বাংলাদেশের সিনেমার অন্যতম তারকা দম্পতি নাঈম ও শাবনাজ। এই তারকা জুটি অভিনীত সুপারহিট সিনেমা ‘চাঁদনী’ মুক্তি পেয়েছিল ৩৩ বছর আগে।
১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পেয়েছিল এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবিটি। নাঈম-শাবনাজ জুটির প্রথম সিনেমা এটি। সিনেমাটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেললে জুটি হিসেবেও প্রতিষ্ঠা পান নাঈম-শাবনাজ। মুক্তির ৩৩ বছর পরেও এই সিনেমা নিয়ে আলোচনা কমেনি একটুও। যদিও এই দম্পতি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তবুও সিনেমার পর্দায় তাদের দেখার জন্য দর্শকরা এখনো আগ্রহ প্রকাশ করেন। কিন্তু নাঈম ও শাবনাজ জানান, আপাতত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাদের। দুজনই সংসার জীবনে ভালো আছেন। তাদের দুই সন্তান নামিরা ও মাহাদিয়ার জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
আজ ৫ অক্টোবর নাঈম-শাবনাজ তাদের বিবাহিত জীবনের ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পা রাখলেন। ১৯৯৪ সালেরই ৫ অক্টোবর শাবনাজকে বিয়ে করেন নাঈম। এই প্রসঙ্গে নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে, তিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমাদের দুই মেয়ে নামিরা ও মাহাদিয়াকে আল্লাহ ভালো রেখেছেন। সবার কাছে আমরা দোয়া প্রার্থী, আল্লাহ যেন বাকি জীবন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন।’
বিবাহিত জীবন এবং চলচ্চিত্র জীবন প্রসঙ্গে শাবনাজ বলেন, ‘আল্লাহর অশেষ রহমত যে নাঈমের মতো পরিপূর্ণ একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমার সুখে দুঃখে যেমন নাঈম সবসময় পাশে থেকেছে, আমিও তার সুখে দুঃখে পাশে থেকেছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি। সবার কাছে দোয়া চাই, আর পরম শ্রদ্ধা রইল আমাদের প্রথম সিনেমার পরিচালক শ্রদ্ধেয় এহতেশাম স্যারসহ সব সিনেমার পরিচালকদের প্রতি।’
/আবরার জাহিন