বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল (২ নভেম্বর) ৫৯তম জন্মদিন ছিল তার। কিং খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতিবছরের মতো এবারও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এ তারকা। তবে এবার জন্মদিনে ভক্তদের সামনে আসতে মধ্যরাত পর্যন্ত সময় নিয়েছেন শাহরুখ। অনেক ভক্ত আবার প্রিয় তারকা আসবেন নাকি আসবেন না, এই দ্বিধায় মান্নতের সামনে থেকে ফিরে গেছেন। কিন্তু অসংখ্য ক্ষ্যাপাটে ও পাগল ভক্তের ভালোবাসায় অবশেষে সামনে হাজির হয়ে মধ্যরাতেই জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রভাবশালী এই তারকা। এসেই ভক্তদের উড়ো চুম্বনে আলিঙ্গন করেছেন শাহরুখ খান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতেই ভক্তদের আবদার মেটাতে মান্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি-শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। ছাদে দাঁড়িয়ে কখনো হাত নাড়ছেন, কখনোবা ভক্তদের জনসমুদ্রে ভাসিয়ে দিচ্ছেন উড়ন্ত চুমু। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার ভক্ত কিং খানকে জানালেন জন্মদিনের অভিবাদন। সেই দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
শাহরুখের জন্মদিনে একদিকে ছিল দিওয়ালির পার্টি, অন্যদিকে স্ত্রী গৌরী খানের আড়ম্বরপূর্ণ আয়োজন। এ ছাড়া প্রতিবারের মতো এবারও বন্ধু রানী মুখার্জির বাড়িতে কেক কাটতে হয়েছে তাকে।
প্রসঙ্গত, আশির দশকের শেষ দিকে টেলিভিশন সিরিয়াল ‘ফৌজি’ ও ‘সার্কাস’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন শাহরুখ খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর দীর্ঘ ৩২ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন কিং অব রোমান্সখ্যাত এ তারকা। সর্বশেষ তাকে দেখা গেছে ‘টাইগার ৩’ চলচ্চিত্রে একটি ক্যামিও দৃশ্যে। সামনে মেয়ে সোহানার সঙ্গে ‘কিং’ নামের একটি চলচ্চিত্র নিয়ে আবারও ফিরবেন শাহরুখ।
হাসান