
বিশ্বের প্রথম রোবট বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনে। দেশটির হ্যাংজু-ভিত্তিক রোবোটিক্স প্রতিষ্ঠান ইউনিট্রি এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী মাসে এই লড়াইয়ে দুটি শিশু আকারের হিউম্যানয়েড রোবট ‘আয়রন ফিস্ট কিং’ খেতাবের জন্য একে অপরের মুখোমুখি হবে। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
ইউনিট্রির প্রচারিত এক ভিডিওতে ‘ইউনিট্রি জি১’ নামের রোবটকে একজন মানুষের সঙ্গে মুষ্টিযুদ্ধ করতে দেখা যায়, যার ১ দশমিক ৩২ মিটার উচ্চতা। রোবটটিকে দক্ষতার সঙ্গে প্রতিপক্ষের আঘাত এড়িয়ে ভারসাম্য বজায় রাখতে দেখা যায়। প্রতিষ্ঠানটি দাবি করেছে, এই রোবট বিশেষ মোশন-ক্যাপচার ট্রেনিং সিস্টেমে সজ্জিত, যা পেশাদার মানের পারফরম্যান্স নিশ্চিত করে এবং নতুন নতুন কৌশল শিখতে পারে।
ভিডিওতে রোবটের ঘুষি মারতে, লাথি দিতে ও ভারী আঘাতের পর দ্রুত সাড়া দিতে দেখা গেলেও এর গতি মানুষের তুলনায় বেশ ধীর ছিল।
এই রোবট বক্সিং প্রতিযোগিতাটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন কিছুদিন আগে বেইজিংয়ে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবটদের অংশগ্রহণে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ২১ কিলোমিটারের ম্যারাথনে সেই দৌড়ে অংশ নেয় ২১টি রোবট, যার মধ্যে মাত্র ছয়টি নির্ধারিত দূরত্ব অতিক্রম করে। সেই ম্যারাথনে ইউনিট্রির একটি জি১ রোবটও অনানুষ্ঠানিকভাবে অংশ নেয়। ম্যারাথনের শুরুর দিকে পড়ে গিয়ে আলোচনায় জন্ম দেয়।
চলতি বছর ইউনিট্রিসহ চীনের ছয়টি রোবট নির্মাতা প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হিউম্যানয়েড রোবটের ব্যাপক উৎপাদনের পরিকল্পনা করছে। বর্তমানে শিল্প খাতে ব্যবহৃত রোবটের দিক থেকে চীন বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। ফরচুন বিজনেস ইনসাইটসের তথ্য অনুযায়ী, গত বছর দেশটির শিল্প রোবট বাজারের মূল্য ছিল ৬০০ কোটি ডলারের বেশি। অন্যদিকে গ্লোবালডেটার পূর্বাভাসে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী রোবোটিক্স শিল্পের বাজার ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে, যেখানে হিউম্যানয়েড রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চীনের অন্যান্য প্রতিষ্ঠানও বয়স্কদের সেবা কিংবা গৃহস্থালির কাজে সক্ষম হিউম্যানয়েড রোবট প্রদর্শন করেছে। তবে এই প্রথম শিশু আকৃতির রোবটের মুষ্টিযুদ্ধের মতো ব্যতিক্রমী আয়োজন হতে যাচ্ছে। এই প্রতিযোগিতা প্রযুক্তিবিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং রোবোটিক্সের ভবিষ্যৎ বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট