কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদাল-৪ এর বিচারক মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ডাকাত শেরে ফরহাদ ভূঁইয়া। অপর তিনজন মহেশখালীর মাতারবাড়ির মাইজপাড়া এলাকার আব্দু মুনাফ, করিম দ্বার ও শামসুল আলম।
এজাহার ও আদালত সুত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বটতলী বাজারে ডাকাত শেরে ফরহাদের নেতৃত্বে ছুরিকাঘাতে হত্যা করা হয় ভারুয়াখালীর খোরশেদ আলম বাবুলকে। পরে বাবুলর বাবা বাদী হয়ে রামু থানায় মামলা করেন। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
অপরদিকে ১৯৯৪ সালের ৪ মার্চ মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাইজপাড়া এলাকায় আব্দুল মুনাফ, করিম দার ও সামসুল আলমের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন রব্বত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেন। পরে স্বজনরা বাদী হয়ে হত্যাকারীদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন। সে মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত বেলাল বলেন, ‘সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এ রায়ের আদেশ দিয়েছেন। মহেশখালীর মামলায় পাঁচ আসামির দুজন এবং রামুর মামলায় একজনের মৃত্যু হওয়ায় তাদের এ মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।’
মুহিববুল্লাহ/পপি/অমিয়/