
সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা শীর্ষ সন্ত্রাসীর পরিচয়ে বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধারাবাহিক অভিযানে রাজধানীর মিরপুর, পল্লবী ও গাজীপুরের গাছা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) এবং ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিম কার্ড, সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তির নামে থাকা আটটি সিল, ২০টি নাম-ঠিকানাসহ ডিরেক্টরি, পাঁচটি ভুয়া আইডি কার্ড ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে নিজেদের কখনো সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা আবার কখনো কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচয় দিত। পরে ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম গত ১ জুলাই মধ্যরাতে রাজধানীর মিরপুর মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আব্দুল মান্নান দুলালকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী থেকে নাসিম হাসান লাভলু ও গাজীপুরের গাছা এলাকা থেকে ইলিয়াস শিকদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।