ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

তিন ন্যানোমিটার চিপ নিয়ে কাজ করছে হুয়াওয়ে

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
তিন ন্যানোমিটার চিপ নিয়ে কাজ করছে হুয়াওয়ে
হুয়াওয়ে বর্তমানে দুটি তিন ন্যানোমিটার চিপ ডিজাইন নিয়ে কাজ করছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞা সত্ত্বেও অত্যাধুনিক চিপ তৈরির উদ্যোগ জোরদার করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে দুটি তিন ন্যানোমিটার চিপ ডিজাইন নিয়ে কাজ করছে। চিপ উৎপাদনে হুয়াওয়ের এই উচ্চাকাঙ্ক্ষা আন্তর্জাতিক প্রযুক্তি মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সফল হলে এটি বৈশ্বিক চিপ শিল্পে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

তাইওয়ানের সংবাদমাধ্যম ইউডিএনের এক প্রতিবেদনে জানা গেছে, হুয়াওয়ে তিন ন্যানোমিটার চিপ তৈরির জন্য দুটি কৌশল অবলম্বন করছে। এর একটি হলো গেট অল অ্যারাউন্ড (জিএএ) এফইটি ভিত্তিক ডিজাইন এবং অন্যটি ভবিষ্যতের কার্বন ন্যানোটিউব ভিত্তিক সেমিকন্ডাক্টর। ২০২৬ সালের মধ্যে এই চিপগুলো ‘টেপ আউট’ বা উৎপাদনের জন্য ডিজাইন চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে ২০২৭ সালে শুরু হতে পারে বাণিজ্যিক উৎপাদন।

সম্প্রতি ৫ ন্যানোমিটার কিরিন এক্স৯০ চিপ উৎপাদনে সফলতার পর হুয়াওয়ে এই নতুন পদক্ষেপ নিচ্ছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে এসএমআইসি এই চিপটি এএসএমএলের আধুনিক ইইউভি প্রযুক্তির পরিবর্তে পুরোনো ডিইউভি লিথোগ্রাফি ও মাল্টি প্যাটার্নিং পদ্ধতি ব্যবহার করে তৈরি করেছে। এই পদ্ধতি জটিল ও ব্যয়বহুল। তবে এর উৎপাদন হার ছিল মাত্র ২০ শতাংশ, যা প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান টিএসএমসির তুলনায় অনেক কম।

প্রতিবেদন অনুযায়ী, তিন ন্যানোমিটার জিএএ এফইটি চিপ আগের কিরিন চিপগুলোর তুলনায় শক্তি ব্যবহারে আরও কার্যকর ও পারফরম্যান্সে উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে, হুয়াওয়ে কার্বন ন্যানোটিউব ভিত্তিক তিন ন্যানোমিটার চিপ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। নতুন এই প্রযুক্তি প্রচলিত সিলিকন ভিত্তিক চিপগুলোর চেয়ে উন্নত পারফরম্যান্স দিতে পারে। যদিও এর অগ্রগতি এখনো পরিষ্কার নয়। এই প্রকল্প এখনো গবেষণাধীন অবস্থায় রয়েছে।

তিন ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদন হার আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা উৎপাদন ব্যয় অনেক বাড়িয়ে দেবে। তবে হুয়াওয়ে এরই মধ্যে ৩৭ বিলিয়ন ডলারের বিনিয়োগে নিজস্ব ইইউভি প্রযুক্তির অগ্রগতির জন্য কাজ শুরু করেছে। ২০২৬ সাল নাগাদ এটি প্রস্তুত হতে পারে বলে ধারণা করছেন কিছু প্রযুক্তি বিশ্লেষক।

প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ যেমন এ নিয়ে আশাবাদী, তেমনি অনেকে এটিকে বাস্তবায়নের জন্য অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ বলে মনে করছেন। ইইউভি প্রযুক্তিতে এএসএমএলের একচেটিয়া আধিপত্য এখনো অটুট রয়েছে। হুয়াওয়ে তাদের ইইউভি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছে, যেমনটি তারা তাদের কিরিন ৯০১০ উন্মোচনের সময় করেছিল।

তবে হুয়াওয়ে যদি এই জটিল চ্যালেঞ্জ পেরিয়ে সফলভাবে তিন ন্যানোমিটার চিপ উৎপাদনে সক্ষম হয়, তাহলে টিএসএমসি ও স্যামসাংয়ের সঙ্গে চীনের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে। পর্যবেক্ষকরা বলছেন, ২০২৬ সালে প্রযুক্তি জগতে বড় চমক আসতে পারে হুয়াওয়ের দিক থেকে।

চ্যাটজিপিটিতে আসছে নতুন ফিচার ‘স্টাডি টুগেদার’

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
চ্যাটজিপিটিতে আসছে নতুন ফিচার ‘স্টাডি টুগেদার’
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য একটি নতুন রহস্যময় ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে, যার নামস্টাডি টুগেদার ফিচারটি এখনো সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়নি তবে কিছু সাবস্ক্রাইবার ইতোমধ্যে এটি টুল তালিকায় দেখতে পাচ্ছেন

স্টাডি টুগেদার ফিচারটি মূলত শিক্ষামূলক ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে ব্যবহারকারীরা বলছেন, এই মোডে চ্যাটজিপিটি সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং ব্যবহারকারীকে উত্তর দিতে উৎসাহিত করে অনেকে মনে করছেন, এটি গুগলের নতুন শিক্ষা সহায়ক এআই লার্নএলএমের বিকল্প হিসেবে কাজ করতে পারে

এই ফিচারের মাধ্যমে ভবিষ্যতে একাধিক ব্যবহারকারী একসঙ্গে পড়াশোনা করতে পারবেন বলে কেউ কেউ অনুমান করছেন যদিও ওপেনএআই আনুষ্ঠানিকভাবে এখনো বিষয়ে কিছু জানায়নি তবে চ্যাটজিপিটি নিজেই জানিয়েছে, ‘ওপেনএআই এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে, স্টাডি টুগেদার ফিচারটি কবে বা আদৌ সবার জন্য উন্মুক্ত হবে কি না

শিক্ষা ক্ষেত্রে চ্যাটজিপিটির প্রভাব দিন দিন বাড়ছে শিক্ষকরা পাঠ পরিকল্পনা তৈরিতে এটি ব্যবহার করছেন কখনো ভালো কাজে, আবার কখনো অ্যাসাইনমেন্ট তৈরির জন্য অনৈতিকভাবে শিক্ষার্থীরা এটি ব্যবহার করছেন কিছু শিক্ষাবিদ তো এও বলেছেন, চ্যাটজিপিটি উচ্চশিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে পরিস্থিতিতে, স্টাডি টুগেদার ফিচার চ্যাটজিপিটির ভালো ব্যবহারকে উৎসাহিত করার এবং প্রতারণা নিরুৎসাহিত করার একটি উপায় হতে পারে

ফিচারটি কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ধরনের শিক্ষামূলক উদ্যোগ চ্যাটজিপিটিকে একাডেমিক পরিবেশে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এর নতুন ডিজাইন ও ডিসপ্লে

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:০৮ পিএম
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এর নতুন ডিজাইন ও ডিসপ্লে
ছবি: সংগৃহীত

স্যামসাংয়ের আসন্ন ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোনগ্যালাক্সি জেড ফ্লিপ নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা তুঙ্গে রয়েছে সম্প্রতি ডিভাইসটির একটি ভিডিও ফাঁস হয়েছে, যেখানে ফোনটির বড় কাভার ডিসপ্লে আগের চেয়ে পাতলা ডিজাইন চোখে পড়ে

চলতি মাসের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে কালো রঙের ডিভাইসটি স্পষ্টভাবে দেখা যায় যদিও পরে তা সরিয়ে নেওয়া হয়েছে কালো রঙের এই ডিভাইসটির পাশ থেকে তোলা ছবিতে আগের মডেলগুলোর তুলনায় অনেকটা পাতলা দেখিয়েছে ফোনটি খোলার পর ডিসপ্লেতে কোনো ভাঁজ দেখা যায়নি, যা ইঙ্গিত করে এটি সম্ভবত একেবারে নতুন ডিভাইস

এই ফাঁস হওয়া ভিডিওতে প্রথমবারের মতো গ্যালাক্সি জেড ফ্লিপ -এর কাভার ডিসপ্লে সক্রিয় অবস্থায় দেখা গেছে সেখানে একটি নতুন উইজেট প্যানেল দেখা গেছে, যেখানে একসঙ্গে চারটি উইজেট দৃশ্যমান হয়েছে যদিও সব ফিচার এই ভিডিওতে দেখা যায়নি তবে বড় ডিসপ্লেতে কার্যকর এই ফিচার প্রযুক্তিপ্রেমীদের আগ্রহী করে তুলেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটস্যামমোবাইলজানিয়েছে, গ্যালাক্সি জেড ফ্লিপ আগের মডেলগুলোর তুলনায় অনেকটা পাতলা, যা ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল

স্যামসাং বর্তমানে গ্যালাক্সি জেড ফোল্ড ফ্লিপ -এর জন্য প্রি-অর্ডার শুরু করেছে প্রি-অর্ডার করলে গ্রাহকরা ৫০ ডলার মূল্যের ক্রেডিট, তিন গুণ রিওয়ার্ড পয়েন্ট অন্যান্য সুবিধা পাবেন এটি করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে তবে ডিভাইসটি কেনার কোনো বাধ্যবাধকতা নেই

ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই এই ফাঁস হওয়া ভিডিও প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে এখন দেখার অপেক্ষা, স্যামসাং কতটা নতুনত্ব নিয়ে বাজারে হাজির হয়

চালের কাগজ দিয়ে তৈরি রোবট

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০২:২২ পিএম
চালের কাগজ দিয়ে তৈরি রোবট
চালের কাগজ ব্যবহার করে রোবট তৈরির পদ্ধতি আবিষ্কার করেছেন একদল গবেষক। ছবি: সংগৃহীত

চালের কাগজ ব্যবহার করে রোবট তৈরির পদ্ধতি আবিষ্কার করেছেন ইউনিভার্সিটি অব ব্রিস্টলের একদল গবেষক ভিয়েতনামি স্প্রিং রোলে ব্যবহৃত এই উপকরণ এখন রোবট প্রযুক্তির ক্ষেত্রে সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এটি পরিবেশবান্ধব সাশ্রয়ী হওয়ায় এর ব্যবহার ব্যাপক হতে পারে

গবেষকরা দাবি করেছেন, ভিয়েতনামি স্প্রিং রোলে ব্যবহৃত চালের কাগজ সিলিকনের মতো শক্তিশালী, আবার নমনীয় তবে এটি সম্পূর্ণ জৈববিয়োজ্য, বিষাক্ত নয় এবং এমনকি খাওয়ার উপযোগী সিলিকন সাধারণত নরম রোবট তৈরিতে ব্যবহৃত হয় এই আবিষ্কার রোবোটিক্স প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে

ইউনিভার্সিটি অব ব্রিস্টলের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের গবেষক ক্রিস্টিন ব্রাগাঞ্জা বলেন, ‘এই গবেষণা সাধারণ মানুষের জন্য ঘরে বসে পরিবেশবান্ধব উপায়ে সফট রোবট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভাবন তৈরির পথ খুলে দিয়েছে এটি গবেষকদের জন্য নতুন এক প্রোটোটাইপিং পদ্ধতিও হতে পারে

তিনি আরও জানান, এই প্রযুক্তি কৃষি বন পুনঃরোপণ প্রকল্পে ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে দুর্গম অঞ্চলে বীজ বপনের কাজে

গবেষক দলটি প্রাথমিকভাবে এর কিছু ব্যবহার উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে রন্ধনশিল্পে এর ব্যবহার চালের কাগজ দিয়ে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবট তৈরির পরিকল্পনাও রয়েছে গবেষকদের

সফট রোবোটিক্স বা নমনীয় রোবট প্রযুক্তিতে সম্প্রতি একাধিক অগ্রগতি দেখা গেছে গত মাসে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি চার পা বিশিষ্ট রোবট তৈরি করেন, যা থ্রিডি প্রিন্টিংয়ের পরপর হাঁটতে পারে

এই ধরনের রোবট বিভিন্ন পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে অনেক সময় এরা নিজেরাই মেরামতও করতে পারে তাই এটি চিকিৎসা, পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা মহাকাশ অভিযানের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যবহারযোগ্য হতে পারেসাসটেইনেবল ফ্যাব্রিকেশন অব বায়োডিগ্রেডেবল সফট রোবোটিক অ্যাকচুয়েটরসশিরোনামের গবেষণাপত্রটি ২০২৪ সালের আইইই সপ্তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সফট রোবোটিক্সে প্রকাশিত হয়েছে সূত্র: দ্য ইনডিপেনডেন্ট 

এআই ক্রলারের দৌরাত্ম্য বন্ধে পরিবর্তিত হচ্ছে ইন্টারনেটের নিয়ম

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
এআই ক্রলারের দৌরাত্ম্য বন্ধে পরিবর্তিত হচ্ছে ইন্টারনেটের নিয়ম
এআই ওয়েব ক্রলার স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার ঘোষণা দিয়েছে ক্লাউডফ্লেয়ার। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ওয়েব ক্রলার বা বটগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার ঘোষণা দিয়েছে ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিদ্ধান্ত ইন্টারনেট ব্যবস্থার নিয়মে বড় পরিবর্তন আনবে এতে এআই প্রতিষ্ঠানগুলো সব ওয়েব থেকে তথ্য সংগ্রহ করা থেকে বিরত থাকবে

ক্লাউডফ্লেয়ার এমন এক প্রতিষ্ঠান, যার সেবা ব্যবহার করে হাজারও ওয়েবসাইট অনলাইনে সক্রিয় থাকে এবং সাইবার আক্রমণ থেকে সুরক্ষা পায় তাদের নতুন পদক্ষেপের ফলে এআই মডেল প্রশিক্ষণের জন্য বিভিন্ন ওয়েবপেজ স্ক্যান করে তথ্য সংগ্রহকারী স্বয়ংক্রিয় বটগুলো এখন আর আগের মতো নির্বিচারে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তাদের কার্যকারিতা উন্নত করতে বিপুল পরিমাণ প্রশিক্ষণের তথ্য ব্যবহার করে অনেক এআই প্রতিষ্ঠান এই তথ্য সংগ্রহের জন্য ওয়েবপেজ থেকে ডেটা স্ক্র্যাপ করে নিজেদের সিস্টেমে ব্যবহার করে আসছিল

ক্লাউডফ্লেয়ার বলছে, কোনো ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে চাইলে এআই প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে অনুমতি নিতে হবে কিংবা ক্ষতিপূরণ দিতে হবে ওয়েবসাইট প্রকাশকরা চাইলে নির্দিষ্টভাবে এসব বটকে প্রবেশে অনুমতি দিতে পারবেন পাশাপাশি প্রতিষ্ঠানটিপে-বাই-ক্রলনামের একটি নতুন মডেল চালুর পরিকল্পনাও করছে এর আওতায় এআই প্রতিষ্ঠানগুলো নির্ধারিত অর্থের বিনিময়ে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে

এআই সিস্টেমে প্রশিক্ষণে অনলাইন লেখালেখি কনটেন্ট ব্যবহার বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অন্যতম বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক প্রকাশক এআই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বিনা অনুমতিতে কনটেন্ট ব্যবহারের অভিযোগ করেছেন অনেকে

২০২৩ সালে ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটে একটি ট্যাগ যুক্ত করার বিষয়টি জানায়, যার মাধ্যমে ওয়েব ক্রলারকে বন্ধ করা যেত তবে সেটি কার্যকর হয়নি পরবর্তীতে এআই বট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার প্রযুক্তি চালু করে ক্লাউডফ্লেয়ার এবার সেই ফিচার সব ওয়েবসাইটের জন্য ডিফল্টভাবে সক্রিয় করা হচ্ছে ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্সনিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘এটি ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে ইন্টারনেটের নিয়ম বদলে দেওয়ার মতো সিদ্ধান্ততার মতে, এআই প্রতিষ্ঠানগুলোর সীমাহীন তথ্য সংগ্রহ মানুষের মধ্যে কনটেন্ট প্রকাশের আগ্রহ কমিয়ে দিতে পারে, যা ইন্টারনেটের ভবিষ্যতের জন্য হুমকি

ক্লাউডফ্লেয়ারের এই পদক্ষেপ ইন্টারনেটে ডেটা ব্যবহার এআই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আনবে, তা এখন দেখার বিষয়

এআই দিয়ে তৈরি রং নিয়ন্ত্রণে রাখবে তাপমাত্রা!

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:০৬ এএম
এআই দিয়ে তৈরি রং নিয়ন্ত্রণে রাখবে তাপমাত্রা!
ছবি: সংগৃহীত

এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি রং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এমন দাবি করেছেন বিজ্ঞানীরা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রং অতিরিক্ত গরম আবহাওয়ার প্রভাব ও এয়ার কন্ডিশনারের খরচ কমাতে সহায়ক হতে পারে। কারণ মেশিন লার্নিং এখন বৈজ্ঞানিক আবিষ্কারে নতুন নতুন উপকরণ তৈরি দ্রুততর করছে।

বিজ্ঞানীরা এআই ব্যবহার করে এমন একধরনের নতুন রং তৈরি করেছেন, যা দুপুরের সূর্যের তাপে ভবনকে সাধারণ রঙের তুলনায় ৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠাণ্ডা রাখতে পারে। এই রং গাড়ি, ট্রেন, ইলেকট্রিক যন্ত্রপাতি এবং এমন সব বস্তুতে ব্যবহার করা যাবে, অতিরিক্ত গরমে যেগুলো ঠাণ্ডা রাখার প্রয়োজন হয়।

এই রং সম্পর্কিত গবেষণা হয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাস, সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং সুইডেনের উমিও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে। গবেষণায় দেখা গেছে, নতুন এআই-সহায়ক রঙের একটি সংস্করণ কোনো গরম আবহাওয়ায় (যেমন রিও ডি জেনিরো বা ব্যাংকক) চারতলা একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ছাদে লাগালে বছরে ১৫ হাজার ৮০০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। আর যদি এই রং এক হাজার বিল্ডিংয়ে ব্যবহার করা হয়, তবে তা বছরে ১০ হাজারটি এয়ার কন্ডিশনার চালানোর সমান বিদ্যুৎ বাঁচাতে পারে।

অন্যদিকে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর ও সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকরা মেশিন লার্নিং ব্যবহার করে সূর্যের রশ্মিকে সর্বোত্তমভাবে প্রতিফলিত করার এবং তাপ নির্গত করার জন্য নতুন রঙের ফর্মুলা তৈরি করেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান