ঢাকা ১৪ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

বিবিএসের ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ রিপোর্ট’ প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
বিবিএসের ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ রিপোর্ট’ প্রকাশনা অনুষ্ঠান
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দারিদ্র্য ও জীবন-জীবিকা পরিসংখ্যান (পিএলএস) সেল কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’-এর রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানটি গত ৩০ জানুয়ারি তারিখ বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত বিআইসিসিইয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সিমোন লসন পার্চমেন্ট ও বিশ্বব্যাংকের হিউম্যান ডেভেলপমেন্ট (বাংলাদেশ ও ভুটান) বিভাগের অ্যাক্টিং অপারেশনস ম্যানেজার ও প্রোগ্রাম লিডার এস. আমের আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মো. মিজানুর রহমান। 

এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষণায় বিবিএস ও এসআইডির কর্মকর্তাগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবিএসের উপমহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ রিপোর্ট বিষয়ক উপস্থাপনা প্রদান করেন বিবিএসের দারিদ্র্য ও জীবন-জীবিকা পরিসংখ্যান (পিএলএস) সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অতিথিরা ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করে জানান, বিবিএস প্রণীত এই তথ্য-উপাত্ত সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাপক অবদান রাখবে।

বিবিএস ১৯৭৩ সাল থেকে খানার আয় ও ব্যয় জরিপ থেকে দারিদ্র্য পরিমাপ করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২২ সালে খানার আয় ও ব্যয় জরিপ ২০২২-এর ১৭তম রাউন্ড পরিচালিত হয়।এই জরিপে জাতীয় ও বিভাগ পর্যায়ের তথ্য উপাত্ত উঠে এসেছে।

খানার আয় ও ব্যয় জরিপসহ জনশুমারি ও গৃহগণনার উপর ভিত্তি করে স্মল এরিয়া এস্টিমেশন পদ্ধতি ব্যবহার করে দেশের সব জেলা ও উপজেলার দারিদ্র্যহার প্রাক্কলন করে প্রয়োজনীয় বিভিন্ন দারিদ্র্য মানচিত্র প্রণয়ণ করা হয়। এই রিপোর্টে দারিদ্র্য ও অতি দারিদ্র্য প্রবণ অঞ্চলসমূহ মানচিত্রে উপস্থাপন করা হয়।

দারিদ্র্য মানচিত্র প্রণয়ণে বিশ্ব খাদ্য সংস্থা ও বিশ্ব ব্যাংককে সঙ্গে নিয়ে ২০০০ সাল থেকে কাজ করছে বিবিএস। ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ প্রণয়নে বিশ্ব ব্যাংক কারিগরি সহযোগিতা ও বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) আর্থিক সহযোগিতা করছে। এই ধারাবাহিকতায় প্রকাশনাটি যৌথভাবে প্রস্তুত করা হয়েছে।

বিভিন্ন নীতি গ্রহণে সরকারসহ বিভিন্ন পক্ষের জন্য দারিদ্র্য পরিসংখ্যানের উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খানার আয় ও ব্যয় জরিপ ও জনশুমারির উপাত্তের উপর ভিত্তি করে জেলা ও উপজেলার দারিদ্র্য হার প্রাক্কলন করা হয়। দারিদ্র্য পরিসংখ্যান সংক্রান্ত বিশ্ব ব্যাংক প্রেরিত গাইডলাইন ব্যবহার করে এই প্রাক্কলন করা হয়েছে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নীতি ও কর্মসূচির নকশা ও লক্ষ্যমাত্রা নির্ধারণে এই রিপোর্ট সহায়তা করে।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:২৬ পিএম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ছবি: বিজ্ঞপ্তি

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫ করেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।

দিবসটি উপলক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীগণ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাসহ আত্মোৎর্সগকৃত সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে।

বিজ্ঞপ্তি/

ওয়ালটনের পরিবেশবান্ধব হাইব্রিড সোলার সলিউশন

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম
ওয়ালটনের পরিবেশবান্ধব হাইব্রিড সোলার সলিউশন
ছবি: বিজ্ঞপ্তি

দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ১৩টি নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন নিয়ে এসেছে। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন শক্তিশালী পারফরমেন্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও সোলার প্যানেলের সাহায্যে পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহের সুবিধা দেবে। এতে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি গ্রাহকরা পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে সক্ষম হবেন, দাবি ওয়ালটনের।

গ্রাহকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ওয়ালটনের ‘আর্ক’(arc) ব্র্যান্ডের ১২০০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ২০৫০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ৩০০০ ভোল্ট- অ্যাম্পিয়ার ও ৫৫০০ ভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সোলার আইপিএস সলিউশন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত। বিশেষ করে কৃষি ও উৎপাদনভিত্তিক ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোগগুলোতে পরিবেশবান্ধব সাশ্রয়ী বিদ্যুতের জন্য ওয়ালটনের এই হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সিস্টেম বেশ কার্যকর।

ওয়ালটনের সোলার হাইব্রিড আইপিএস মডেলগুলোর বিশেষ সুবিধা হলো এগুলোর কাস্টমাইজেশন অপশন। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী এই মডেলগুলোর কনফিগারেশন পরিবর্তন করেও অর্ডার করতে পারবেন। এ ছাড়া রয়েছে অনগ্রিড ও অফগ্রিড সুবিধা। প্রতিটি মডেলের সঙ্গে সোলার প্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে এআরসি মনো আরটিএম২০১০এম ও আরসি মনো আরটি৭১-৪৫০এম। এই শক্তিশালী প্রযুক্তি কর্মক্ষমতা, দ্রুত চার্জিং ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে। এ ছাড়া এই সোলার হাইব্রিড আইপিএস মডেলগুলো বিদ্যুৎ বিভ্রাট বা ভোল্টেজ ওঠানামার সময়েও নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ করতে সক্ষম। এই প্রযুক্তি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, অফিস, হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ অপারেশনাল সিস্টেম ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে সহায়ক। সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত পৃথিবী নিশ্চিত করতে সক্ষম হবেন।

এ প্রসঙ্গে ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে আমরা নতুন হাইব্রিড সোলার আইপিএস সলিউশন নিয়ে এসেছি। এই প্রযুক্তি একসঙ্গে সৌরশক্তি ও গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টারের মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। এতে বিদ্যুৎ খরচ সাশ্রয়ের পাশাপাশি দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে।’

তিনি জানান, ওয়ালটনের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও দামে পাওয়া যাচ্ছে। সোলার প্যানেলের জন্য ২০ বছরের ওয়ারেন্টি, ব্যাটারির জন্য ১২ মাস ও সোলার ইনভার্টারের জন্য ১৮ মাসের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এতে গ্রাহকরা দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য সেবা পাবেন।

নতুন এই হাইব্রিড সোলার আইপিএস সলিউশন এখন ওয়ালটন প্লাজা এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই কেনা যাবে।

বিইউবিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম
বিইউবিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. সলিমুল্লাহ খান।ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ, ২০২৫) স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বিইউবিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে । এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। বক্তব্যে তিনি মহান স্বাধীনতার ইতিহাস এবং জাতীয় অর্জনসমূহের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা শুধু স্বাধীনতা অর্জন করিনি, বরং জাতীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সৃষ্টি করেছি।’ জাতীয় জীবনে সত্য ও অসত্যের পার্থক্য নিরূপণ এবং অসত্যকে ত্যাগ করার কথা বলেন তিনি। 

ড. সলিমুল্লাহ খান বিভিন্ন দেশের রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন যা ইতিবাচক বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গির উন্নত দেশ গঠনে সহায়ক হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশে যেন কেউ নিজের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অন্যকে ব্যবহার করতে না পারে। মুক্তিযুদ্ধের যে আদর্শ ও লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল এবং যার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, তা যেন বাস্তবায়িত হয়। সর্বোপরি দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘আজকের এই দিন আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং দেশের প্রতি দায়বদ্ধতা প্রকাশের দিন।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সামশুল হুদা, এফসিএ। তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা আমাদের অহংকার। এর সঠিক মূল্যায়ন ও সংরক্ষণ আমাদের দায়িত্ব।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপদেষ্টা, ছাত্র বিষয়ক কমিটি, অধ্যাপক মিঞা লুৎফার রহমান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার মূল্যবোধ সঞ্চারিত করতে হবে। যাতে তারা জাতির ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন। তিনি বলেন, ‘আজকের এই বিশেষ দিনে স্বাধীনতা সংগ্রামের মহান যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহিদদের জানাই শ্রদ্ধা। আমাদের এই স্বাধীনতা রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিইউবিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তার জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
বিইউবিটির বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তি/

আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্সের অভিনব প্রচারণা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম
আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্সের অভিনব প্রচারণা
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি শুধু আধুনিক ও দায়িত্বশীল আর্থিক সেবা প্রদানেই সীমাবদ্ধ নয় বরং সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে মাহে রমজানে সংযম ও আত্মশুদ্ধির শিক্ষার পাশাপাশি শিশু-কিশোর তথা ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের জন্য প্রতিষ্ঠানটি এক অভিনব উদ্যোগ নিয়েছে।

রমজান মাসব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ প্রচারণা চালাচ্ছে, যেখানে প্রতীকী চরিত্র মুহাইমিন ও সামিরাহর মাধ্যমে নৈতিক শিক্ষা, সততা, নিষ্ঠা, উদারতা ও বদান্যতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শব্দ দূষণ প্রতিরোধ, অপ্রয়োজনে হর্ন বাজানোর ক্ষতিকারক দিক, পরিচ্ছন্নতার গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মতো বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

অত্যন্ত চমকপ্রদ শব্দচয়ন ও ছড়ার মাধ্যমে প্রতিদিন ফেসবুক পোস্টের মাধ্যমে এই প্রচারণা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের আদর্শিক জীবন গঠনের জন্য লংকাবাংলা ফাইন্যান্সের মাসব্যাপী এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সবাইকে অনুপ্রাণিত করে।

বিজ্ঞপ্তি/সালমান/

স্যাম-বন্ড-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৫:২৭ পিএম
স্যাম-বন্ড-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ড-এর ইফতার মাহফিল ২০২৫ উদযাপিত হলো হোটেল লেকশোর গ্রান্ড, ঢাকায়। 

গত রবিবার (২৩ মার্চ) অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে দেশ, জাতি ও সামুদা স্পেক কেম লিমিটেডের সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সামুদা স্পেক কেম লিমিটেডের পরিবেশকগণ ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন। 

অনুষ্ঠানে সামুদা স্পেক কেম লিমিটেডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, হেড অব সেলস এন্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/