
এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি রং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এমন দাবি করেছেন বিজ্ঞানীরা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রং অতিরিক্ত গরম আবহাওয়ার প্রভাব ও এয়ার কন্ডিশনারের খরচ কমাতে সহায়ক হতে পারে। কারণ মেশিন লার্নিং এখন বৈজ্ঞানিক আবিষ্কারে নতুন নতুন উপকরণ তৈরি দ্রুততর করছে।
বিজ্ঞানীরা এআই ব্যবহার করে এমন একধরনের নতুন রং তৈরি করেছেন, যা দুপুরের সূর্যের তাপে ভবনকে সাধারণ রঙের তুলনায় ৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠাণ্ডা রাখতে পারে। এই রং গাড়ি, ট্রেন, ইলেকট্রিক যন্ত্রপাতি এবং এমন সব বস্তুতে ব্যবহার করা যাবে, অতিরিক্ত গরমে যেগুলো ঠাণ্ডা রাখার প্রয়োজন হয়।
এই রং সম্পর্কিত গবেষণা হয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাস, সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং সুইডেনের উমিও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে। গবেষণায় দেখা গেছে, নতুন এআই-সহায়ক রঙের একটি সংস্করণ কোনো গরম আবহাওয়ায় (যেমন রিও ডি জেনিরো বা ব্যাংকক) চারতলা একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ছাদে লাগালে বছরে ১৫ হাজার ৮০০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। আর যদি এই রং এক হাজার বিল্ডিংয়ে ব্যবহার করা হয়, তবে তা বছরে ১০ হাজারটি এয়ার কন্ডিশনার চালানোর সমান বিদ্যুৎ বাঁচাতে পারে।
অন্যদিকে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর ও সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকরা মেশিন লার্নিং ব্যবহার করে সূর্যের রশ্মিকে সর্বোত্তমভাবে প্রতিফলিত করার এবং তাপ নির্গত করার জন্য নতুন রঙের ফর্মুলা তৈরি করেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান