার বিষয়টি উঠে আসে।

জজ মেহতা বিষয়টিকে অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। অবৈধ আচরণের প্রতিকারে গুগলকে কী পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে অতিরিক্ত শুনানি চলছে। এই শুনানির মাধ্যমে স্যামসাংকে জেমিনাই প্রি-ইনস্টলের জন্য অর্থ প্রদানের বিষয়টি জানা যায়।

অন্যদিকে এপিক গেমসের সঙ্গে সংশ্লিষ্ট অন্য একটি মামলার সাক্ষ্য থেকে জানা যায়, গুগল ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে স্যামসাং মোবাইল ডিভাইসে গুগল সার্চ, প্লে স্টোর এবং গুগল অ্যাসিস্ট্যান্টকে ডিফল্ট হিসেবে রাখার জন্য ৮০০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছে। এই মামলায় ক্যালিফোর্নিয়ার এক আদালত গুগলকে প্রতিদ্বন্দ্বী মার্কেটপ্লেস ও বিলিং সিস্টেমের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে নির্দেশ দিয়েছে। গুগল বর্তমানে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

বাজারে আসছে হুয়াওয়ের উন্নত এআই চিপ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পিএম
বাজারে আসছে হুয়াওয়ের উন্নত এআই চিপ
হুয়াওয়ে নিজেদের তৈরি উন্নত এআই চিপ ‘অ্যাসেন্ড ৯১০সি’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে চীনা বাজারে শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার উন্নত এআই চিপের সরবরাহ সীমিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নিজেদের তৈরি উন্নত এআই চিপ ‘অ্যাসেন্ড ৯১০সি’ ব্যাপকভাবে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।

সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হুয়াওয়ে আগামী মাস থেকে চীনা গ্রাহকদের কাছে এই চিপের বাণিজ্যিক সরবরাহ শুরু করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে কিছু সংখ্যক চিপ সরবরাহ করা হয়েছে বলেও জানিয়েছে সূত্রগুলো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এনভিডিয়াকে জানিয়েছে, তাদের ‘এইচ২০’ মডেলের এআই চিপ রপ্তানির ক্ষেত্রে এখন থেকে লাইসেন্সের প্রয়োজন হবে। এতে করে এনভিডিয়ার এই উচ্চক্ষমতা সম্পন্ন চিপ বিক্রিতে জটিলতা তৈরি হয়েছে। ফলে বিকল্প প্রযুক্তি খুঁজছে চীনের এআই নির্ভর প্রযুক্তি খাত। এমন পরিস্থিতিতে হুয়াওয়ের নতুন জিপিইউ চিপ বাজারে আসা দেশটির প্রযুক্তি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

এর আগে ওয়াশিংটন চীনের প্রযুক্তিগত, বিশেষ করে সামরিক সক্ষমতা বৃদ্ধি সীমিত করার লক্ষ্যে এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী এআই চিপ ‘এইচ১০০’ ও ফ্ল্যাগশিপ ‘বি২০০’ চিপের রপ্তানি বন্ধ করে দিয়েছে।

হুয়াওয়ের অ্যাসেন্ড ৯১০সি একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)। এটি প্রযুক্তিগতভাবে যুগান্তকারী কোনো উদ্ভাবন নয়, বরং বিদ্যমান প্রযুক্তির কাঠামোগত অগ্রগতি। দুটি ‘৯১০বি’ প্রসেসরকে উন্নত ইন্টিগ্রেশন বা একীভূতকরণ কৌশলের মাধ্যমে যুক্ত করে এই একক চিপটি তৈরি করা হয়েছে।

ফলে ৯১০সি চিপটির কম্পিউটিং ক্ষমতা ও মেমরি ধারণক্ষমতা আগের ৯১০বি মডেলের চেয়ে দ্বিগুণ হয়েছে। পাশাপাশি এটি নানা ধরনের এআই-নির্ভর কাজের জন্য সমন্বয় করতে পারে। সূত্রের দাবি, এটির কার্যকারিতা এনভিডিয়ার এইচ১০০ চিপের প্রায় সমতুল্য হবে। তবে হুয়াওয়ে এটিকে ‘অনুমানভিত্তিক’ বলে অভিহিত করেছে। প্রতিষ্ঠানটি ৯১০সি চিপের সরবরাহ পরিকল্পনা ও সক্ষমতা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

এনভিডিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে হুয়াওয়ে ছাড়াও মুর থ্রেডস ও ইলুভাটার কোরএক্সের মতো চীনা স্টার্টআপগুলো দেশীয় জিপিইউ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে। প্রযুক্তি বিশ্লেষক পল ট্রিওলো মনে করেন, ‘এখন থেকে চীনা এআই মডেল নির্মাতা ও ইনফারেন্স ডেভেলপারদের প্রথম পছন্দ হবে হুয়াওয়ের অ্যাসেন্ড ৯১০সি।’

সূত্রের তথ্যমতে, গত বছরের শেষদিকে হুয়াওয়ে কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানে ৯১০সি চিপের নমুনা সরবরাহ করে এবং অর্ডার নেওয়া শুরু করে। চিপটির মূল উপাদান উৎপাদন করছে চীনের সেমিকন্ডাক্টর নির্মাতা এসএমআইসি, যার ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে উৎপাদনে সফলতার হার এখনো কম।

তবে অন্য দুটি সূত্র দাবি করেছে, হুয়াওয়ের কিছু ৯১০সি জিপিইউতে তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসির তৈরি সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, যা মূলত চীনের সোপগো নামের একটি প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। বিষয়টি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ।

হুয়াওয়ে অবশ্য টিএসএমসি-নির্মিত সোপগো চিপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। সোপগো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। টিএসএমসি জানিয়েছে, তারা ২০২০ সালের সেপ্টেম্বরের পর হুয়াওয়েকে আর কোনো চিপ সরবরাহ করেনি এবং সব রপ্তানি আইন মেনে কার্যক্রম পরিচালনা করছে।

/আবরার জাহিন

সাশ্রয়ী দামে ৫জি রাউটার আনল লেনোভো

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পিএম
সাশ্রয়ী দামে ৫জি রাউটার আনল লেনোভো
৫জি রাউটার আনল লেনোভো। ছবি: সংগৃহীত

তুলনামূলক কম খরচে ও সহজে বহনযোগ্য ডিভাইসের মাধ্যমে দ্রুতগতির ৫জি ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে বাজারে নতুন মোবাইল রাউটার এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। ‘লেনোভো শাওশিন ৫জি সিপিই’ নামের এ মোবাইল রাউটারটি সম্প্রতি চীনের বাজারে এসেছে। এটির দাম ৬২৯ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার ৪০০ টাকা। আকর্ষণীয় ডিজাইন ও একাধিক ফিচার থাকায় এটি অনেকের কাছে পছন্দের হতে পারে।

রাউটারের ফিচার
এই ৫জি সিপিই রাউটারে ব্যবহার করা হয়েছে ‘ইউনিসক ভি৫১০’ চিপসেট। ৬ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেট আগের প্রজন্মের তুলনায় উন্নত পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি কম বিদ্যুৎ খরচ করে। নেটওয়ার্কের অবস্থার ওপর নির্ভর করে এটি সর্বোচ্চ ২ জিবিপিএস ডাউনলোড গতি ও প্রায় ৯০০ এমবিপিএস আপলোড গতি দিতে সক্ষম। যেখানে ৫জি নেটওয়ার্ক পাওয়া যাবে না, সেখানে এটি স্বয়ংক্রিয়ভাবে ৪জি নেটওয়ার্কে কাজ করবে।

রাউটারটিতে তিনটি সিম ব্যবহারের সুবিধা রয়েছে। এর মধ্যে দুটি ৫জি সিম (চায়না মোবাইল ও চায়না ইউনিকম) বিল্ট-ইন অবস্থায় আছে। এ ছাড়া একটি অতিরিক্ত সিম স্লট রয়েছে, যেখানে চায়না টেলিকমসহ চীনের প্রধান সব অপারেটরের সিম কার্ড ব্যবহার করা যাবে। তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবহারের জন্য একটি গিগাবিট ইথারনেট পোর্টও রয়েছে।

রাউটারটি ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই সমর্থন করে। এর মধ্যে ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে আধুনিক ওয়াই-ফাই ৬ (৮০২.১১এক্স) প্রযুক্তি ও ৫ গিগাহার্টজ ব্যান্ডে ওয়াই-ফাই ৫ (৮০২.১১এসি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দ্রুত ডেটা আদান-প্রদানের জন্য এতে ওএফডিএমএ এবং ২x২ এমআইএমও মতো ফিচারও রয়েছে।

৫১২ মেগাবাইট র‍্যামযুক্ত রাউটারটি একসঙ্গে ২৪টি ডিভাইসে ইন্টারনেট সরবরাহ করতে পারে, যা স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি ও প্রিন্টারসহ নানা ডিভাইসে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে।

রাউটারটি দেখতে লম্বা এবং এর ডিজাইন বেশ ছিমছাম। ফ্যানবিহীন ডিভাইসটি ঠাণ্ডা রাখার জন্য ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম হিটসিংক। লেনোভো জানিয়েছে, ডিভাইসটির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে ১৫ হাজার ঘণ্টার বেশি সময় ধরে একটানা চালানো ও ড্রপ টেস্টসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।

নিরাপত্তার দিক থেকেও রাউটারটি বেশ উন্নত। এতে ডেডিকেটেড এনক্রিপশন চিপ, ফায়ারওয়াল সাপোর্ট, অ্যান্টি-হাইজ্যাক প্রটোকল এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনযুক্ত কমিউনিকেশনের মতো নিরাপত্তা ফিচার যোগ করা হয়েছে।