ঢাকা ১৭ কার্তিক ১৪৩১, শনিবার, ০২ নভেম্বর ২০২৪

৩৩ পেরিয়ে নাঈম ও শাবনাজ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পিএম
৩৩ পেরিয়ে নাঈম ও শাবনাজ
তারকা দম্পতি নাঈম ও শাবনাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সিনেমার অন্যতম তারকা দম্পতি নাঈম ও শাবনাজ। এই তারকা জুটি অভিনীত সুপারহিট সিনেমা ‘চাঁদনী’ মুক্তি পেয়েছিল ৩৩ বছর আগে।

১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পেয়েছিল এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবিটি। নাঈম-শাবনাজ জুটির প্রথম সিনেমা এটি। সিনেমাটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেললে জুটি হিসেবেও প্রতিষ্ঠা পান নাঈম-শাবনাজ। মুক্তির ৩৩ বছর পরেও এই সিনেমা নিয়ে আলোচনা কমেনি একটুও। যদিও এই দম্পতি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তবুও সিনেমার পর্দায় তাদের দেখার জন্য দর্শকরা এখনো আগ্রহ প্রকাশ করেন। কিন্তু নাঈম ও শাবনাজ জানান, আপাতত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাদের। দুজনই সংসার জীবনে ভালো আছেন। তাদের দুই সন্তান নামিরা ও মাহাদিয়ার জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

আজ ৫ অক্টোবর নাঈম-শাবনাজ তাদের বিবাহিত জীবনের ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পা রাখলেন। ১৯৯৪ সালেরই ৫ অক্টোবর শাবনাজকে বিয়ে করেন নাঈম। এই প্রসঙ্গে নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে, তিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমাদের দুই মেয়ে নামিরা ও মাহাদিয়াকে আল্লাহ ভালো রেখেছেন। সবার কাছে আমরা দোয়া প্রার্থী, আল্লাহ যেন বাকি জীবন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন।’

বিবাহিত জীবন এবং চলচ্চিত্র জীবন প্রসঙ্গে শাবনাজ বলেন, ‘আল্লাহর অশেষ রহমত যে নাঈমের মতো পরিপূর্ণ একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমার সুখে দুঃখে যেমন নাঈম সবসময় পাশে থেকেছে, আমিও তার সুখে দুঃখে পাশে থেকেছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি। সবার কাছে দোয়া চাই, আর পরম শ্রদ্ধা রইল আমাদের প্রথম সিনেমার পরিচালক শ্রদ্ধেয় এহতেশাম স্যারসহ সব সিনেমার পরিচালকদের প্রতি।’

/আবরার জাহিন

যে পথে হাঁটবেন না কৃতি শ্যানন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
যে পথে হাঁটবেন না কৃতি শ্যানন
কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

বলিউডের টাইগার দিদি কৃতি শ্যানন। তার অভিনীত সর্বশেষ ‘দো পাট্টি’ সিনেমা বলিউডে বেশ সাড়া ফেলার পর দারুণ সময় পার করছেন তিনি। তবে এবার তিনি শিরোনাম হলেন মেয়েদের বোটক্স ও কসমেটিক সার্জারি বিষয়ে মন্তব্য করে। 

কয়েক দিন আগে বলিউড পাড়ায় শোরগোল পড়ে গিয়েছিল, আলিয়া ভাট কসমেটিক সার্জারি করে নিজের চেহারা পরিবর্তন করেছেন। এ কারণে চেহারার এক পাশ কিছুটা বেঁকেও গিয়েছিল তার। সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে কৃতির কাছে বোটক্স ও কসমেটিক সার্জারির বিষয়ে জানতে চাওয়া হলে সোজাসাপ্টা উত্তর দিলেন কৃতি শ্যানন।

তিনি জানান, ভালো দেখোনোর ক্রমাগত চাপ এবং সমালোচনা এড়াতে তিনি সচেতনভাবে এমন লোকদের সঙ্গে নিজেকে জড়ান না, যারা তাকে নিরাপত্তাহীনতায় ফেলে। তবে বোটক্স ও কসমেটিক সার্জারিকে কৃতি দোষের কিছু মনে করেন না। 

তিনি বলেন, ‘বর্তমান সময়ে অনেকেই বোটক্স ট্রিটমেন্ট নিচ্ছে। আমি মনে করি, প্রত্যেকের নিজস্বতা রয়েছে। আপনি যদি মনে করেন, নিজের কিছু অংশ পরিবর্তন করবেন, আর তাতে আরও আত্মবিশ্বাসী হবেন, সেটা দোষের কিছু নয়। এটা আপনার সিদ্ধান্ত। আপনার জীবন, আপনার শরীর, আপনার মুখ। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। এটার প্রতি কারও কোনো বিচার করা উচিত নয়।’  

তবে অল্পবয়সী মেয়েদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে তুলে ধরে তিনি বলেন, ‘আমি চাই না অল্পবয়সী মেয়েরা সব সময় নিখুঁত না হওয়ার চাপ অনুভব করুক। কাউকে সব সময় নিখুঁত দেখায় না, আমাকেও সব সময় নিখুঁত দেখায় না।’

সার্জারির পথে হাঁটবেন কি না- এমন প্রশ্নের উত্তরে কৃতি বলেন, ‘এটি আমাকে সেই স্তরের অনিরাপত্তাবোধ করায় না যে আমি মনে করব আমার কিছু পরিবর্তন করা দরকার। আর কিছু পরিবর্তন করতে অনেক দেরি হয়ে গেছে। আমি এখানে ১০ বছর ধরে আছি।’

হাসান

মুক্তির অনুমতি পেল প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
মুক্তির অনুমতি পেল প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা
প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হলেও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা। এর নাম ‘৩৬-২৪-৩৬’। গত ৩০ অক্টোবর বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এটি মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ওয়েব ফিল্ম হলেও এবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

তবে সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনো জানাননি প্রযোজনা প্রতিষ্ঠান চরকি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে দীঘি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার প্রমুখ।

এতে প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার অধিকাংশ সময় বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে তাকে।

এ সম্পর্কে দীঘি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালোলাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।’

এর আগে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ফরগেট মি নট’। যার সবগুলোই মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।

হাসান

টেলিভিশন উপস্থাপনায় ফিরছেন মাসুমা রহমান নাবিলা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৩:২১ পিএম
টেলিভিশন উপস্থাপনায় ফিরছেন মাসুমা রহমান নাবিলা
মাসুমা রহমান নাবিলা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ক্যারিয়ারের শুরু থেকেই ধীরগতিতে পথ চলছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শোবিজে দৌড়াতে হয়নি কখনোই তাকে। শুরুটা উপস্থাপনা দিয়ে হলেও পরবর্তী সময়ে অভিনেত্রী হিসেবে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। তুলনামূলকভাবে কিছুটা কাজ কমই করেন নাবিলা। তবে সবসময় পর্দায় একটু ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন এই তারকা। 

‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে অভিনেত্রী হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। এরপর চলচ্চিত্র থেকে নিয়েছিলেন দীর্ঘদিনের বিরতি। তবে এ বছরের কোরবানির ঈদে রায়হান রাফীর ‘তুফান’-এ অভিনয় করে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী। শাকিব খানের বিপরীতে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। এই সিনেমার কাজ, মুক্তি এবং পারিবারিক ব্যস্ততার কারণে অনেক দিন টেলিভিশনের পর্দায় উপস্থাপনা করতে দেখা যায়নি নাবিলাকে। এবার দীর্ঘদিন পর আবারও টেলিভিশনের উপস্থাপনায় ফিরছেন তিনি।

বাংলার সেরা ১০০ রেসিপি নিয়ে টিভি পর্দায় হাজির হচ্ছেন তিনি। আজ ১ নভেম্বর থেকে তার উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘রাঁধুনী’র রান্নাঘর : বাংলার সেরা ১০০ রেসিপি’। প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। দেশসেরা রন্ধনশিল্পীদের নির্বাচিত ১০০টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দুজন রন্ধনশিল্পী দুটি রেসিপি করে দেখাবেন।

এ অনুষ্ঠানের মাধ্যমে আবার উপস্থাপনায় ফেরা সম্পর্কে নাবিলা বলেন, ‘সিনেমার কাজে ব্যস্ত থাকায় মাঝে বেশ কিছুদিন উপস্থাপনা থেকে বিরত ছিলাম। আবার এখানে ফিরতে পেরে ভালো লাগছে। বিশেষ করে এ অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। দক্ষ রন্ধনশিল্পীদের হাতে চমৎকার সব রান্নার রেসিপি দেখার অভিজ্ঞতা বেশ আনন্দের ছিল। পুরো কাজটি আমি খুব উপভোগ করেছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন। এটি একটি রান্নাবিষয়ক অনুষ্ঠান। টানা তিন সপ্তাহ এফডিসিতে শুটিং করেছি। আজ থেকে এটার প্রচার শুরু হবে।’

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান। 

এ ছাড়া অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, ‘অভিনয়ের কাজ তো আমার ওপর নির্ভর করে না। আমার কাছে প্রস্তাব এলে, পছন্দ হলে তবেই কাজ করে থাকি। কিন্তু কেন জানি আমার কাছে খুব একটা কাজ আসে না। অপেক্ষায় আছি, ভালো কিছু এলে আবার অভিনয় করব।’

হাসান

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন একুশে পদক প্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম
সবাইকে কাঁদিয়ে চলে গেলেন একুশে পদক প্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান
অভিনেতা মাসুদ আলী খান । ছবি: সংগৃহীত

একুশে পদক প্রাপ্ত শক্তিমান অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। গতকাল বিকালে রাজধানীর কলাবাগানের নিজ বাসাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

আজ রাতে (৩১ অক্টোবর) রাজধানীর গ্রিনরোডের একটি মসজিদে মাসুদ আলী খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ৮টায় এই অভিনেতার মরদেহ মানিকগঞ্জের সিঙ্গাইরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন অভিনেতাকে দেখাশোনার দায়িত্বে থাকা রবিন মণ্ডল। 

মাসুদ আলাী খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছিল। বার্ধক্যজনিক কারণে ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না। হুইল চেয়ারই ছিল তাঁর শেষ ভরসা। এ কারণে বেশির ভাগ ঘরের ভেতরেই কাঁটাতেন গুণী এ অভিনেতা। 

উল্লেখ্য, মাসুদ আলী খান ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে জন্ম গ্রহণ করেন। কলকাতায় কিছুকাল পড়াশোনা করে এরপর কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে তিনি জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন।  

কর্মজীবনে এই গুণী অভিনেতা বাংলা সিনেমাকে উপহার দিয়েছেন ‘দুই দুয়ারী’, ‘মাটির ময়না’, ‘দীপু নাম্বার টু’, ‘মোল্লা বাড়ির বউ’সহ অসংখ্য কালজয়ী সিনেমা। 

হাসান

বাবাকে মেসেজ দিয়ে মার্কিন অভিনেতার আত্মহত্যা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০২:১৯ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০২:১৯ পিএম
বাবাকে মেসেজ দিয়ে মার্কিন অভিনেতার আত্মহত্যা
সেবাস্তিয়ান কিডার। ছবি: সংগৃহীত

তরুণ মার্কিন অভিনেতা ও গায়ক সেবাস্তিয়ান কিডার। গত শনিবার জর্জিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।

আমেরিকার জনপ্রিয় রেসলার রিক ফ্লেয়ারের সৎছেলে সেবাস্তিয়ান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা ও গায়ক। তবে মৃত্যুর ঠিক আগমুহূর্তে তার বাবাকে একটি মেসেজ পাঠিয়েছিলেন সেবাস্তিয়ান।

জর্জিয়ার গুইনেট কাউন্টি পুলিশ বিভাগের মুখপাত্র রায়ান উইন্ডারউইডেল জানিয়েছেন, সেবাস্তিয়ান কিডারের বাবা পল (জন্মগত বাবা) জানিয়েছেন তিনি ছেলের কাছ থেকে প্রায় ৪টার দিকে একটি মেসেজ পেয়েছিলেন। মৃত্যুর প্রায় আগমুহূর্তে পাঠিয়েছিলেন সেই বার্তা। তার বাবা পল তখন জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন করেন এবং ছেলেকে কিছুক্ষণ পর তাদের বাড়ি থেকে গুলিতে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেবাস্তিয়ানের টেবিল থেকে একটি খাম পেয়েছেন, যার ভেতরে একটি চিরকুট রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি স্প্রিংফিল্ড আর্মোরি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সেবাস্তিয়ানের সৎবাবা রিক ফ্লেয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, সেবাস্তিয়ানের মৃত্যুতে মুষড়ে পড়েছেন তিনি। মা ওয়েন্ডি বার্লো জানিয়েছেন, ছেলের মৃত্যুর খবরে তিনি বিধ্বস্ত হয়েছেন।

হাসান