ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলার বিষয় নয়। কোনো কোডিং জ্ঞান ছাড়া মাত্র কয়েক মিনিটে তৈরি করা যাবে নিজের পছন্দের ওয়েবসাইট। এমনই এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ওয়েবসাইট বিল্ডার নিয়ে এসেছে জনপ্রিয় ওয়েবসাইট প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস। এটি ব্যবহারকারীদের খুব সহজে নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করবে।
সম্প্রতি ‘ওয়ার্ডপ্রেস এআই ওয়েবসাইট বিল্ডার’ নামের টুলটি উন্মোচন করেছে ওয়ার্ডপ্রেস। এটি মূলত উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগারদের জন্য তৈরি করা হয়েছে। শুরুতে এটি ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
ওয়ার্ডপ্রেস দাবি করেছে, এই এআই ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে খুব অল্প সময়ে একটি মোটামুটি মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তবে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, এই টুলটি এখনই জটিল ইন্টিগ্রেশন বা ই-কমার্স সাইট তৈরির জন্য উপযুক্ত নয়। যদিও ভবিষ্যতে এই সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে ওয়ার্ডপ্রেসের।
কী আছে এই টুলে?
ওয়ার্ডপ্রেসের এই টুল ব্যবহার করে একজন ব্যবহারকারী কোনো প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই সাধারণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। শুধু নিজের সাইট সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখলে এআই সেই অনুযায়ী ওয়েবসাইট ডিজাইন করে দেবে। প্রথম ধাপে সাইটের নাম ও কী কাজে এটি ব্যবহার হবে, সে সম্পর্কে নির্দেশনা দিতে হবে। এর পর একাধিক ডিজাইন, রং, ফন্টসহ বিভিন্ন অপশন থেকে পছন্দ করে সাজিয়ে নেওয়া যাবে ওয়েবসাইটটি। ব্যবহারকারী চাইলে নিজস্ব ছবি, লোগো ও কনটেন্ট যোগ করতে পারবেন।
টুলটি ফ্রি হলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ব্যবহারকারীরা বিনামূল্যে ওয়েবসাইট তৈরি, সম্প্রসারণ ও পরিমার্জন করার জন্য সর্বোচ্চ ৩০টি এআই প্রম্পট ব্যবহার করতে পারবেন। এর পর বাড়তি সুবিধা পেতে হলে কিনতে হবে ওয়ার্ডপ্রেসের হোস্টিং প্ল্যান।
ওয়েবসাইটটি চালু ও হোস্ট করার জন্য একটি পেইড ওয়ার্ডপ্রেস হোস্টিং প্ল্যানের প্রয়োজন হবে। এর জন্য প্রিমিয়াম প্ল্যানে প্রতি মাসে ১৮ ডলার অথবা বার্ষিক পেমেন্টে প্রতি মাসে ৮ ডলার এবং বিজনেস প্ল্যানে প্রতি মাসে ৪০ ডলার অথবা বার্ষিক পেমেন্টে প্রতি মাসে ২৫ ডলার খরচ করতে হবে।
শুরু করবেন যেভাবে
এই এআই ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করতে প্রথমে ‘WordPress.com’ ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যদি আগে থেকে না থাকে। এর পর ওয়ার্ডপ্রেসে লগইন করে এআই ওয়েবসাইট বিল্ডার পেজে যেতে হবে। সেখানে একটি প্রম্পট বক্সে যে ধরনের ওয়েবসাইট তৈরি করা হবে, তার একটি বর্ণনা লিখতে হবে। এআই সাইটের খসড়া বানিয়ে দেওয়ার পর ব্যবহারকারী চাইলে সেটি আরও কাস্টমাইজ করতে পারবেন।
কতটা কার্যকর?
শুরুতে হয়তো ওয়েবসাইটটি একদম নিখুঁত হবে না, তবে মূল কাঠামো তৈরি করে দেয় এআই। চাইলে পরবর্তী সময়ে নিজের মতো করে কনটেন্ট, ছবি, লিংক ও ডিজাইন পরিবর্তন করে নেওয়া যাবে। যারা নিজের পোর্টফোলিও, ব্লগ বা সেবা পরিচিতির ওয়েবসাইট তৈরি করতে চান, তাদের জন্য এটি হতে পারে এক সহজ সমাধান।
প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকদের মতে, ওয়ার্ডপ্রেসের নতুন এই এআই টুল অনেকের জন্য ওয়েবসাইট বানানোকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করে তুলবে। তবে জটিল ফিচার বা ই-কমার্স সাইটের জন্য এখনো পুরোপুরি উপযোগী নয় এই টুল।