
তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০। পদ্মার উপনদী কোনটি?
ক) মধুমতি খ) গড়াই
গ) আড়িয়াল খাঁ ঘ) মহানন্দা
নিচের চিত্রের আলোকে ৬১ ও ৬২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৬১। উদ্দীপকের ‘খ’ অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়?
ক) প্লাবন সমভূমি খ) পলল পাখা
গ) স্রোতজ সমভূমি ঘ) ব-দ্বীপ সমভূমি
৬২। উদ্দীপকে ‘ক’ অঞ্চলে নদীর কোন কার্যটি ক্রিয়াশীল?
i. সঞ্চয় কার্য
ii. বহন কার্য
iii. ক্ষয় কার্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৩। বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোথায় অবস্থিত?
ক) বাংলাদেশে খ) ভারতে
গ) পাকিস্তানে ঘ) মায়ানমারে
৬৪। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনকারী শক্তি হলো-
i. সমুদ্রতরঙ্গ
ii. পানিপ্রবাহ
iii. বায়ুপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৫। ভূ-আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ-
i. স্তূপ পর্বত
ii. ভঙ্গিল পর্বত
iii. প্লাবন সমভূমি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৫ম পর্ব
৬৬। ব-দ্বীপ সৃষ্টিকারী উত্তর আমেরিকা মহাদেশের নদী কোনটি?
ক) ইয়াংসি খ) নীল
গ) মিসিসিপি ঘ) ওরিনকো
৬৭। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নদী-
i. সারি
ii. কুশিয়ারা
iii. ভুবনেশ্বর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৮। বাংলাদেশের প্রশস্ততম বিনুনি নদী কোনটি?
ক) গঙ্গা-পদ্মা খ) ব্রহ্মপুত্র-যমুনা
গ) সুরমা-মেঘনা ঘ) গড়াই-মধুমতী
৬৯। নদীর কোন অবস্থায় তলদেশ বেশি ক্ষয়প্রাপ্ত হয়?
ক) মালভূমি খ) পার্বত্য
গ) সমভূমি ঘ) বদ্বীপ
উত্তর: ৬০. ঘ, ৬১. ক, ৬২. গ, ৬৩. ক, ৬৪. ঘ, ৬৫. ক, ৬৬. গ, ৬৭. ক, ৬৮. খ, ৬৯. খ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর