
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এই ম্যাগাজিন অনুষ্ঠান মানেই বিশেষ চমক। প্রতি পর্বেই থাকে নতুন কিছু। শুরু থেকে মানের দিক থেকেও বিন্দুমাত্র ছাড় দেননি নির্মাতা। নাচে, গানে ও নানামুখী আয়োজনে সাজানো হয়েছে এবারের ঈদ ইত্যাদি। যে ইত্যাদিতে থাকবে কয়েকটি বিশেষ চমক।
এবারের আয়োজনটিতে একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন রয়েছে। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন এই সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির, সামিরা খান মাহি, পারসা ইভানা ও সাদিয়া। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
নাচে অংশ নেওয়া জনপ্রিয় মডেল অভিনেত্রী সাফা কবির বলেন, ‘ইত্যাদি সবারই প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখে দেখে আমরা বড় হয়েছে। এখন এসে এই আবার পারফর্ম করার সুযোগ পেলাম, এটা ভাবতেই ভালো লাগছে। নাচের কোরিওগ্রাফি দারুণ হয়েছে। আমার বিশ্বাস ইত্যাদির এবারের আয়োজনটি দর্শকদের মুগ্ধ করবে। আমি ভীষণ আশাবাদী।’
পারসা ইভানা বলেন, ‘এটি আমার জন্য দারুণ একটি সুযোগ। ইত্যাদি সব ধরনের দর্শকদের প্রাণের অনুষ্ঠান। আমি পারফর্ম করতে পেরে আনন্দিত। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’
ইত্যাদির ঈদ অনুষ্ঠানের নাচটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে করা হয়েছে। সময়ের জনপ্রিয় তারকারা এতে অংশগ্রহণ করে থাকেন। নৃত্যশিল্পী না হলেও নৃত্যজ্ঞান আছে এমন জনপ্রিয় শিল্পীদেরও প্রশিক্ষণের মাধ্যমে নৃত্য করানো হয়।
ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত ইত্যাদির নাচগুলোকে তার চাইতে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক।
এ ধরনের নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। যে কারণে সবকিছু মিলিয়ে বলা যায়- এবারে ঈদের ইত্যাদির এই নাচটি হবে অসাধারণ। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।
এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
/শাকিল