ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

ফিরছেন ‘অ্যালেন স্বপন’

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম
ফিরছেন ‘অ্যালেন স্বপন’
ছবি: সংগৃহীত

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। এর একটি চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বেশ কিছু সংলাপ এবং অসাধারন অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে অ্যালেন স্বপন চরিত্রটি। পরে ২০২৩ সালে অ্যালেন স্বপনের কাহিনী নিয়ে তৈরি হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজ। সেটি সাড়া ফেলেছিল সব শ্রেণির দর্শকমহলে।

এর পর থেকে এই সিরিজের মূখ্য ভুমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান অ্যালেন স্বপন হিসেবে সবার কাছে খ্যাতি ও পরিচিতি লাভ করেন। 

এবার এরই ধারাবাহিকতায় মাইশেলফ 'অ্যালেন স্বপন' সিরিজের সিজন ২ নিয়ে আসছেন সিরিজটির পরিচালক শিহাব শাহীন। যাতে আরও ভয়ংকর রুপে ফিরছেন অ্যালেন স্বপন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পোস্টারের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে দ্বিতীয় সিজনের।

পোস্টারে দেখা যায় টাকার স্তুপের মধ্যে দাঁড়িয়ে আছেন অ্যালেন স্বপন একটু পর লেখা ভেসে আসে ৪০০ কোটি টাকা কোথায়?, কার কাছে লুকানো?

এটি দেখেই হইচই পড়ে গেছে অ্যালেন স্বপনের ভক্তসহ দর্শকমহলে। অপেক্ষা শুরু হয়েছে অ্যালেন স্বপনের নতুন অভিযানের সঙ্গী হওয়ার।

এর আগে নাসির উদ্দিন খান ও রাফিয়াথ রশিদ মিথিলা অভিনিত চট্টগ্রামের মাদক ব্যবসা ও মানি লন্ডারিং নিয়ে নির্মিত মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজটিতে কিছু রহস্য রেখে শেষ করা হয়েছিল। সিজন ২ তে হয়ত সেসব রহস্যের সমাধান করা হবে।

এ ছাড়া সিরিজটিতে যুক্ত হতে পারে নতুন কিছু অভিনয় শিল্পী।

আসন্ন ইদুল ফিতরে মুক্তি পাবে দর্শকদের অপেক্ষায় রাখা সিরিজটি।

মেহেদী/

শফিক তুহিনের নতুন গান ‘টুনটুনি’

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম
শফিক তুহিনের নতুন গান ‘টুনটুনি’
ছবি: সংগৃহীত

জনপ্রিয় গীতিকার সুরকার ও গায়ক শফিক তুহিন। এবার পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে এই সংগীতশিল্পীর দ্বৈত গান। গানটির শিরোনাম ‘টুনটুনি’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী রূপসা। 

সিলেটি ভাষায় রচিত গানটির সুর করেছেন শফিক তুহিন নিজেই। গানের কথা লিখেছেন বৈরাগী বকুল এবং সংগীতায়োজন করেছেন আলভী আল বেরুনী। 

মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে ঢাকার ডান্স কোম্পানির ব্যানারে। রুহুল আমিনের ভিডিও পরিচালনায় পারফর্ম করেছে পরিচালক নিজে ও পায়েল খান। কোরিওগ্রাফি করেছেন তানভীর। মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। 

গানটি সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘সিলেটি ভাষায় রচিত এই গানটির মাঝে আলাদা একটা মজা আছে। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছে ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস গানটি ধীরে ধীরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে। আমি গানটি নিয়ে ভীষণ আশাবাদী।’ 

/শাকিল  

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নায়ক জাভেদ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম
গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নায়ক জাভেদ
ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন এই অভিনেতা। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উত্তরার এক হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান দেশের এক সংবাদমাধ্যমকে গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

সনি বলেন, ‘‘অভিনেতা জাভেদ ভাই ক্যানসারসহ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন। আজ (১৬ এপ্রিল) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তিনি গত কয়েকমাস ধরেই বেশ শারীরিক জটিলতায় ভুগছিলেন। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে উনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি। যে কোনো প্রয়োজনে আমরা ওনার পাশে আছি।’’

ঢাকাই সিনেমার এই কিংবদন্তি চলচ্চিত্রে প্রথম কাজ শুরু করেন ১৯৬৪ সালে নৃত্য পরিচালক হিসেবে। একই বছর নায়ক হিসেবেও ঢাকাই সিনেমায় (তৎকালীন পূর্ব পাকিস্তান) অভিষেক করেন তিনি। ক্যারিয়ারে কমপেক্ষ শতাধিক সিনেমায় নৃত্য পরিচালক এবং অভিনেতা হিসেবে কাজ করেছেন ইলিয়াস জাভেদ। এই অভিনেতার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু কাজ হলো ‘নিশান’, ‘নয়ি জিন্দেগি’, ‘দোস্ত দুশমন’, ‘অন্ধ প্রেম’, এবং ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’।

১৯৪৬ সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করা এই চিত্রনায়ক আশির দশকে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা ডলিকে। ক্যারিয়ারের সোনালি সময়ে অঞ্জু ঘোষসহ সব নামকরা নায়িকাদের সঙ্গেই একচেটিয়া কাজ করেছেন এই অভিনেতা। 

/শাকিল  

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস
ছবি: সংগৃহীত

আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে এক ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস দেশসেরা রকস্টার মাহফুজ আনাম।আসছে ১৪ জুন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে মুনলাইট ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

কনসার্ট নিয়ে আয়োজক সাজ্জাদ বলেন, 'মূলত কোরবানি পরবর্তী এই কনসার্টটি হবে সারা দিনব্যাপী।' আরেক আয়োজক শারমিন হোসেইন বলেন, 'ইভেন্ট সেন্টারের কনসার্টে শিশুদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকবে।'

আয়োজকদের পক্ষ থেকে জানানো হচ্ছে, ডালাসে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য এটি হবে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক কনসার্ট।

৮টি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট মিলবে বলে জানা গেছে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত।শিক্ষার্থীদের জন্য থাকবে ২০ শতাংশ ছাড় এবং ১০+ গ্রুপের জন্য মিলবে ১৫ শতাংশ ছাড়!

শিক্ষার্থী এবং গ্রুপ বুকিং করার জন্য যোগাযোগ করা যাবে- এই ঠিকানায়। সরাসরি কল করা যাবে সাজ্জাদ- (318) 880-4439 এবং হাসিনা - (703) 609-4460 - নম্বরগুলোতে।

/রিয়াজ

এল ‘আতরবিবি লেন’ সিনেমার টিজার

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পিএম
এল ‘আতরবিবি লেন’ সিনেমার টিজার

‘আতরবিবি লেন’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলছে প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি। তার আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির অফিশিয়াল টিজার।

টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। নির্মাতা লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ‘আতরবিবি লেন’ সিনেমায় আতরবিবি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখকে।

ফারজানা সুমি বলেন, ‘সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। মনে আছে গেল বছরের রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবি লেন সিনেমাটির শুটিং হয়েছে।

সালমানকে হুমকি দেওয়া যুবক আটক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম
সালমানকে হুমকি দেওয়া যুবক আটক
ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি পেয়ে থাকেন তিনি। বলতে গেলে হুমকি যেনে তার কাছে ‘ডাল-ভাত’ হয়ে গেছে। প্রতিটা দিনই কাটে তার এখন জীবনহানির শঙ্কায়। সম্প্রতি বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছেন এই বলিউড সুপারস্টার। তার আবাসনেও নাকি হামলা চালাবেন। গত সোমবার হোয়াটসঅ্যাপে এক বার্তা পায় মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তর।

এর পর থেকে খোঁজ শুরু করে পুলিশ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই হুমকিদাতাকে আটক করে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের বডোদরা থেকে ২৬ বছর বয়সী এক যুবক হুমকি দিয়ে সালমান খানকে বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।
যুবকের নাম ময়াঙ্ক পাণ্ড্য। আটকের পর বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
এর আগে গত শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনরা!

জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়করাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তা হলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হওয়ার পথে? এ নিয়েই চলছে গুঞ্জন।