ঢাকা ১৬ বৈশাখ ১৪৩২, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
English
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মেঘনা ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তাদের এএমএল প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট: ১০ মার্চ ২০২৫, ০৭:০৯ পিএম
মেঘনা ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তাদের এএমএল প্রশিক্ষণ অনুষ্ঠিত
মেঘনা ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তাদের এএমএল প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

মানি লন্ডারিং প্রতিরোধ ও জঙ্গি অর্থায়ন বন্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মেঘনা ব্যাংক সম্প্রতি কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চাঁদপুর জেলার কর্মকর্তাদের নিয়ে এএমএল (অ্যান্টি মানি লন্ডারিং) ও সিএফটি (কন্ট্রোল অব ফিন্যান্সিং অফ টেররিজম) প্রশিক্ষণ-২০২৫ আয়োজন করেছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের মানব সম্পদ বিভাগের হেড অব এমপ্লয়মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি মো. জাহাঙ্গীর আলম।

ব্যাংকের হেড অব অপারেশনস ও ক্যামেলকো খালেদ হোসেন এবং ডেপুটি ক্যামেলকো মো. নিজাম উদ্দিন পারভেজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।

এ ছাড়াও মেঘনা ব্যাংক ম্যানেজমেন্ট আশা করে, ব্যাংক কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী এএমএল/সিএফটি পরিপালন কাঠামো তৈরি হবে, যা দেশের আর্থিক ব্যবস্থাকে আরও নিরাপদ এবং কার্যকর করতে সহায়ক হবে।

বিজ্ঞপ্তি/তাওফিক/ 

এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পিএম
এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান  হলেন আবদুস সালাম
ছবি: বিজ্ঞপ্তি

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ১৯৬৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। গত কয়েক দশক ধরে তিনি  বাংলাদেশের ইলেক্ট্রোমেকানিক্যাল ইন্সটলেশনের ক্ষেত্রে একজন অগ্রণী বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রকৌশলীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন।

তিনি বাংলাদেশের প্রথম কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং প্রথম অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনার উদ্যোক্তা হিসেবে স্বীকৃত। তার গভীর প্রযুক্তিগত দক্ষতার ফলে তিনি ৫০ থেকে ৪০০ মেগাওয়াট ক্ষমতার অসংখ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নে এক মাইলফলক।

ভারী প্রকৌশল খাতে ইঞ্জিনিয়ার সালামের অবদান অনন্য। তিনি ৩৫০ টন ধারণক্ষমতা সম্পন্ন অতিভারী রেল ট্রলির নির্মাণ এবং ২০০, ৬০০ ও ১০০০ টন ধারণক্ষমতার তিনটি ভাসমান ক্রেন নির্মাণে নেতৃত্ব দিয়েছেন যার মধ্যে শেষ দুটি দেশের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন। একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি দ্য বেঙ্গল ইলেকট্রিক লিমিটেড, মাল্টিপল ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, গংগাটিয়া ফিশারিজ লিমিটেড, বেঙ্গল শিপইয়ার্ড লিমিটেডসহ বিভিন্ন খাতে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক।

প্রযুক্তি ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি, সমাজসেবায়ও ইঞ্জিনিয়ার সালামের ভূমিকা প্রশংসনীয়। কিশোরগঞ্জ জেলার একটি প্রত্যন্ত গ্রামে তিনি ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, যাতে সেখানে বসবাসরত দরিদ্র শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়। এ ছাড়াও, মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের প্রতি তার সহায়ক মনোভাব সমাজে ব্যাপকভাবে সমাদৃত।

বিজ্ঞপ্তি/সুমন/

বিমান বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের উপহার দিলো প্রাইম ব্যাংক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম
বিমান বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের উপহার দিলো প্রাইম ব্যাংক
ছবি: বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক পিএলসি. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করেছে। বিমানের প্রথম হজ ফ্লাইট মঙ্গলবার (২৯ এপ্রিল) পরিচালিত হবে।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে বলাকা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে, প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বিমানের পরিচালক (অর্থ) ও ডেপুটি সেক্রেটারি মো. নওসাদ হোসেনের কাছে এই উপহারসামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ ইবনে শাহরিয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস ও ফান্ড ম্যানেজমেন্ট) সায়মা রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংক বিমানের প্রথম হজ ফ্লাইটের সকল যাত্রীদের উপহার সামগ্রী সরবরাহ করবে। পাশাপাশি, প্রাইম ব্যাংক হজযাত্রীদের চলাচলের সুবিধার জন্য বিমানবন্দরে বিশেষ শাটল বাস পরিসেবাও স্পন্সর করছে।

বিজ্ঞপ্তি/

 

পঞ্চমবারের মতো ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল হুয়াওয়ে

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পিএম
পঞ্চমবারের মতো ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল হুয়াওয়ে
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ক্যাশলেস সোসাইটি গঠনে বিকাশকে সহযোগিতার জন্য পঞ্চমবারের মতো ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়ার ক্যারিয়ার নেটওয়ার্ক বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ঝো শাওফেং (টিম) এবং অ্যাকাউন্ট ডিরেক্টর ডু কংকং-এর হাতে পুরস্কার তুলে দেন বিকাশ-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর এবং প্রতিষ্ঠানটির ইভিপি অ্যান্ড হেড অব সাপ্লাই চেইন, প্রোকিউরমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম।

হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে সোমবার (২৮ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০১৭ সাল থেকে হুয়াওয়ে ও বিকাশ কৌশলগত প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করে আসছে। বর্তমানে হার্ডওয়্যার ও সফটওয়্যারের পাশাপাশি কারিগরি সহযোগিতা দিচ্ছে হুয়াওয়ে। হুয়াওয়ে মোবাইল মানি সল্যুশনসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা সরবরাহ করেছে। বিগত কয়েক বছর থেকে নিজেদের অগ্রযাত্রায় সহযোগীদের ভূমিকাকে স্বীকৃতি দিতে বিকাশ এই পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে।  

গতবছরে হুয়াওয়ে যে পেশাদারত্বের সঙ্গে বিকাশ-এর সঙ্গে এক কাজ করেছে তারই স্বীকৃতি হিসেবে এই পুরস্কার। 

বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, ‘যাত্রার শুরু থেকেই বিকাশের মূল লক্ষ্য ছিল আর্থিক ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে গ্রাহকদের সেবা দিতে আমাদেরকে সর্বোচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করতে হয়। বিশ্বের অন্যতম শীর্ষ আইসিটি অবকাঠামো ও প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে কাজ করে আমরা প্রত্যাশা অনুযায়ী মান নিশ্চিত করতে পেরেছি। বছরের পর বছর ধরে সহযোগী হিসেবে হুয়াওয়ের প্রচেষ্টার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। হুয়াওয়ের অত্যাধুনিক প্রযুক্তি, গ্রাহকদেরকে সর্বোচ্চ মানের সেবা দিতে আমাদেরকে সক্ষম করে তুলেছে।’ 

হুয়াওয়ে সাউথ এশিয়ার ক্যারিয়ার নেটওয়ার্ক বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ঝো শাওফেং (টিম) বলেন, ‘বর্তমানে হুয়াওয়ের ফিনটেক সেবা এশিয়া ও আফ্রিকার ৬০টিরও বেশি বাজারে ব্যবহৃত হচ্ছে। সবমিলিয়ে বাংলাদেশসহ বিশ্বের ৪১০ মিলিয়নেরও বেশি মানুষ প্রতিষ্ঠানটির ফিনটেক সেবা গ্রহণ করছে। বাংলাদেশের আইসিটি অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হুয়াওয়ে সব সময় প্রস্তুত। বিকাশের সঙ্গে আমাদের এই পথচলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সম্মিলিতভাবে আমরা এমন এক উন্নয়নের পথে এগিয়ে যেতে পারি, যা শুধু ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সব স্তরের মানুষের উপকারে আসবে।’

আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে ও দেশের আরও বেশি মানুষকে ডিজিটাল অর্থনীতির আওতায় আনতে ২০২৩ সালে প্রতিষ্ঠান দুইটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর ফলে বিকাশ ও হুয়াওয়ের সহযোগিতা আরও দৃঢ় হয়।

সম্প্রতি এমডব্লিউসি ২০২৫-এ হুয়াওয়ে ও বিকাশের ডিজিটাল ঋণ সেবা ‘পে লেটার’-এর জন্য যৌথভাবে ‘গ্লোমো বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এই সেবার মাধ্যমে বাংলাদেশে ব্যাংকিংয়ের আওতার বাইরে থাকা জনসাধারণ স্বল্পমেয়াদের ক্ষুদ্র ঋণ নিতে পারেন। সেবাটির মাধ্যমে ব্যাংকিং সেবার অপ্রতুলতা ও এর ফলে সৃষ্ট বেশি সুদে অপ্রাতিষ্ঠানিক ঋণের মতো সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়েছে।

বিজ্ঞপ্তি/

এভিয়েশনে পরিকল্পনা বাস্তবায়নে অনন্য ইউএস-বাংলা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম
আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম
এভিয়েশনে পরিকল্পনা বাস্তবায়নে অনন্য ইউএস-বাংলা
ইউএস-বাংলা এয়ারলাইন্স

সুপরিকল্পিত পরিকল্পনা ছাড়া এভিয়েশনে সঠিক গন্তব্যে পৌঁছানো অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশের এভিয়েশনে জ্বল জ্বল করে জ্বলছে দেশের আকাশ পরিবহনের অন্যতম ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠার শুরু থেকে ইউএস-বাংলা পরিকল্পনা আর বাস্তবায়নকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে।

লক্ষ্য যত দূরেই থাকুক সঠিক পরিকল্পনা সেই লক্ষ্যকে নিজস্ব দৃষ্টি সীমায় নিয়ে আসাই সঠিক ব্যবস্থাপনার উদ্দেশ্য থাকে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করার পূর্বে দেশের এভিয়েশনে যাত্রী সেবাকে প্রাধান্য দিয়ে, প্রায় ১৫ মিলিয়ন প্রবাসী বাংলাদেশিদের জন্য আধুনিক এয়ারক্রাফট, প্রতিযোগিতামূলক ভাড়া, উন্নত ইন-ফ্লাইট সার্ভিসসহ সব ধরনের সেবার সম্মিলন ঘটিয়েছে।

যাত্রার শুরুতে পরিকল্পনা অনুযায়ী দেশের সব বিমানবন্দরে ফ্লাইট চালানো, যা এক বছরের মধ্যেই বাস্তবায়ন করেছে ইউএস-বাংলা। লক্ষ্য যখন দূর দিগন্তে সেখানে ইউএস-বাংলা থেমে যায়নি। দু’বছরের মধ্যেই ঢাকা থেকে কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে গমণ করে।

ধীরে ধীরে ইউএস-বাংলা ইনফ্যান্ট থেকে চাইল্ডে রূপান্তরিত হয়ে স্বপ্নগুলো আরও বড় দেখতে শুরু করে। তৃতীয় বছরেই বহরে যোগ করেছে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম মাস্কাট, দোহাসহ এশিয়ার অন্যতম গন্তব্য সিঙ্গাপুর, কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া যাত্রী চাহিদার উপর ভিত্তি করে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা ও বাংলাদেশি যাত্রী যারা চিকিৎসা নেওয়ার জন্য ভারতে গমন করেন তার মধ্যে অন্যতম গন্তব্য চেন্নাইয়ে ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা।

স্বাধীনতার পর বাংলাদেশি কোনো এয়ারলাইন্স চীনের কোনো প্রদেশে ফ্লাইট পরিচালনায় প্রথমবারের মতো স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছে ইউএস-বাংলা। বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটক ও চিকিৎসা নেওয়ার জন্য চীনের গুয়াংজুতে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করছে যা, বাংলাদেশের এভিয়েশনের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। ধারাবাহিকভাবে ইউএস-বাংলা দেশীয় পর্যটক ও চিকিৎসাসেবা প্রাপ্তির সুবিধা হিসেবে ঢাকা থেকে ব্যাংককে ফ্লাইট পরিচালনা করছে।

কোভিডের সময় সব ভয়-ভীতি উপেক্ষা করে বিস্তৃত আকাশসীমাকে নিজেদের করে নেওয়ার জন্য বাংলাদেশি যাত্রীদের অন্যতম গন্তব্য আরব আমিরাতের দুবাই ও সার্কের অন্তর্ভূক্ত মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা। মালেতে প্রায় দেড় লক্ষাধিক বাংলাদেশি অবস্থান করছেন। কোভিড-পরবর্তীতে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য আরব আমিরাতের শারজাহ, আবুধাবিতে ফ্লাইট পরিচালনা করছে। প্রতিমূহূর্তে বাংলাদেশি যাত্রীদের কাছে ইউএস-বাংলা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিযোগিতামূলক ভাড়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি যাত্রীরা দেশীয় আতিথেয়তায় ভ্রমণ করতে পারছে ইউএস-বাংলায়।

বাংলাদেশি তথা বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানদের আবেগের জায়গা সৌদি আরবের অত্যন্ত জনপ্রিয় জেদ্দায় ফ্লাইট শুরু করেছে ২০২৪ সালের ১ আগস্ট। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা কাজের প্রয়োজনে কিংবা ওমরাহ পালনের উদ্দেশ্যে ইউএস-বাংলার সেবা গ্রহণ করছেন। সাম্প্রতিক সময়ে ইউএস-বাংলা সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

এভিয়েশন ব্যবসায় নিজেকে গুটিয়ে রাখার কোনো সুযোগ নেই। মুক্ত আকাশে এভিয়েশন ব্যবসাটা সত্যিকার অর্থেই মুক্ত। মুক্ত অর্থনীতিতে একটি এয়ারলাইন্সকে প্রতিনিয়ত নানাবিধ প্রতিযোগিতার সম্মূখীন হয়েই সামনে অগ্রসর হতে হবে। দেশের এভিয়েশনে ইউএস-বাংলা একটি সেরা এয়ারলাইন্স। নিকট ভবিষ্যতে দক্ষিণ এশিয়াসহ এশিয়ার অন্যতম সেরা এয়ারলাইন্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ইউএস-বাংলা।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে ৪৩৬ আসনের দুটি এয়ারবাস ৩৩০-৩০০, বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট আছে ৯টি যাদের আসন সংখ্যা ১৮৯। মোট বহরে এয়ারক্রাফট আছে ২৪টি। এয়ারক্রাফট সংখ্যার দিক থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বিমান সংস্থা।

চলতি বছর বহরে আরও দুটি বৃহৎ আকারের এয়ারক্রাফট যুক্ত করা পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে খুব শিগগিরই ঢাকা থেকে মদিনা, দাম্মাম, ২০২৬ সালের মধ্যে ইউরোপের গন্তব্য লন্ডন, রোম এবং ২০২৮ সালের মধ্যে ঢাকা থেকে টরন্টো, নিউইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনার জন্য কাজ করছে ইউএস-বাংলা।

সর্বপ্রথম ব্র্যান্ডনিউ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটগুলোর গড় বয়স প্রায় ১০ বছর। ভবিষ্যতে নতুন নতুন রুট, নতুন নতুন এয়ারক্রাফটকে যুক্ত করে এয়ারলাইন্সকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা করছে ইউএস-বাংলা।

সুন্দর ও সুদূরপ্রসারী পরিকল্পনা যেকোন উদ্দেশ্যকে সঠিক বাস্তবায়নের দিকে ধাবিত করে। ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ এভিয়েশন শিল্পে তেমনি একটি বিমান সংস্থা, যা ভবিষ্যতে সঠিক পরিকল্পনা আর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এভিয়েশন সেক্টরকে আরও সমৃদ্ধ করে গড়ে তুলবে।

বিজ্ঞপ্তি/

নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা-২০২৫ অনুষ্ঠিত

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম
আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পিএম
নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা-২০২৫ অনুষ্ঠিত
নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা-২০২৫ অনুষ্ঠিত। ছবি: বিজ্ঞপ্তি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত লা গুয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে গত ১৯ থেকে ২১ এপ্রিলে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা-২০২৫। বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক যৌথভাবে এই মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ ছাড়া ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, সিটিজেন্স ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালামসহ বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ-এর শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেলার প্রতিপাদ্য ছিল ‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’, যা বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে।

মেলার শেষ দুদিন সানাই পার্টি হলে সেমিনারের পাশাপাশি জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় চলে আনন্দ উৎসব। রেমিট্যান্স ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন ব্যাংকের শ্লোগান সমৃদ্ধ ব্যানার ও ফেস্টুন এবং বাংলাদেশের জাতীয় পতাকা সকলের দৃষ্টি আকর্ষণ করে।

তিনদিনব্যাপী এই মেলায় ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক এবং এনসিএল ব্যাংকের স্টলে প্রবাসী বাঙালিদের ভিড় করতে দেখা গেছে।

বিজ্ঞপ্তি/তাওফিক/