
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। এই নির্মাতার অফিশিয়াল ফেসবুক পেজে তার পরিবারের লোকজন এমন তথ্য নিশ্চিত করেছেন।
তবে নন্দিত এই নির্মাতার মৃত্যুর কারণ জানা যায়নি। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয় ওই ফেসবুক পোস্টে। কিন্তু লিঞ্চ গত বছরের আগস্টে নিজেই জানিয়েছিলেন, তিনি অনেক বছর ধরে ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের সঙ্গে লড়াই করছেন।
মার্কিন এ নির্মাতা মন্টানার মিসুলায় ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। লিঞ্চ ষাটের দশকে শর্ট ফিল্ম বানানোর আগে পেইন্টিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ইরেজারহেড’ মুক্তি পায় ১৯৭৭ সালে। তার নির্মিত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে ইরেজারহেড, ব্লু ভেলভেট, দ্য স্ট্রেইট স্টোরি, লস্ট হাইওয়ে, দ্য এলিফেন্ট ম্যান, ওয়াইল্ড অ্যাট হার্ট অন্যতম। ক্যারিয়ারজুড়ে সেরা পরিচালক হিসেবে তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি।
১৯৯০ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দর জিতেছিল তার ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ছবিটি। নির্মাণের পাশাপাশি তিনি কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন। এর মধ্যে ‘টুইন পিকস’ ছবিতে এফবিআই এজেন্ট চরিত্রটি অন্যতম। তার অন্যতম উল্লেখযোগ্য ছবির নাম ‘মুলহল্যান্ড ড্রাইভ’। এই নির্মাতা ও অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে।
হাসান