ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

মধ্যরাতে শাহরুখের উড়ন্ত চুমো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
মধ্যরাতে শাহরুখের উড়ন্ত চুমো
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল (২ নভেম্বর) ৫৯তম জন্মদিন ছিল তার। কিং খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতিবছরের মতো এবারও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এ তারকা। তবে এবার জন্মদিনে ভক্তদের সামনে আসতে মধ্যরাত পর্যন্ত সময় নিয়েছেন শাহরুখ। অনেক ভক্ত আবার প্রিয় তারকা আসবেন নাকি আসবেন না, এই দ্বিধায় মান্নতের সামনে থেকে ফিরে গেছেন। কিন্তু অসংখ্য ক্ষ্যাপাটে ও পাগল ভক্তের ভালোবাসায় অবশেষে সামনে হাজির হয়ে মধ্যরাতেই জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রভাবশালী এই তারকা। এসেই ভক্তদের উড়ো চুম্বনে আলিঙ্গন করেছেন শাহরুখ খান। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতেই ভক্তদের আবদার মেটাতে মান্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি-শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। ছাদে দাঁড়িয়ে কখনো হাত নাড়ছেন, কখনোবা ভক্তদের জনসমুদ্রে ভাসিয়ে দিচ্ছেন উড়ন্ত চুমু। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার ভক্ত কিং খানকে জানালেন জন্মদিনের অভিবাদন। সেই দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

শাহরুখের জন্মদিনে একদিকে ছিল দিওয়ালির পার্টি, অন্যদিকে স্ত্রী গৌরী খানের আড়ম্বরপূর্ণ আয়োজন। এ ছাড়া প্রতিবারের মতো এবারও বন্ধু রানী মুখার্জির বাড়িতে কেক কাটতে হয়েছে তাকে। 

প্রসঙ্গত, আশির দশকের শেষ দিকে টেলিভিশন সিরিয়াল ‘ফৌজি’ ও ‘সার্কাস’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন শাহরুখ খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর দীর্ঘ ৩২ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন কিং অব রোমান্সখ্যাত এ তারকা। সর্বশেষ তাকে দেখা গেছে ‘টাইগার ৩’ চলচ্চিত্রে একটি ক্যামিও দৃশ্যে। সামনে মেয়ে সোহানার সঙ্গে ‘কিং’ নামের একটি চলচ্চিত্র নিয়ে আবারও ফিরবেন শাহরুখ।

হাসান

দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি অপূর্ব-ফারিণ ও পাভেল

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পিএম
দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি  অপূর্ব-ফারিণ ও পাভেল
জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ এবং সাইদুর রহমান পাভেল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জিন্দা পার্কে আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং করছিলেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং সাইদুর রহমান পাভেল। শুটিং চলাকালীন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই তিন তারকা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি নিজেই। গতকাল ১৩ ডিসেম্বর দুপুরে শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের হাউ সুইটের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’

তিনি আরও লিখেছেন, ‘সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে এলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা স্বাভাবিকভাবে কাজে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

জানা গেছে, গত ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। রোমান্টিক-কমেডি জনরার এ সিনেমাটির মধ্য দিয়ে পাঁচ বছর পর একসঙ্গে কাজ করছেন অপূর্ব ও অমি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।

কাজটি প্রসঙ্গে পরিচালক আগেই বলেছিলেন, ‘চমচম খেলে যেমন মিষ্টি অনুভব হয়, এই গল্পটি দেখার সময় দর্শকদের সেই অনুভূতি হবে। আর এ ধরনের কাজে অপূর্ব ভাই ছাড়া কারও নাম মাথায় আসেনি। তাছাড়া ফারিণের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সে রোমান্টিক, সিরিয়াস দুই চরিত্রেই ভালো করে। আশা করছি দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে।’

হাসান

মুক্তি পেল তিন সিনেমা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম
মুক্তি পেল তিন সিনেমা
ছবি: সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন তিন সিনেমা। যদিও প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। তবে চলতি বছরের জানুয়ারিতে সেই নিয়ম ভেঙে একসঙ্গে মুক্তি পেয়েছিল তিনটি সিনেমা। বছরের শেষ মাসে আবারও একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি দেওয়া হলো।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্র্যাসি প্রাইভেট লিমিটেড’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ ও শবনম পারভীনের ‘হুরমতি’ সিনেমাগুলো।

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। এর গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের অনেক কিছুই উন্মোচন করা হয়েছিল। ১৭ বছর পর ফারুকী ফিরছেন ৪২০-এর ডাবল আপ ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্র্যাসি প্রাইভেট লিমিটেড’ নিয়ে।

এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন প্রমুখ। সিনেমাটি ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ ছাড়া সায়েন্স ফিকশন ও হরর ঘরানার সিনেমা ‘ডেঞ্জার জোন’ ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। বেলাল সানি পরিচালিত এতে জুটি বেঁধেছেন বাপ্পি চৌধুরী ও জলি রহমান। আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত প্রমুখ।

হাসান

রাহাত ফতেহ আলীর কনসার্ট স্টেডিয়ামের ভাড়া নেবে না সেনাবাহিনী

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পিএম
স্টেডিয়ামের ভাড়া নেবে না সেনাবাহিনী
রাহাত ফতেহ আলী খান। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে। ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এর আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

এই কনসার্টে গাইতে আসছেন পাকিস্তানের খ্যাতিমান সংগীততারকা রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন এই শিল্পী। 

এবার শোনা গেল, এই আয়োজনে ভেন্যু অর্থাৎ আর্মি স্টেডিয়ামের ভাড়া নিচ্ছেন না সেনাবাহিনী। যেহেতু কনসার্টটির উদ্দেশ্য আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তার মহৎ কিছু, সেক্ষেত্রে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ হয়েছে বলে জানিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা যেত, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারবে বলে আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তারা এও বলেছে, এক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
এদিকে গত সোমবার রাত থেকে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’-এর টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রি চলবে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। মোট তিনটি ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। কনসার্টের টিকিট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হচ্ছে। 

রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিটের মূল্য ১০ হাজার, ৪ হাজার ৫০০ এবং ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কনসার্টে আরও গাইবেন দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরে র‌্যাপসংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

হাসান

গ্রেপ্তারের পর জামিন পেলেন আল্লু আর্জুন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম
গ্রেপ্তারের পর জামিন পেলেন আল্লু আর্জুন
আল্লু আর্জুন। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে কয়েক দিন আগে হায়দরাবাদে এক নারী অনুরাগীর মৃত্যু হওয়ায় তার নামে থানায় অভিযোগ করা হয়েছিল। এ মামলায় চিক্কাদপল্লি পুলিশের একটি দল জুবলি হিলের বাসা থেকে গতকাল গ্রেপ্তার করেন এই অভিনেতাকে। 

সর্বশেষ জানা গেছে, গ্রেপ্তারের পর চিক্কাদপল্লি থানা থেকে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর নামপালি আদালত অভিনেতা আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।

জানা গেছে, ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। সেই মর্মান্তিক খবরে শোকাহত হয়েছিলেন আল্লু নিজেও। মৃত ওই নারী ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি অর্থ সাহায্যও দিয়েছিলেন সুপারস্টার এই অভিনেতা। পাশাপাশি মৃত নারীর ৯ বছরের সন্তানও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার ভার নিয়েছেন দক্ষিণী এই সুপারস্টার। এর পরও এ ঘটনায় গ্রেপ্তার করা হলো আল্লু অর্জুনকে। 

হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

মৃত ওই নারী ভক্তের স্বামীর অভিযোগের ভিত্তিতে এফআইআর করে পুলিশ। এফআইআরের কপি অনুযায়ী, অভিযোগকারীর নাম ভাস্কর মাগুদামপল্লি। অভিযোগপত্রে ভাস্কর জানিয়েছেন, তিনি তার স্ত্রী, ৯ বছরের ছেলে এবং ৮ বছরের কন্যাকে নিয়ে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে গিয়েছিলেন। রাত ৯টা ১০ মিনিটে তারা টিকিট কেটে ছবি দেখতে হলে ঢুকেছিলেন। প্রেক্ষাগৃহে ছিল অতিরিক্ত ভিড়। রাত ৯টা ৪০ মিনিটে আল্লু প্রেক্ষাগৃহে আসেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন কর্তৃপক্ষ। অভিনেতার নিরাপত্তারক্ষীরা ভিড় সরানোর চেষ্টা করেন। এই সময় ধাক্কাধাক্কি হয়। রেবতী এবং তার পুত্র সাই তেজ প্রেক্ষাগৃহের নিচের ব্যালকনিতে ছিলেন। তারা শ্বাস নিতে পারছিলেন না। দমবন্ধ হয়ে আসছিল মা এবং পুত্রের। দুজনই ভিড়ের মধ্যে পড়ে যান। ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রেবতীর মৃত্যু হয়। শিশুটিকে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় কেআইএমএস হাসপাতালে। অভিযোগ, আগে থেকে পর্যাপ্ত পরিকল্পনা এবং ব্যবস্থা ছাড়াই অভিনেতা হলে চলে এসেছিলেন। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও ভিড় নিয়ন্ত্রণের বন্দোবস্ত করেননি। এর ভিত্তিতে পুলিশকে পদক্ষেপের অনুরোধ করেন মৃতের স্বামী।

অভিযোগের ভিত্তিতে আল্লু অর্জুন এবং নিরাপত্তারক্ষীসহ তার টিম ও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করে হায়দরাবাদ পুলিশ। ভারতীয় আইন ১০৫, ১১৮ (১), ৩ (৫) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির আগেই নতুন নতুন রেকর্ড গড়েছে। মুক্তির পর তো ভারতীয় সিনেমার সব রেকর্ড যেন তছনছ করে দিয়েছে ছবিটি। এতে সুকুমার পরিচালিত এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন ভারতের জাতীয় ক্রাশখ্যাত নায়িকা রাশমিকা মান্দানা। সিনেমার আইটেম গানে রীতিমতো ঝড় তুলেছেন দক্ষিণী সিনেমার আরেক নায়িকা শ্রীলীলা।

হাসান

আল্লু অর্জুন গ্রেপ্তার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পিএম
আল্লু অর্জুন গ্রেপ্তার
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদতলিত হয়ে নারীর মৃত্যুতে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) গ্রেপ্তার হন এই বিখ্যাত অভিনেতা। ছিক্কাডপালি পুলিশের একটি দল জুবলি হিলের বাসা থেকে গ্রেপ্তার করে তাকে।

৪ ডিসেম্বর অর্জুন অভিনীত ব্যয়বহুল সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’-এর শুভমুক্তি অনুষ্ঠানে পদতলিত হয়ে প্রাণ হারান ৩৯ বছর বয়সী রেবতি। এই দুর্ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যেই তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

৪ ডিসেম্বর ভক্তদের চমকে দিতে কোনো ঘোষণা না দিয়েই থিয়েটারে উপস্থিত হলে অর্জুনের দিকে ছুটে আসেন তারা।
তবে ভিড়ে নিঃশ্বাস আটকে ও আঘাত পেয়ে রেবতি প্রাণ হারান। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। 

রেবতির ছেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভুক্তভোগীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন অর্জুন।

তিনি  বলেন, ‘ভক্তদের ভালোবাসা সব তারকাই চায়। তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা আরও জরুরি।’

দুর্ঘটনার পর আল্লু অর্জুন, তার নিরাপত্তাকর্মী ও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে স্থানীয় প্রশাসন। 

তাদের অভিযোগ এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে না চাইলে অর্জুনের নিরাপত্তাদল আগে থেকেই তার উপস্থিতির বিষয়ে জানিয়ে রাখতে পারতো।

পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় থিয়েটারের কর্মচারীদেরও আটক করেছে পুলিশ।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পুষ্পা ২ সিনেমার প্রযোজনা সংস্থা মাইথ্রি মুভি মেকার্স।

এই ঘটনার পর ভারতের বড় অনুষ্ঠানগুলোতে ভিড় সামলানোর ক্ষেত্রে আয়োজকদের অবহেলা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সূত্র: দ্য গালফ নিউজ

নাইমুর/অমিয়/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });