
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তাদের পরিবারে এবার নতুন আরও একজন সদস্যকে যুক্ত করল। জনপ্রিয় মার্কিন অভিনেত্রী স্যাডি সিঙ্ককে সম্প্রতি তারা তাদের আসন্ন সিনেমা ‘স্পাইডার ম্যান ৪’-এ গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চূড়ান্ত করেছে। আর ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আরেক মার্কিন তারকা টম হল্যান্ড। এটির পরিচালনায় থাকছেন ‘শ্যাং চি’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।
তবে চতুর্থ কিস্তিতে স্যাডিকে মূলত কোন ভূমিকায় দেখা যাবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি। ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, এই সিনেমায় তার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ হবে। আরেকটি সূত্র থেকে জানা গেছে, স্যাডিকে এক্স-মেন মিউট্যান্ট জিন গ্রে চরিত্রে পর্দায় দেখা যেতে পারে।
এর আগে জিন ফ্যামকে জ্যানসেন এবং সোফি টার্নারের মতো তারকারা ‘জিন গ্রে’ চরিত্রে অভিনয় করে এটির গুরুত্ব অন্য মাত্রায় নিয়ে গেছেন। ফলে চরিত্রটি নতুন করে কাকে ভালো মানাবে- সেটিই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
যদিও মার্ভেল থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিনত্রীকে কোন ভূমিকায় দেখা যাবে তা স্পষ্ট করা হয়নি, তবে ভক্তরা তাকে স্পাইডার ম্যান ফ্র্যাঞ্চাইজিতে দেখতে পেয়েই অনেক বেশি রোমাঞ্চিত। কেউ কেউ তো বলছেন, স্যাডি পর্দায় ম্যারি জেন চরিত্র ফুটিয়ে তুলতে একদম উপযুক্ত।
ইতোমধ্যে এই অভিনেত্রী ম্যারি জেনের চরিত্রে অভিনয় করবেন নাকি গোয়েন স্ট্যাসির প্রেমিকা চরিত্রে, সেটা নিয়ে ইতোমধ্যে আলোচনাও শুরু হয়ে গেছে।
/শাকিল