
২২ আগস্ট রাত ৯টা। মুষলধারে বৃষ্টির সঙ্গে উজানের পানিতে প্লাবিত হতে শুরু করেছে নোয়াখালী জেলার চাটখিলের নিম্নাঞ্চল। খবর পেয়ে হ্যান্ডমাইক, রেইনকোট, ছাতা, টর্চ, লাইভ জ্যাকেট হাতে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য টিম নিয়ে নেমে পড়েন সাইফুল ইসলাম।
বন্যার শুরু থেকে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে তিনি ও তার দল দুর্গত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি ভেঙে রেস্কিউ টিম নিয়ে ছুটে গেছেন উদ্ধার কাজে। কোলে পিঠে করে অসংখ্য মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে সমর্থ হন তারা। পাশাপাশি বন্যার্তদের মাঝে শুকনো ও তৈরি খাবার ও বিতরণ করেন। প্রাথমিক পর্যায়ে নিজেদের পকেটের টাকায় খাবার সরবরাহ করলেও পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে সহায়তা আসতে থাকে।
সাইফুলের সামাজিক কার্যক্রমের স্টাইল অন্যদের তুলনায় একটু আলাদা। ছাত্রদের পড়াশোনার প্রতি যত্নবানের বিষয়ে গুরুত্ব দিয়ে ২০২০ সালের শুরুর দিকে গড়ে ওঠে ‘ছয়ানী টগগা ইসলামী সমাজকল্যাণ পরিষদ।’ যার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ (প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষা সহায়ক বই), বৃক্ষরোপণ কর্মসূচি, বিয়ের জন্য অর্থসংস্থান, মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উল্লেখযোগ্য।
দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনেও চাটখিলের একজন সমন্বয়ক হিসেবে কাজ করেছেন সাইফুল। সঙ্গে ছিলেন আরাফাত ও মেহেদী হাসান। পাশে আরও পেয়েছেন সামীর আহমেদ কামরুল হাসান ও আলমগীরকে। নতুনভাবে ফিরে পাওয়া বাংলাদেশকে সাজিয়ে তোলার জন্য সাইফুল নিজেই টিম নিয়ে নেমে পড়েন সামাজিক নানা অনিয়মের বিরুদ্ধে। বাজার মনিটরিং, থানা সংস্কারের মাধ্যমে সেবা উপযোগীকরণ, পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শন ও পরামর্শ প্রদান, বাস ভাড়া নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা, গণত্রাণ সংগ্রহসহ চাটখিলের বুকে বয়ে চলা প্রায় ২০ বছর ধরে নাব্য হারানো বরেন্দ্র খালে নাব্যতা ফিরিয়ে আনায় অগ্রণী ভূমিকা রেখেছেন তারা।
সাইফুলের সামাজিক কর্মকাণ্ডে গর্বিত চাটখিলবাসী। প্রতিদিন কত আবদার ও সমস্যা সমাধানের জন্য ফোন আসে তার কাছে। কারও খাবার চাই, কারও ওষুধ চাই, কারও ঘর ভেঙে গেছে এমন আরও অসংখ্য চাহিদা। নিজের বাড়িতে পাকঘর ভেঙে গেছে বানের পানিতে সেদিকে তার খেয়ালই নেই অথচ তিনি ছুটে চলেছেন অন্যের দুঃখ মেটানোর প্রত্যয়ে।
নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায় ছয়ানি টবগা গ্রামে।
মেহেদী আল মাহমুদ