
বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া তাদের নতুন ডেস্কটপ সুপারকম্পিউটার উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং গত মঙ্গলবার জিটিসি সম্মেলনে ডিজিএক্স স্পার্ক ও ডিজিএক্স স্টেশন নামের দুটি নতুন এআই সুপারকম্পিউটারের ঘোষণা করেছেন।
এর আগে চলতি বছরের শুরুতে সিইএস সম্মেলনে ‘প্রজেক্ট ডিজিটস’ নামে এই প্রকল্পের একটি প্রাথমিক রূপ তুলে ধরেছিল প্রতিষ্ঠানটি। এটিকে বিশ্বের ক্ষুদ্রতম এআই সুপারকম্পিউটার হিসেবে দাবি করেছে এনভিডিয়া। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার মার্কিন ডলার। এই ডিভাইসের আরও শক্তিশালী একটি সংস্করণও তৈরি করছে।
এই কম্পিউটারটি আকারে আগের প্রজন্মের ম্যাক মিনির সমান। এতে রয়েছে জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ, যা এক সেকেন্ডে ১ হাজার ট্রিলিয়ন অপারেশন সম্পন্ন করতে পারে। এই কম্পিউটারটি ‘জিআর০০টি এন১’ রোবট সিস্টেমসহ সর্বাধুনিক এআই মডেলের প্রশিক্ষণ ও টিউনিংয়ের জন্য বিশেষভাবে উপযোগী। এটি ইতোমধ্যে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
যারা আরও বেশি প্রসেসিং ক্ষমতা খুঁজছেন, তাদের জন্য এনভিডিয়া ডিজিএক্স স্টেশন নিয়ে এসেছে। এই সুপারকম্পিউটারে রয়েছে জিবি৩০০ গ্রেস ব্ল্যাকওয়েল আল্ট্রা ডেস্কটপ সুপারচিপ। এই চিপ ২০ পেটাফ্লপস পারফরম্যান্স ও ৭৮৪ জিবি ইউনিফাইড মেমোরি প্রদান করে।
এনভিডিয়া এখনো ডিজিএক্স স্টেশনের দাম প্রকাশ করেনি। তবে এটি চলতি বছরের শেষদিকে বাজারে আসবে। এআই সুপারকম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস, বক্স, ডেল, এইচপি, ল্যাম্বডা ও সুপারমাইক্রো সিস্টেমটির নিজস্ব সংস্করণ তৈরি করবে।
এনভিডিয়ার এই নতুন এআই সুপারকম্পিউটারগুলো গবেষক ও ডেটা বিজ্ঞানীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।
/আবরার জাহিন