
দেশের যত্নসেবা খাতের দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করতে AYAT Care ও BRAC Institute of Skills Development (BRAC ISD) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
AYAT Care এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং কর্মকর্তা (COO) রাহাত হোসেন এবং BRAC ISD এর পক্ষ থেকে আলম দেওয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে দক্ষ কেয়ারগিভার তৈরি, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং মানসম্পন্ন যত্নসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। উভয় প্রতিষ্ঠান মিলে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে, যা পেশাদার কেয়ারগিভার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
AYAT Care এর COO রাহাত হোসেন বলেন, 'বাংলাদেশের যত্নসেবা খাত ক্রমবর্ধমান হলেও দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা প্রশিক্ষিত কেয়ারগিভার তৈরি করতে পারবো, যা সেক্টরটিকে আরও এগিয়ে নেবে।'
BRAC ISD এর প্রোগ্রাম ম্যানেজার অব এমপ্লয়মেন্ট গোলাম মাহফুজুর রহমান, 'আমাদের লক্ষ্য কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়ন। AYAT Care এর সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের যত্নসেবা খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।'
এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে। যা দেশের যত্নসেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিজ্ঞপ্তি/মেহেদী/