ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

‘স্পাইডার ম্যান ৪’-এ যোগ দিলেন স্যাডি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:৪৫ পিএম
‘স্পাইডার ম্যান ৪’-এ যোগ দিলেন স্যাডি
ছবি: সংগৃহীত

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তাদের পরিবারে এবার নতুন আরও একজন সদস্যকে যুক্ত করল। জনপ্রিয় মার্কিন অভিনেত্রী স্যাডি সিঙ্ককে সম্প্রতি তারা তাদের আসন্ন সিনেমা ‘স্পাইডার ম্যান ৪’-এ গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চূড়ান্ত করেছে। আর ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আরেক মার্কিন তারকা টম হল্যান্ড। এটির পরিচালনায় থাকছেন ‘শ্যাং চি’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। 

তবে চতুর্থ কিস্তিতে স্যাডিকে মূলত কোন ভূমিকায় দেখা যাবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি। ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, এই সিনেমায় তার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ হবে। আরেকটি সূত্র থেকে জানা গেছে, স্যাডিকে এক্স-মেন মিউট্যান্ট জিন গ্রে চরিত্রে পর্দায় দেখা যেতে পারে।

এর আগে জিন ফ্যামকে জ্যানসেন এবং সোফি টার্নারের মতো তারকারা ‘জিন গ্রে’ চরিত্রে অভিনয় করে এটির গুরুত্ব অন্য মাত্রায় নিয়ে গেছেন। ফলে চরিত্রটি নতুন করে কাকে ভালো মানাবে- সেটিই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

যদিও মার্ভেল থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিনত্রীকে কোন ভূমিকায় দেখা যাবে তা স্পষ্ট করা হয়নি, তবে ভক্তরা তাকে স্পাইডার ম্যান ফ্র্যাঞ্চাইজিতে দেখতে পেয়েই অনেক বেশি রোমাঞ্চিত। কেউ কেউ তো বলছেন, স্যাডি পর্দায় ম্যারি জেন চরিত্র ফুটিয়ে তুলতে একদম উপযুক্ত। 

ইতোমধ্যে এই অভিনেত্রী ম্যারি জেনের চরিত্রে অভিনয় করবেন নাকি গোয়েন স্ট্যাসির প্রেমিকা চরিত্রে, সেটা নিয়ে ইতোমধ্যে আলোচনাও শুরু হয়ে গেছে। 

/শাকিল  

 

পূজার প্রত্যাবর্তন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পিএম
পূজার প্রত্যাবর্তন
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং বলিউড ভক্তদের কাছে ভীষণ জনপ্রিয় এক নাম পূজা হেগড়ে। তবে যেই তেলেগু ইন্ডাস্ট্রি থেকে রুপালি পর্দায় উত্থান হয়েছিল এই তারকার, সেই তেলেগু সিনেমাতেই বেশ কিছুদিন ধরে অনুপস্থিত এ অভিনেত্রী। সম্প্রতি ‘আলা ভাইকুণ্ঠপুরামুলু’খ্যাত পূজা টলিউড সিনেমায় তার না থাকার কারণগুলো তুলে ধরে ভক্তদের আশ্বস্ত করেছেন যে, ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে রাখার কোনো পরিকল্পনা তার নেই। 

বর্তমানে অভিনেত্রী তার আসন্ন তামিল ছবি ‘রেট্রো’-এর প্রস্তুতিতে ব্যস্ত। ছবিটিতে দক্ষিণী সুপারস্টার সুরিয়ার বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। তিনি আনুষ্ঠানিকভাবে ছবিটির প্রচারও শুরু করেছেন। 

‘ওয়ানটুথ্রিতেলেগু’র একটি প্রতিবেদন অনুসারে তেলেগু ছবি থেকে বিরতির কথা ব্যাখ্যা করতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘কখনই টলিউড থেকে সরে আসার ইচ্ছা আমার নেই। বরং আমি আমার সৃজনশীল প্রত্যাশা পূরণে সঠিক চিত্রনাট্যের জন্যই আসলে অপেক্ষা করছি।’ 

যদিও তিনি সম্প্রতি বলিউড এবং কলিউডের ওপর মনোযোগ দিচ্ছেন। পূজা নিশ্চিত করেছেন, তিনি একটি নতুন তেলেগু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। পূজা আরও জানান, সময় হলে তিনি নিজেই বাকি খবর জানাবেন। 

উল্লেখ্য, পূজার শেষ মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি ছিল ‘আচার্য’ যেটা দুর্ভাগ্যবশত বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। পরে অন্যান্য ছবিতে তিনি মনোযোগ দেন যেখানে বেশ কয়েকটি বড় বড় কাজের অংশ ছিলেন এই তারকা। তা সত্ত্বেও তেলেগু ভক্তরা এখনো অধীর আগ্রহে তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন।

প্রসঙ্গত, কার্তিক সুব্বারাজ পরিচালিত আসন্ন ‘রেট্রো’ ছবিতে সুরিয়ার বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। রোমান্টিক অ্যাকশন ঘরানার এ ছবিটি চলতি বছরের ১ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা রয়েছে। 

/শাকিল  

শফিক তুহিনের নতুন গান ‘টুনটুনি’

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম
শফিক তুহিনের নতুন গান ‘টুনটুনি’
ছবি: সংগৃহীত

জনপ্রিয় গীতিকার সুরকার ও গায়ক শফিক তুহিন। এবার পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে এই সংগীতশিল্পীর দ্বৈত গান। গানটির শিরোনাম ‘টুনটুনি’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী রূপসা। 

সিলেটি ভাষায় রচিত গানটির সুর করেছেন শফিক তুহিন নিজেই। গানের কথা লিখেছেন বৈরাগী বকুল এবং সংগীতায়োজন করেছেন আলভী আল বেরুনী। 

মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে ঢাকার ডান্স কোম্পানির ব্যানারে। রুহুল আমিনের ভিডিও পরিচালনায় পারফর্ম করেছে পরিচালক নিজে ও পায়েল খান। কোরিওগ্রাফি করেছেন তানভীর। মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। 

গানটি সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘সিলেটি ভাষায় রচিত এই গানটির মাঝে আলাদা একটা মজা আছে। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছে ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস গানটি ধীরে ধীরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে। আমি গানটি নিয়ে ভীষণ আশাবাদী।’ 

/শাকিল  

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নায়ক জাভেদ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম
গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নায়ক জাভেদ
ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন এই অভিনেতা। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উত্তরার এক হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান দেশের এক সংবাদমাধ্যমকে গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

সনি বলেন, ‘‘অভিনেতা জাভেদ ভাই ক্যানসারসহ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন। আজ (১৬ এপ্রিল) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তিনি গত কয়েকমাস ধরেই বেশ শারীরিক জটিলতায় ভুগছিলেন। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে উনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি। যে কোনো প্রয়োজনে আমরা ওনার পাশে আছি।’’

ঢাকাই সিনেমার এই কিংবদন্তি চলচ্চিত্রে প্রথম কাজ শুরু করেন ১৯৬৪ সালে নৃত্য পরিচালক হিসেবে। একই বছর নায়ক হিসেবেও ঢাকাই সিনেমায় (তৎকালীন পূর্ব পাকিস্তান) অভিষেক করেন তিনি। ক্যারিয়ারে কমপেক্ষ শতাধিক সিনেমায় নৃত্য পরিচালক এবং অভিনেতা হিসেবে কাজ করেছেন ইলিয়াস জাভেদ। এই অভিনেতার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু কাজ হলো ‘নিশান’, ‘নয়ি জিন্দেগি’, ‘দোস্ত দুশমন’, ‘অন্ধ প্রেম’, এবং ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’।

১৯৪৬ সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করা এই চিত্রনায়ক আশির দশকে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা ডলিকে। ক্যারিয়ারের সোনালি সময়ে অঞ্জু ঘোষসহ সব নামকরা নায়িকাদের সঙ্গেই একচেটিয়া কাজ করেছেন এই অভিনেতা। 

/শাকিল  

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস
ছবি: সংগৃহীত

আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে এক ঐতিহাসিক কনসার্টে গান গাইবেন জেমস দেশসেরা রকস্টার মাহফুজ আনাম।আসছে ১৪ জুন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে মুনলাইট ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

কনসার্ট নিয়ে আয়োজক সাজ্জাদ বলেন, 'মূলত কোরবানি পরবর্তী এই কনসার্টটি হবে সারা দিনব্যাপী।' আরেক আয়োজক শারমিন হোসেইন বলেন, 'ইভেন্ট সেন্টারের কনসার্টে শিশুদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকবে।'

আয়োজকদের পক্ষ থেকে জানানো হচ্ছে, ডালাসে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য এটি হবে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক কনসার্ট।

৮টি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট মিলবে বলে জানা গেছে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত।শিক্ষার্থীদের জন্য থাকবে ২০ শতাংশ ছাড় এবং ১০+ গ্রুপের জন্য মিলবে ১৫ শতাংশ ছাড়!

শিক্ষার্থী এবং গ্রুপ বুকিং করার জন্য যোগাযোগ করা যাবে- এই ঠিকানায়। সরাসরি কল করা যাবে সাজ্জাদ- (318) 880-4439 এবং হাসিনা - (703) 609-4460 - নম্বরগুলোতে।

/রিয়াজ

এল ‘আতরবিবি লেন’ সিনেমার টিজার

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পিএম
এল ‘আতরবিবি লেন’ সিনেমার টিজার

‘আতরবিবি লেন’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলছে প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি। তার আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির অফিশিয়াল টিজার।

টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। নির্মাতা লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ‘আতরবিবি লেন’ সিনেমায় আতরবিবি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখকে।

ফারজানা সুমি বলেন, ‘সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। মনে আছে গেল বছরের রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবি লেন সিনেমাটির শুটিং হয়েছে।