ঢাকা ৪ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

খুশির ঈদ উপহারে খুশি সুবিধাবঞ্চিত শতাধিক শিশু

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট: ২২ মার্চ ২০২৫, ০৯:০৩ এএম
খুশির ঈদ উপহারে খুশি সুবিধাবঞ্চিত শতাধিক শিশু
ছবি: খবরের কাগজ

ঈদ আসার আগেই শুক্রবার সকালে সিলেট শহরের শিবগঞ্জ লাকড়িপাড়ায় কলোনির শিশুরা ঈদের আনন্দ পায়। কারণ এই কলোনির প্রায় শতাধিক শিশু ঘুম থেকে উঠেই পেয়ে যায় নতুন জামা। ফুলে ফুলে ভরা গোলাপি জামা পেয়ে খুশি ৮ বছর বয়সী লাকি। সে বলে, এরকম ফুলের জামা আমার মামার মোবাইলে দেখেছিলাম কয়েকদিন আগে। আজ এই জামাটাই পেয়েছি তাই অনেক খুশি লাগছে। 

লাকির মতো ঈদের জামা পেয়ে মহা খুশি চার বছর বয়সী নোহা। তাই জামা হাতে পেয়েই সে পড়ার বায়না ধরে মায়ের কাছে। মা জামাটি পড়িয়ে দিলে নোহা আশপাশে দৌড়াদৌড়ি করে আনন্দ উদযাপন করে অন্য শিশুদের সঙ্গে।

সিলেটের শিবগঞ্জ এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেছেন সিলেটের নারী উদ্যোক্তা আমিনা খুশি। খুশির অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্ল্যামডাস্ট’ এই উদ্যোগের মাধ্যমে শিশুদেরকে পোশাক দেওয়া হয়। তিনি ব্যবসার লাভাংশ, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্যদের থেকে প্রাপ্ত অর্থ দিয়ে শতাধিক শিশুর জন্য ঈদের পোশাক ক্রয় করেন।

শুক্রবার (২১ মার্চ) সিলেট শহরের শিবগঞ্জ লাকড়িপাড়ায় শতাধিক শিশুর মধ্যে পোশাক বিতরণ করে নারী উদ্যোক্তা আমিনা খুশি। এতে শিশুদের যেমন হাসি ফুটেছে, শিশুদের অভিভাবকরা বেশ আনন্দিত হয়েছেন।

লাকড়িপাড়ায় কলোনির বাসিন্দা বুশরা আক্তার বলেন, আমি মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করি। বেতন পেলে ফুটপাত থেকে মেয়েকে একটা জামা কিনে দিতাম। আমার ইচ্ছা থাকলেও এমন জামা আমার মেয়েকে কিনে দিতে পারতাম না। তাই অনেক ভাল লাগছে মেয়ের খুশি দেখে। আমার মেয়ের মুখে হাসিই আমার ঈদের আনন্দ।

অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান গ্ল্যামডাস্টের পরিচালক আমিনা খুশি বলেন, ‘ঈদ আমাদের জীবনে একটি বিশেষ মুহূর্ত। কিন্তু অনেকেই অর্থনৈতিক কারণে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেন না। সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন ঈদে নতুন পোশাক পায় এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, সে জন্যই গ্লামডাস্টের এই উদ্যোগ আমাদের সম্মিলিত এই ক্ষুদ্র প্রচেষ্টা শিশুদের ঈদের আনন্দে একটু হলেও অংশীদার হতে সাহায্য করতে পারে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’

আমিনা খুশি তার বক্তব্যে আরও বলেন, ‘আমার বিশ্বাস, সমাজে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব। এমন উদ্যোগগুলোই একে অপরকে সহযোগিতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। গ্ল্যামডাস্টের মাধ্যমে এই ধরনের উদ্যোগ আমরা ধারাবাহিকভাবে করব।’

শাকিলা ববি/মাহফুজ

চিত্রশিল্পীর বাড়িতে আগুন, গ্রেপ্তার ৮ জনকে আদালতে প্রেরণ

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম
চিত্রশিল্পীর বাড়িতে আগুন, গ্রেপ্তার ৮ জনকে আদালতে প্রেরণ
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৮ জনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামের মৃত শাহীন খান সৃজনের ছেলে খান মো. রাফি সৃজন (১৮), চান্দইর গ্রামের আমজাদ খানের ছেলে আল আমিন খান তমাল (২২), পাঞ্জনখাড়া গ্রামের মো. জামাল উদ্দিন আহমেদ তানিসের ছেলে মঈন উদ্দিন আহমেদ পিয়াস (২২), বড় ষাট্টার মৃত হায়াত আলীর ছেলে মো. বাবুল হোসেন (৬০), দক্ষিণ উথলীর মৃত মীর নাসির উদ্দিনের ছেলে মো. মীর মারুফ (২১), দক্ষিণ উথলীর সাইদুর রহমানের ছেলে মীর আমিনুর (২৬), শিবালয়ের অন্বয়পুরের মো. রায়হান মল্লিকের ছেলে মো. মোশারফ হোসেন (৪৮) এবং পূর্ব দাশড়ার সুনীল ঘোষের ছেলে সঞ্জিব ঘোষ (৪০)।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, ঘটনার পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে আজ দুপুর পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তাররা সকলেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

প্রসঙ্গত, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণের জেরে হুমকির শিকার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আসাদ জামান/মাহফুজ 

 

মুন্সীগঞ্জে ১ম ধাপে স্বাস্থ্যকার্ড পেলেন ৩২ আহত জুলাইযোদ্ধা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম
মুন্সীগঞ্জে ১ম ধাপে স্বাস্থ্যকার্ড পেলেন ৩২ আহত জুলাইযোদ্ধা
আহত জুলাইযোদ্ধাদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে আহত জুলাইযোদ্ধাদের মাঝে স্বাস্থ্যকার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রথমে আলোচনা ও একার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। প্রথমধাপের জেলা ৩২ জন আহতের হাতে কার্ড তোলে দেওয়া হয়। 

এদিকে অনুষ্ঠানে আন্দোলনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন আহতরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, সিভিল সার্জন ডাক্তার মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদসহ সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে তালিকাভুক্ত বাকি আহতদের মাঝে স্বাস্থ্যকার্ড প্রদান করা হবে। আর স্বাস্থ্যকার্ডের মাধ্যমে দেশের সরকারি সকল চিকিৎসাকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকবে আহতদের।

মঈনউদ্দিন সুমন/মাহফুজ

 

ঘুষ ছাড়া কাজ করেন না গোয়াইনঘাটের সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজ

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম
ঘুষ ছাড়া কাজ করেন না গোয়াইনঘাটের সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজ
ছবি: খবরের কাগজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে সপ্তাহে দুই দিন (মঙ্গলবার ও বুধবার) দলিল রেজিস্ট্রেশন করা হয়ে থাকে। এই অফিসে আবাসিক ভূমি রেজিস্ট্রেশনের করতে প্রতি শতকে ১ হাজার টাকা, নকল তোলতে প্রতি দলিলে ১ হাজার টাকা ঘুষ প্রদান করা হচ্ছে ওপেন সিক্রেট। এছাড়া যদি কোনো জমির কাগজপত্রে সমস্যা থাকে তাহলে মোটা অঙ্কের ঘুষ প্রদান না করলে কোনো কাজই হয় না। জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘুষ নেওয়া নিয়মে রূপান্তরিত করেছিলেন গোয়াইনঘাটের সাব রেজিস্টার মাসুদ পারভেজ। 

বুধবার (১৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট অভিযানে তারই প্রমাণ পাওয়া গেছে। 

দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম এবং উপসহকারী পরিচালক নিঝুম রায় প্রান্তর সমন্বয়ে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে গোয়াইনঘাট উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযান পরিচালনাকালে দলিল লেখক মো. নাসির উদ্দিন, মো. আব্দুল হান্নান, মো. জালালউদ্দিনসহ প্রায় ২০ জনের বক্তব্য গ্রহণ করা হয়। তারা তাদের বক্তব্যে বলেন, গোয়াইনঘাটে আবাসিক ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রতি শতকে ১ হাজার টাকা, নকল তোলার ক্ষেত্রে প্রতি দলিলে ১ হাজার টাকা ঘুষ প্রদান করতে হয়। যদি কোনো জমির কাগজপত্র সম্পর্কিত সমস্যা থাকে সেক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ প্রদান করতে হয়। উক্ত কাজগুলো সাব রেজিস্টার মাসুদ পারভেজের নির্দেশে মোহরার মো. আব্দুল মালেক ও দালাল সবুজ আহমদ সম্পন্ন করে থাকেন। 

অভিযানকালে নলজুরি গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো আব্দুল হান্নান জানান, তার একটি দলিল সম্পন্ন করার জন্য তিনি গোয়াইনঘাট সাব রেজিস্টার অফিসের নকল নবীশ মনি দাসের মাধ্যমে দালাল সবুজ আহমদকে ৪০ হাজার টাকা প্রদান করেন। এ ব্যাপারে এনফোর্সমেন্ট টিম মনি দাসকে জিজ্ঞাসাবাদ করলে তিনি লিখিতভাবে জানান যে, সাব-রেজিস্টার মাসুদ পারভেজ এবং তার পার্সোনাল এজেন্ট সবুজ আহমদ পরস্পর যোগসাজশে প্রতিটি দলিলে অতিরিক্ত অর্থ আদায় করে। তারা ঘুষ ছাড়া রেজিস্ট্রেশন ও কোনো কাজই করেন না। পাশাপাশি সবার সঙ্গে দুর্ব্যবহার করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার। 

শাকিলা ববি/মাহফুজ

ভারতে অনুপ্রবেশকালে বকশীগঞ্জে ২ বাংলাদেশি যুবক আটক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম
ভারতে অনুপ্রবেশকালে বকশীগঞ্জে ২ বাংলাদেশি যুবক আটক
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজারটিলা এলাকার সীমান্তবর্তী পিলারের নিকট তাদের আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির সাতানী পাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

বিজিবির হাতে আটকরা হলেন- ভোলা জেলার সদর উপজেলার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার এলংজানী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)। 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কাজের উদ্দেশ্যে ওই দুই বাংলাদেশি যুবক বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬ পিলারের কাছে মাজারটিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সাতানী পাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেন ওই দুই যুবক। আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় ২টি আধার কার্ড, ৩টি মোবাইল, ৫টি সিম কার্ড, ২টি চার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পরে বকশীগঞ্জ থানায় ওই দুইজনকে হস্তান্তর করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে আটক দুই বাংলাদেশি যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

আসমাউল আসিফ/মাহফুজ

 

 

চিত্রশিল্পীর ঘরে আগুন, পাশে দাঁড়াল সরকার

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম
চিত্রশিল্পীর ঘরে আগুন, পাশে দাঁড়াল সরকার
ছবি: খবরের কাগজ

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণের জেরে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পুড়ে যাওয়া ঘরটি সরকারিভাবে মানবেন্দ্র ঘোষের ইচ্ছা অনুযায়ী পুনর্নির্মাণ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে শিল্পীর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো রাজনৈতিক বা ধর্মীয় রূপ না দেওয়া হয় সে বিষয়ে সরকারকে অনুরোধ করেন। সেই সঙ্গে মানবেন্দ্র ঘোষ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও জানান।

মানবেন্দ্র ঘোষ বলেন, আমি চাই, এই বিষয়টা যেন শিল্প-সংস্কৃতির দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। এখানে কোনো ধর্ম বা রাজনীতির বিষয় নেই।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ক্রাইম ম্যানেজমেন্ট ঢাকার অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বিষয়টি নিয়ে খুবই সতর্কভাবে তদন্ত চলছে।

আগুন লাগানোর ঘটনায় মানবেন্দ্র ঘোষ নিজেই বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ তাদেরকে আদালতে পাঠানো হবে।
 
আসাদ জামান/মাহফুজ