ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৭:০৯ পিএম
স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘শহিদ জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিএনপি।

বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় বিকেলে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। 

দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন সিকদার।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান মহান স্বাধীনতা দিবস এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নেতা-কর্মীদের অবগত করেন। তিনি কোনো গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নিজ নিজ এলাকায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা এবং ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বিএনপির সকল নেতা-কর্মী এবং ক্যালিফোর্নিয়া অবস্থিত সকল প্রবাসীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ইতিহাস এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং তার সাহসিকতা নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি তিনি বর্তমান রাজনৈতিক বিষয়ে বলেন, দেশ ও বিদেশ থেকে পলাতক ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি নেতা-কর্মীদের আশ্বস্ত করে বলেন যে, বাংলাদেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি বিজয়ী হবে এবং দেশ ও জনগণের সেবা করার সুযোগ পাবে।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারী চপল, শওকত হোসেন আনজিম, শাহাদাত হোসেন শাহিন, ফারুক হাওলাদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, বদরুল আলম মাসুদ, আলমগীর হোসেন, লোকমান হোসেন, মিজানুর রহমান জামশেদ, কামাল হোসেন তরুণ, এম এ কুদ্দুস, লিটু হোসেন, মানিক চৌধুরী, শাহাদাত ভূঁইয়া, বাবর মহিউদ্দিন, ইমাম উদ্দিন চৌধুরী দুলাল, ওমর ফারুক টিটু, এফ মহান জন, আবু সুফিয়ান, সুমেন আহমেদ, সরোয়ার খান বাবলু, মোশাররফ হোসেন ইমন, শাহরিয়া রাহাত, আশিকুর রহমানসহ অসংখ্য নেতা-কর্মী।

ক্যালিফোর্নিয়া বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা, গণতন্ত্র পুনরুদ্ধার, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

শফিকুল ইসলাম/মাহফুজ

অস্ট্রেলিয়ায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:০৪ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৮:০৪ পিএম
অস্ট্রেলিয়ায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখা, স্বেচ্ছাসেবক দল, যুবদল আয়োজনে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি আরিফ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সম্পাদক ওমর শরীফ শিহান এবং ভিক্টোরিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব আব্দুল রব। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা হাফেজ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, দূরদৃষ্টিসম্পন্ন এবং সাহসী রাষ্ট্রনায়ক। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশবিরোধী একটি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি শহিদ হন। মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ও ‘জেড ফোর্স’-এর প্রধান হিসেবে তার নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ধর্মভীরু মুসলমান। তার নেতৃত্বেই বাংলাদেশের সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ অন্তর্ভুক্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনকে পুনর্গঠন, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, আন্তর্জাতিক ইসলামিক সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার এবং ওআইসি সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি রাষ্ট্রের ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, বিএনপির সাংগঠনিক শক্তি শহিদ জিয়ার রেখে যাওয়া আদর্শিক ভিত্তির ওপর দাঁড়িয়ে। আজকের এই দিনে আমরা তার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই-অনতিবিলম্বে গণতান্ত্রিক বাংলাদেশের পুনর্গঠনই হবে শহিদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা। অস্ট্রেলিয়াতে থেকেও আমাদের অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বিএনপি আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আত্মনির্ভরশীল বাংলাদেশের রূপকার। তিনি খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি বিপ্লব ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের মাধ্যমে দেশকে একটি উৎপাদনমুখী রাষ্ট্রে পরিণত করতে উদ্যোগ গ্রহণ করেছিলেন। ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা’ অর্জনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও জাতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। জিয়াউর রহমান কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের স্থপতি।

সভাপতির বক্তব্যে অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি আরিফ খান বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবাদী পথপ্রদর্শক। তার নীতিনিষ্ঠ নেতৃত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতা আজও আমাদের পথ দেখায়।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভিক্টোরিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল (কুমু) আহমেদ, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি ড. মো. শাহাব উদ্দিন, নিউজিল্যান্ড বিএনপির সহ-সভাপতি সাঈদ আহমেদ, অস্ট্রেলিয়া যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, ভিক্টোরিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমত-উল-ইসলাম, সাবেক সচিব ড. এ.কে.এম. জাহাঙ্গীর, ভিক্টোরিয়ার স্থানীয় বিএনপি নেতা মো. তেলাল খান, রাশেদুল আমিন (মনির), রাশেদ সরকার, আব্দুল জলিল, মিলন খন্দকার, এবং ভিক্টোরিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এলেন।

আলোচনায় বক্তারা শহিদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, আদর্শ ও দেশের জন্য তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরাও আলোচনায় অংশগ্রহণ করেন।

 

 

মানামায় বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:৩০ এএম
আপডেট: ৩১ মে ২০২৫, ১০:৪৭ এএম
মানামায় বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস, মানামায় আনন্দঘন পরিবেশে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসির সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) মানামায় বাংলাদেশে দূতাবাসের হল রুমে এ গণশুনানি হয়।

এ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে আসা প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার তার বক্তব্যে গণশুনানিতে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘গণশুনানির মাধ্যমে দূতাবাস সরাসরি প্রবাসী কর্মীদের সমস্যা সম্পর্কে অবহিত হতে পারবেন। দূতাবাসের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে প্রবাসীদের গঠনমূলক পরামর্শ দূতাবাসের সেবার মানকে আরও ত্বরান্বিত করবে।

এ ছাড়া কোনো সমস্যা হলে দূতাবাসের অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রদূত সবাইকে বাহরাইনের আইন-কানুন মেনে চলা এবং বৈধভাবে এই দেশে অবস্থান করার অনুরোধ জানান তিনি। বিদেশের মাটিতে কারও দ্বারা যেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখার পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য সবাইকে অনুরোধ জানান।

এ গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেইসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত তাদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দিয়েছেন। বাহরাইনে বসবাসরত প্রবাসীদের জন্য প্রতি মাসের শেষ শুক্রবার দূতাবাস গণশুনানির আয়োজন করবে। প্রবাসীরা তাদের প্রস্তাবনা, মতামত, অভিযোগ, পরামর্শ সরাসরি ই-মেইলে ([email protected]) পাঠাতে পারবেন।

সুমন/

দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:৪২ পিএম
দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
নিহত মো. বাবু

দুবাইয়ে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের ফটিকছড়ির মো. বাবু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে (দুবাইয়ের স্থানীয় সময়) ইলেকট্রিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কাজের সময় ড্রিল মেশিন চালাতে গিয়ে হঠাৎ শর্টসার্কিট হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মো. বাবু ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ৫নং ওয়ার্ডের মৃত মো. জমিলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে বাবু ছিলেন বড়।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবুর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও এলাকাজুড়ে।

পরিবারের সদস্যরা প্রবাসে থাকা বাবুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

নাজমুল/মেহেদী/

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে নববর্ষ উদযাপন

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৩:২২ পিএম
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে নববর্ষ উদযাপন
মানামায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে।

শুক্রবার  (১৬ মে) এ উপলক্ষে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার জন্য দূতাবাসের হল রুম, আঙিনা, প্রবেশদ্বার বর্ণিল রং, রঙিন কাগজ, বেলুন, ফেস্টুন, পোস্টার, ফুল, নকশিকাঁথা ইত্যাদি দিয়ে সাজানো হয়। 

অনুষ্ঠানে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি-সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 

প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী রঙিন পোষাক, তাদের আবেগ, ভালবাসা ও হৈ-হুল্লোড়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। 

এ ছাড়া অনুষ্ঠানে দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে পাঁচটি স্টল বসানো হয়। যেখানে অতিথিদের জন্য বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী দেশীয় পিঠা, পায়েস, চটপটিসহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

এ সময় তিনি ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানান। 

নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, কৃষ্টি-কালচার ও ঐতিহ্যকে পরিচয় করানোর জন্য এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। 

রাষ্ট্রদূত আরও বলেন, “যারা আজকের এই ‘বাংলা নববর্ষ’ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনেকই হয়তো দীর্ঘ দিন ধরে বাহরাইনে বসবাস করছেন। এ দেশের ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক জীবনব্যবস্থা সর্ম্পকে অবগত আছেন। বাহরাইনের সমাজ ও সভ্যতাকে সম্মান করে এ দেশের মানুষের সঙ্গে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হবে। পাশাপাশি বাহরাইনের আইন- কানুনের প্রতিও সব প্রবাসীকে শ্রদ্ধাশীল হতে হবে। বিদেশের মাটিতে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশু-কিশোর ও প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এতে শিল্পীরা দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, লোকগীতিসহ কবিতা, বক্তৃতা, নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদেরকে বিমোহিত করে। 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে অতিথিদেরকে পিঠা, পায়েস, মিষ্টি ও দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়। প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দূতাবাসে উপস্থিত হন।

বিজ্ঞপ্তি/পপি/

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:০১ এএম
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীরা (পুরনো ছবি)। - সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সাম্প্রতিক অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস।

সোমবার (১২ মে) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ত্রিপোলিতে সাম্প্রতিক সশস্ত্র যানবহরের আগমন ও উদ্ভূত অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিককে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানাচ্ছে। 

একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অমিয়/