রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
ঠিক দুই দিন পর ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ভারতের ২০২৪ সালের সর্বাধিক প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’। সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই সুপারস্টার আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটি নিয়ে ভক্তদের প্রত্যাশাও আকাশচুম্বী। কিন্তু মুক্তির চার দিন আগেই প্রকাশিত ছবিটির ‘পিলিংস’ শিরোনামের একটি গান নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
মূলত গানটি সবার কাছেই বেশ প্রশংসা কুড়িয়েছে। এমনকি আশা করা হচ্ছে, এটি টপ চার্টেও স্থান করে নেবে। কিন্তু প্রশ্ন উঠেছে গানের কোরিওগ্রাফি নিয়ে। ‘পিলিংস’ গানে কোরিওগ্রাফার ছিলেন শেখর ভুল্লি ভিজে। যেখানে আল্লু অর্জুন ও রাশমিকার কোনো রসায়নই ফুটিয়ে তোলা হয়নি। উল্টো তাদের উদ্যম নাচই পুরো গানে দেখানো হয়েছে। আর এ নিয়েই দর্শকদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।
গানের নাচ নিয়ে অনেকেই কড়া ভাষায় সমালোচনা করেছেন। এর মধ্যে একজন লিখেছেন, ‘কীভাবে? কেউ এমন কাজ করাতে পারে? এটি দেখা আমার জন্য চরম অস্বস্তিকর ছিল।’ দ্বিতীয় একজনের মন্তব্য, ‘ভাই, এটা দেখাও তো বিব্রতকর।’
অন্য একজনের মন্তব্য তো বাকি সব সমালোচনাকে ছাপিয়ে গেছে। তিনি লেখেন, ‘আজকাল কোরিওগ্রাফি যেন নীল দুনিয়ার ভিডিওর মতো হয়ে গেছে। একজন অভিনেত্রী এমন কাজে কীভাবে রাজি হন বুঝি না।’ আরেক দর্শক তো তার পুরো বিরক্তি প্রকাশ করেছেন আল্লু অর্জুনের ওপর, ‘আল্লু এত ভালো একজন ড্যান্সার হওয়ার পরও কেন এমন ছাপড়ির মতো কাজ করলেন!’
এই সিনেমার প্রথম গান ‘কিসিক’ খুব বেশি সাড়া ফেলতে পারেনি। তবে মুক্তির চার দিন আগে ‘পিলিংস’ গান প্রকাশ করে আবারও আলোচনায় উঠে এল আল্লু অর্জুন-রাশমিকা মান্দানার বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
হাসান