
২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। এর একটি চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বেশ কিছু সংলাপ এবং অসাধারন অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে অ্যালেন স্বপন চরিত্রটি। পরে ২০২৩ সালে অ্যালেন স্বপনের কাহিনী নিয়ে তৈরি হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজ। সেটি সাড়া ফেলেছিল সব শ্রেণির দর্শকমহলে।
এর পর থেকে এই সিরিজের মূখ্য ভুমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান অ্যালেন স্বপন হিসেবে সবার কাছে খ্যাতি ও পরিচিতি লাভ করেন।
এবার এরই ধারাবাহিকতায় মাইশেলফ 'অ্যালেন স্বপন' সিরিজের সিজন ২ নিয়ে আসছেন সিরিজটির পরিচালক শিহাব শাহীন। যাতে আরও ভয়ংকর রুপে ফিরছেন অ্যালেন স্বপন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পোস্টারের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে দ্বিতীয় সিজনের।
পোস্টারে দেখা যায় টাকার স্তুপের মধ্যে দাঁড়িয়ে আছেন অ্যালেন স্বপন একটু পর লেখা ভেসে আসে ৪০০ কোটি টাকা কোথায়?, কার কাছে লুকানো?
এটি দেখেই হইচই পড়ে গেছে অ্যালেন স্বপনের ভক্তসহ দর্শকমহলে। অপেক্ষা শুরু হয়েছে অ্যালেন স্বপনের নতুন অভিযানের সঙ্গী হওয়ার।
এর আগে নাসির উদ্দিন খান ও রাফিয়াথ রশিদ মিথিলা অভিনিত চট্টগ্রামের মাদক ব্যবসা ও মানি লন্ডারিং নিয়ে নির্মিত মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজটিতে কিছু রহস্য রেখে শেষ করা হয়েছিল। সিজন ২ তে হয়ত সেসব রহস্যের সমাধান করা হবে।
এ ছাড়া সিরিজটিতে যুক্ত হতে পারে নতুন কিছু অভিনয় শিল্পী।
আসন্ন ইদুল ফিতরে মুক্তি পাবে দর্শকদের অপেক্ষায় রাখা সিরিজটি।
মেহেদী/