ঢাকা ২ ফাল্গুন ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

সাইফের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেল

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৮ এএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৮ এএম
সাইফের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেল
সাইফ আলী খান। ছবি: সংগৃহীত

পতৌদির দশম নবাব ও বলিউড তারকা সাইফ আলী খান। গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ে নিজ বাসায় এক অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সফলভাবে এই অভিনেতার দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত।

ঘটনাটি নিয়ে বান্দ্রা পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। তদন্ত পরিচালনা করার সময়ে পুলিশ এই অভিনেতার ভক্ত ও গণমাধ্যমকে ধৈর্য ধারণের অনুরোধ করেছে। এ ছাড়া পরবর্তী সময়ে আরও তথ্য পেলে সেগুলো গণমাধ্যমকে জানাবে বলে আশ্বস্ত করেছে।

এই অভিনেতার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাইফ আলী খান টিম বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘সফল অস্ত্রোপচার শেষে সাইফ এখন বিপদমুক্ত। তিনি এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের সবাই নিরাপদে আছেন এবং পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা লীলাবতী হাসপাতালের ডা. নীরজ উত্তমণি, ডা. নিতিন ডাঙ্গে, ডা. লীনা জৈন এবং তাদের দলকে ধন্যবাদ জানাতে চাই। সাইফ আলী খানকে নিজেদের প্রার্থনায় রাখার জন্য তার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ।’

সাইফের চিকিৎসার দায়িত্বে থাকা ডা. উত্তমণি পিটিআইকে বলেন, ‘সাইফের ওপর আক্রমণের পর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে, যার মধ্যে দুটি ক্ষত অনেক গভীর ছিল। এর মধ্যে একটি তার মেরুদণ্ডের কাছাকাছি চলে গিয়েছিল।’

জানা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি বাড়িতে ঢোকার পর গৃহকর্মীরা চিৎকার শুরু করেন। এতে ঘুম ভেঙে যায় সাইফের। ওই সময় সেই ব্যক্তি এক গৃহকর্মীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এরপর সাইফ সেখানে গেলে তাকে দেখে ওই ব্যক্তি অভিনেতার ছোট ছেলের ঘরে ঢুকে পড়ে। বাধা দিতে গেলে সাইফের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং অভিনেতাকে ছুরিকাঘাত করে। হামলার পরপরই সাইফের বড় ছেলে ইব্রাহিম আলী খান ও বাড়ির কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ হামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে মধ্যরাতের পর কাউকে প্রবেশ করতে দেখা যায়নি অভিনেতার বাড়িতে। পুলিশের সন্দেহ, হামলাকারী আগেই সাইফের বাড়িতে প্রবেশ করেছিল এবং ভেতরে লুকিয়ে ছিল।

এদিকে সাইফ আলী খানের ওপর হামলাকারীর ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে এক যুবক বাড়ি থেকে পালাচ্ছিল, সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে। ওই যুবককে খুঁজছে পুলিশ।

জানা গেছে, পরিচারিকা লিমাকে সন্দেহের আওতায় বাইরে রাখছে না তদন্তকারী দল। সুস্থ হতেই পরিচারিকার বক্তব্য রেকর্ডও করা হবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে সাইফের বাড়ির তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তাণ্ডব করতে আবারো একসঙ্গে শাকিব খান-রায়হান রাফী

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
তাণ্ডব করতে আবারো একসঙ্গে শাকিব খান-রায়হান রাফী
ছবি: সংগৃহীত

তুফানের সফলতার পর আবারও শাকিব খানকে নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। নতুন সিনেমার নাম হবে 'তাণ্ডব'।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে শাকিব খান ও প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে একটি ছবি আপলোড করে এ তথ্য জানান রায়হান রাফী। এ সময়  শাকিব খান সিনেমাটির চুক্তিপত্র স্বাক্ষর করেন। 

সিনেমাটি যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশের আলফা আই এন্টারটেনমেন্ট লি.।

জানা গেছে, এ বছরের মার্চের শুরুতে তাণ্ডব টিমের শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।

গুঞ্জন উঠেছে তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে প্রায় এক যুগ পর সিনেমায় জুটি বাঁধতে চলেছেন শাকিব ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

মেহেদী/

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ
বাউল সম্রাট শাহ আব্দুল করিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশি কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালনী নদী তীরের ধল-আশ্রম গ্রামে তিনি ইব্রাহিম আলী ও নাইওরজান দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।

কর্মজীবনে তিনি আমি কূলহারা কলঙ্কিনী, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া, কেন পিরিতি বাড়াইলারে বন্ধুসহ পাঁচশোর উপরে সংগীত রচনার পাশাপাশি ১৬শ’র বেশি গানে সুর দিয়েছেন। এ ছাড়া বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজীতে অনূদিত হয়েছে।

বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০১ সালে তাকে একুশে পদক পুরস্কারে ভূষিত করেন।

তিনি বাউলগানের দীক্ষা লাভ করেছেন সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশের কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, দেহতত্ত্ব, গণসংগীতসহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।

১৯৫৭ সাল থেকে তিনি স্ত্রী আফতাব-উন-নেসাকে নিয়ে (যাকে তিনি সরলা নামে ডাকতেন) তার নিজগ্রামের পাশে  উজানধল গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে বাউল সম্রাট শাহ আব্দুল করিম মারা যান।

মেহেদী/

বাবা হচ্ছেন পরমব্রত

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
বাবা হচ্ছেন পরমব্রত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় বাঙালী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বাবা হতে চলেছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানিয়েছেন।

পরমব্রতের স্ত্রী জানান, তিনি এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। জুন মাসেই তাদের প্রথম সন্তান কোলে আসতে পারে।

এমন খবরে উচ্ছ্বসিত পরমব্রতের ভক্ত-অনুরাগীরাসহ সহকর্মী ও বন্ধুবান্ধবরা। 


মেহেদী/

শফিক রেহমানের হাত ধরে ‘ভালোবাসা পদক’ প্রবর্তন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম
শফিক রেহমানের হাত ধরে ‘ভালোবাসা পদক’ প্রবর্তন
অনুষ্ঠানে শিফক রেহমানসহ আয়োজকরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ভালোবাসা দিবস উদযাপনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে যায়যায়দিন ও ইষ্টিশন কমিউনিকেশন্সের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেল অনুষ্ঠিত হলো একটি বিশেষ সংবাদ সম্মেলন। 

ভালোবাসা দিবসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার শেরাটন হোটেলের আলফ্রেস্কোতে অনুষ্ঠিত হবে ভালোবাসা পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান।

এতে প্রতিবছর দেশ-মানব-প্রাণ ও প্রকৃতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ভালোবাসা পদক’ প্রদান করা হবে। পাশাপাশি থাকবে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা। স্টার ক্যাটাগরিতে সমাজে উদাহরণ সৃষ্টিকারী তারকাদেরও এ পদকে ভূষিত করা হবে।  অনুষ্ঠানে জানানো হয় এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি উদ্যোগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যায়যায়দিন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রচলক শফিক রেহমান ও তাঁর সহধর্মিণী ও ডেমোক্রেসি ওয়াচ এর নির্বাহি পরিচালক তালেয়া রেহমান,  ইষ্টিশন কমিউনিকেশন’স এর সিইও ও ভালোবাসা দিবস উদযাপন পর্ষদ এর আহ্ববায়ক রুদ্র হক, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা মাহমুদ দিদার, শেরাটন হোটেলের সিইও মো: শাখাওয়াত হোসেন, ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরিফুর রহমান নাইম ও যায়যায়দিন এর যুগ্ম সম্পাদক সজীব ওনাসিস। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন উপস্থাপক শ্রাবন্য তৌহিদা। 

ভালোবাসা পদক প্রবর্তন প্রসঙ্গে এ আয়োজনের উদ্যোক্তা ও পরিকল্পক রুদ্র হক বলেন, ‘বাংলাদেশে ভালোবাসা দিবস একটি সার্বজনীন উৎসবে রূপ পেয়েছে। ভালোবাসা শুধু নর-নারীর সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ কোন বিষয় নয়, এটি বাবা মা ভাই বোনসহ প্রতিটি সম্পর্ক এমনকি মানব প্রাণ প্রকৃতির সর্বত্র বিরাজমান। ভালোবাসার এই বহুমাত্রিকতাই ভালোবাসা পদক ধারণ করতে চায়।’

অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক ও ভালোবাসা দিবসের প্রচলক শফিক রেহমান বাংলাদেশে ভালোবাসা দিবস প্রচলনের ইতিহাস তুলে ধরেন। স্মৃতিচারণে উঠে আসে ১৯৯৩ সালে যায়যায়দিন এর ঐতিহাসিক ‘ভালোবাসা সংখ্যা’র কথা। 

তিনি বলেন, ‘ভালোবাসা দিবস যে এত ব্যাপকতা পাবে তা ভেবে আমি কিছু করিনি। আপন মনের খেয়ালে কাজ করে গেছি। এখন তা যে সারাদেশে সার্বজনীনভাবে পালিত হয় তা দেখে আমি অসম্ভব আপ্লুত। ভালোবাসা পদক প্রবর্তন এর এই উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি উদ্যোগটি সফল ও অর্থবহ কিছু হতে যাচ্ছে।’

ইষ্টিশন কমিউনিকেশনস এর চেয়ারম্যান মাহমুদ দিদার বলেন, ‘ভালোবাসা দিবস এমন একটি সার্বজনীনরূপ পেয়েছে যা কখনোই মুছে ফেলা সম্ভব নয়। জনমানুষের অন্তর্গত ভালোবাসার আকাঙ্খায় এটি মিশে আছে। আমরা সমুজ্জ্বল ভালোবাসার এই অনুভূতির বহুমাত্রিকতাকে ছড়িয়ে দিতে প্রতিবছর ধারাবাহিকভাবে শফিক রেহমান ও যায়যায়দিন এর সাথে একাত্ম হয়ে নানা সৃজনশীল উদ্যোগ গ্রহন করবো। যার প্রথম পদক্ষেপ ভালোবাসা পদক ঘোষণা।’ 

অনুষ্ঠানে বক্তারা ভালোবাসা পদক প্রবর্তন এর উদ্যোগটিকে তাৎপর্যপূর্ণ উদ্যোগ বলে অভিহিত করেন। 

শফিক রেহমান এর স্ত্রী তালেয়া রেহমান উদ্যোগটিকে স্বাগত জানিয়ে তাদের কয়েক দশকের ভালোবাসার স্মৃতিচারণ করেন। সংবাদ সম্মেলনে সকলকে গোলাপ ফুল উপহার দেন শফিক রেহমান। কেক কেটে ভালোবাসা দিবস উদযাপনের ৩৩ বছর পূর্তি উদযাপন করা হয়। 

অনুষ্ঠানটির ক্ষেত্রে সহযোগিতায় ছিল আশিয়ান সিটি ও হসপিটালিটি পার্টনার শেরাটন ও প্রোটিন পার্টনার।

কিংবদন্তি সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম
কিংবদন্তি সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই
সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়

এই বাংলার মায়াভরা পথে আর হাঁটবেন না সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

কিংবদন্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত সোমবার রাতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতুল মুখোপাধ্যায়।

১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। বাবা প্রভাত চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। মা বাণী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে দেশভাগের পর পশ্চিমবঙ্গে চলে যান তিনি। থাকতে শুরু করেন চুঁচুড়ায়।

অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতেন তিনি। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতা দিয়ে শুরু। নিজেও গান লিখতেন। অথচ প্রথাগত কোনো সংগীতশিক্ষা তিনি নেননি। নিজের হৃদয় নিঃসৃত আবেগকেই সুর ও কথার মেলবন্ধনে বেঁধে ফেলতে শিখেছিলেন।

তার অনবদ্য ও চিরন্তন সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম হলো- ‘আমি বাংলার গান গাই’, ‘ডিঙ্গা ভাষা সাগরে’, ‘আলু বেচো ছোলা বেচো’।

প্রতুল বাংলা আধুনিক গান থেকে জাপানি গান, আবার হিন্দি ছবির গান থেকেও উপাদান সংগ্রহ করে সৃষ্টি করেছেন একের পর এক গান।

তার প্রথম অ্যালবাম ‘পাথরে পাথরে নাচে আগুন’ বের হয় ১৯৮৮ সালে। তবে সেটি যৌথভাবে। প্রতুলের প্রথম একক অ্যালবাম ‘যেতে হবে’ বের হয় ১৯৯৪ সালে। আর শেষ অ্যালবাম ‘ভোর’ ২০২২ সালে।

এ ছাড়া তার অন্য অ্যালবামগুলো হলো- ‘চক্র চাঁদ জোওয়ান চাঁদ বর্ণনা সহ’, ‘লাল কমলা হলদে সবুজ’, ‘দারুণ গভীর থেকে’, ‘বর্ণনার সাথে গিয়েছিলাম লোহার ঘৃণা’, ‘কি আমদের জাত’, ‘ভালোবাসার মানুষ’, ‘কাঁচের বাসনের ঘ্যান ঘ্যান শব্দে’, ‘মা সেলাই করে’, ‘সেয়ে ছোটো দুতি পা’, ‘আমার ধান কাটার গান গাই’, ‘নাকোসি স্কেলে আফ্রিকা’, ‘তুমি ছেঁড়া মাটির বুকে আছিস’, ‘কুট্টুস কোট্টাস’, ‘স্বপ্নের ফেরিওয়ালা’, ‘তোমাকে দেখছিলাম’, ‘স্বপনপুরে’ প্রভৃতি।

তাছাড়া ‘গোসাইবাগানের ভূত’ ছবিতে প্লেব্যাকও করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়।

অমিয়/