
বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ক্রাকেন দেড় বিলিয়ন ডলারে রিটেইল ফিউচার ট্রেডিং প্ল্যাটফর্ম নিনজাট্রেডার অধিগ্রহণ করতে যাচ্ছে। এই চুক্তির ফলে ক্রাকেন মাল্টি-অ্যাসেট ক্লাস ট্রেডিংয়ে প্রবেশ করার পাশাপাশি তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার সুযোগ পাবে।
এই অধিগ্রহণ এমন এক সময়ে ঘটছে, যখন যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রক সংস্থার নীতি শিথিল হওয়ার বিষয়ে আশাবাদী ক্রিপ্টো শিল্প। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সম্ভাব্য নীতি কারণে ক্রিপ্টো খাতের বড় প্রতিষ্ঠানগুলো নতুন বিনিয়োগের দিকে ঝুঁকছে।
অর্থনীতি ও বিনিয়োগ খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন প্রশাসনের নীতিগত পরিবর্তন নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থানকে শিথিল করতে পারে, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবে। এটি ডিজিটাল সম্পদ লেনদেনের জন্য আরও সুস্পষ্ট নিয়ম তৈরি করবে।
এই মাসের শুরুতে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ক্রাকেনের বিরুদ্ধে দায়ের করা একটি নাগরিক মামলা খারিজ করেছে। মামলায় অভিযোগ করা হয়, ক্রাকেন একটি অনিবন্ধিত সিকিউরিটিজ এক্সচেঞ্জ হিসেবে কাজ করছে। তবে মামলাটি খারিজ হওয়ায় প্রতিষ্ঠানটি নতুন ব্যবসায়িক সম্প্রসারণের দিকে আরও মনোযোগ দিতে পারবে।
এই চুক্তির মাধ্যমে ক্রিপ্টো ও প্রচলিত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। বর্তমানে খুচরা ব্যবসায়ীরা স্টক, বন্ড, ক্রিপ্টো ও ডেরিভেটিভস ট্রেডিংয়ের মতো সুবিধাগুলো একই প্ল্যাটফর্মে পাওয়ার জন্য আগ্রহী। এ কারণে ক্রিপ্টো প্রতিষ্ঠানগুলো তাদের সেবার পরিধি বাড়িয়ে গ্রাহকদের আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হচ্ছে।
লং রিজ ইকুইটি পার্টনার্সের সমর্থনে নিনজাট্রেডার অধিগ্রহণের পরেও এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি বর্তমানে প্রায় ২০ লাখ ট্রেডারকে তাদের ডেস্কটপ ও মোবাইল প্ল্যাটফর্মে ফিউচার ট্রেডিংয়ের সুবিধা দিচ্ছে। চুক্তিটি ২০২৫ সালের প্রথমার্ধে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: রয়টার্স