ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পিএম
আপডেট: ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩১ পিএম
অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!
ছবি: সংগৃহীত

হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে সিদ্দিককে মারধর করে জামাকাপড় ছিঁড়ে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন। ভিডিওতে একজন বলছিলেন, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।

এর আগে গত ২৪ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার নিজ বাড়ি দেলোয়ার টাওয়ারে অবস্থান করছিলেন অভিনেতা সিদ্দিক। এ খবর পেয়ে তাকে আটকের জন্য বাড়ির সামনে অবস্থান নেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ ১৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।  লোকজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বন্ধু ও তার দুলাভাই দ্রুত পালানোর পরামর্শ দিলে সিদ্দিক কৌশলে পালিয়ে যান। পরে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টি টের পাওয়ার পর বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পান স্থানীয় অধিবাসী এবং সিদ্দিকের কথিত দুলাভাই জামিল আহম্মেদ তাকে গাড়িতে পালিয়ে যেতে সাহায্য করে। এর পর বিএনপির নেতা-কর্মীরা দলবল নিয়ে জামিল আহম্মেদের বাড়িতে হামলা চালায়। বাসায় তখন জামিল আহম্মেদ ছিলেন না।

আওয়ামী লীগ সরকারের আমলে সিদ্দিক একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

মেহেদী/

রামদা নিয়ে শাকিব খানকে খুঁজে কারাগারে যুবক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:১৮ পিএম
রামদা নিয়ে শাকিব খানকে খুঁজে কারাগারে যুবক
ছবি: সংগৃহীত

রামদা হাতে শাকিব খানকে খুঁজে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) হামলা ও ভাঙ্চুরের ঘটনায় মানিক মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএফডিসি কর্তৃপক্ষের মামলার প্রেক্ষিতে রবিবার (১ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুব।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা সেসময় এফডিসিতে ছিলাম। হঠাৎ হৈচৈ শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে। আর শাকিব খানের নাম ধরে চিৎকার করছে। পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার সে বলছিল শাকিব খানের কাছে টাকা পায়। আমরা তাকে জিজ্ঞেস করি কিসের টাকা, সে বলছিল জামালপুর তার বাড়ি। ‘গলুই’ সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে। তাকে টাকা দেয় নাই। শাকিব খান আর একজন কালো মতো মতো লোককে খুঁজছিল। তবে সেই লোকটা কে নাম বলতে পারছিল না। আমরা বললাম, শাকিব খান এখানে থাকে না, সে বলল এটা এফডিসি শাকিব খান এখানেই থাকে। এরপর আমরা গোপনে পুলিশকে খবর দেই। পুলিশ আসা পর্যন্ত তাকে ব্যস্ত রাখি। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায়।’

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করে গণমাধ্যমকে বলেন, ‘আসলে তার কথাবার্তা অসংলগ্ন। কোনো কথাই ঠিকমতো বলতে পারছিল না। যেহেতু মামলা হয়েছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।’

মেহেদী/

বিটিভিতে চার পর্বের ব্যান্ড শো

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:২৫ পিএম
বিটিভিতে চার পর্বের ব্যান্ড শো
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদুল আজহা উপলক্ষে প্রচারিত হবে চার পর্বের বিশেষ ব্যান্ড শো। যেখানে গান শোনাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকারা। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন তারা। নাসির উদ্দিনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কাজী মমরেজ মাহমুদ।

ঈদের চতুর্থ দিন বিকাল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ও সেবন্তীর উপস্থাপনায় দলগুলো আটটি গান পরিবেশন করবে। ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৭টায় গোলাম মোর্শেদের প্রযোজনায় গান শোনাবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রক্স বে রক ব্যান্ডদল। আর্কের কণ্ঠে শোনা যাবে ‘সুইটি তুমি আর কেঁদোনা’, ‘একাকী আমি একাকী’ ও ‘যা ছিল আড়ালে পরিচয়’ গানগুলো।

এ ছাড়া সিম্ফনি গাইবে ‘এখনো পৃথিবীটা কী দারুণ সেজেছে’, ‘যে চোখে ছিল ভালোবাসা’, অরবিট শোনাবে ‘তুমি শুধু আমার’, ‘ওই এলোরে বান’ এবং রক্স বে রক শোনাবে ‘তুমি আমার অধরা’ গানটি। ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় গাইবে ব্যান্ডদল বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস। 

/এমএস  

রফিক সাদীর গান ‘টোয়েন্টি ইয়ারস’

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:০০ পিএম
রফিক সাদীর গান ‘টোয়েন্টি ইয়ারস’
রফিক সাদী। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় শ্রোতাদের জন্য নিয়ে আসছেন কণ্ঠশিল্পী রফিক সাদী নতুন গান। গানের শিরোনাম ‘টোয়েন্টি ইয়ারস’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লেখা ও সুরও করেছেন রফিক সাদী। গানে একটি অনন্ত বেদনায় মোড়ানো প্রেমকাহিনি উঠে এসেছে।

গানটি প্রসঙ্গে রফিক সাদী বলেন, “শরৎচন্দ্রের যেমন ‘দেবদাস’ ছিল ১২ বছরের এক নিঃশব্দ ভালোবাসার ডাক, তেমনি এই গানে আমি বলতে চেয়েছি ২০ বছরের এক দীর্ঘ অপেক্ষার গল্প। এটা নিছক একটা গান নয়, একটা সময়ের গল্প, একটা অনুভবের ইতিহাস।” 

মূলত কথানির্ভর গানে বিশেষ দক্ষ রফিক সাদী। এর আগেও ঈদ ঈদ লাগে, ভালো থেকো, ক্লান্ত পথিক, আমি এবং তুমি, ক্যামেলিয়ার মতো গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

গানটি ঈদ উপলক্ষে রফিক সাদীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ‘টোয়েন্টি ইয়ারস’ গানটির পেছনের গল্প নিয়ে একটি সিনেমা বানানোর ইচ্ছে রয়েছে এই সংগীতশিল্পীর। 

/এমএস  

লোভাটোর ভয়ংকর অভিজ্ঞতা

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:০০ এএম
লোভাটোর ভয়ংকর অভিজ্ঞতা
ডেমি লোভাটো। ছবি: সংগৃহীত

ডিজনি চ্যানেলের জনপ্রিয় তারকা ও আমেরিকান গায়িকা ডেমি লোভাটো। ২০২১ সালে প্রকাশিত ডকুসিরিজ ‘ড্যান্সিং উইথ দ্য ডেভিল’-এ নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক এক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিলেন। কিশোর বয়সে নিজের এক সহ-অভিনেতার দ্বারা ধর্ষণের শিকার হন এই আমেরিকান তারকা।

ডকুসিরিজের প্রথম পর্বে সেই ট্র্যাজেডির কথা স্মরণ করে লোভাটো বলেন, ‘কিশোর বয়সেই আমি আমার কুমারীত্ব হারিয়ে ফেলেছিলাম। আমি স্পষ্টভাবেই তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে কোনো বাধাই মানেনি।’ 

ডেমি লোভাটো জানান, এ ঘটনার পর তিনি বিষয়টি একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে শেয়ার করেন। কিন্তু এমন অভিযোগ সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। সেই অভিনেতা পরে তার ক্যারিয়ার নির্বিঘ্নে চালিয়ে যান। এমনকি তখন তার যে সিনেমার কাজ চলছিল, সেখান থেকেও তাকে বাদ দেওয়া হয়নি।

এই আমেরিকান বলেন, ‘এটাই আমার হ্যাশট্যাগমিটু’র গল্প। যেখানে আমার সঙ্গে হওয়া অন্যায়ের বিষয়টি জানানোর পরও অপরাধীকে কোনো প্রকার শাস্তির মুখে পড়তে হয়নি। সে তার জীবন ঠিকই চালিয়ে গেছে।’

অবশ্য লোভাটোর সঙ্গে হওয়া অপরাধের জন্য তিনি যাকে অভিযুক্ত করেছেন, তার নাম কখনোই তিনি প্রকাশ করেননি। তবে ঘটনা থেকে ধারণা করা যায়, অভিযুক্ত ডিজনি প্রোডাকশনেরই একজন সদস্য ছিলেন।

লোভাটো আরও বলেন, “সে সময় ডিজনি তারকাদের মধ্যে ‘পিওরিটি রিং’ পরার রীতি ছিল, যা বিয়ের আগে যৌন সম্পর্কে না যাওয়ার প্রতিশ্রুতি হিসেবে তারা ব্যবহার করত। কিন্তু আমার ক্ষেত্রে ঘটা বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার প্রথমবারের অভিজ্ঞতাই ছিল ধর্ষণ।”

হলিউডে শিশুশিল্পীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে অনেক দিন ধরেই সোচ্চার সেখানকার অভিনেত্রীরা। বলিউডেও যার রেশ পৌঁছে গেছে। 

/এমএস  

‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৩০ পিএম
‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গানের জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের নাম ‘জুই ফুল সাবিনা ইয়াসমিন’। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন শাইখ সিরাজ। গত ৩১ মে চ্যানেল আইয়ে ‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’কে নিয়ে এ বিশেষ আয়োজনের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ আয়োজনে সাবিনা ইয়াসমিন কথা বলেছেন গান নিয়ে, সিনেমা নিয়ে। কথার ফাঁকে ফাঁকে তারই গাওয়া জনপ্রিয় গানগুলো গেয়েছেন এ প্রজন্মের শিল্পীরা। এতে কনা গেয়েছেন ‘শত জনমের স্বপ্ন’ ও ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘সব সখীরে পার করিতে’। ঝিলিক গেয়েছেন ‘অশ্রু দিয়ে লেখা এ গান’ এবং ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘ছেড়োনা ছেড়োনা হাত’।

লিজা গেয়েছেন ‘এই মন তোমাকে দিলাম’ এবং  ‘ও পাখি তোর যন্ত্রণা’। রাকিবা ঐশী গেয়েছেন ‘এ কী সোনার আলোয়’ ও ‘এই পৃথিবীর পরে’। আতিয়া আনিসা গেয়েছেন ‘দুঃখ ভালোবেসে’ এবং ‘ও আমার রসিয়া বন্ধুরে’। কোনাল গেয়েছেন ‘শুধু গান গেয়ে পরিচয়’ এবং  ‘ইশরারায় শীষ দিয়ে আমাকে ডেকোনা’ গানগুলো।

এ সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, ‘সিনেমা নিয়ে, গান নিয়ে এ আয়োজনে গল্প করেছি শাইখ সিরাজ ভাইয়ের সঙ্গে। গল্পের ফাঁকে এ প্রজন্মের ছেলেমেয়েরা প্রত্যেকেই সত্যিই চমৎকার গাইল। আমি মুগ্ধ। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ 

সাবিনা ইয়াসমিনকে নিয়ে এমন আয়োজনে গাইতে পেরে শিল্পীরা ভীষণ উচ্ছ্বসিত। এ সম্পর্কে কনা বলেন, ‘শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম আমার অত্যন্ত প্রিয় এবং ভীষণ শ্রদ্ধার একজন শিল্পী। তার সামনে বসে তারই গান গাওয়ার চেষ্টা করেছি, এটাই আসলে অনেক বড় প্রাপ্তি। এ পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের দেশের গানের মধ্যদিয়ে এবং অন্যান্য গান দিয়েও তিনি যুগের পর যুগ বেঁচে থাকবেন।’

ইমরান বলেন, ‘আমি তো বলব শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের মতো আর কারও গান এতটা সমৃদ্ধ নয়। তারই সামনে বসে তার গান গাওয়ার সুযোগ পাওয়া পরম সৌভাগ্যের।’ 

ঝিলিক বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধেয় রুনা ম্যাম ও সাবিনা ম্যামের হাত থেকে সেরাকণ্ঠের বিজয় মুকুট পরার। দুজনের সামনে দাঁড়িয়ে গান গাইবার সুযোগ হলো। সত্যিই এক জীবনে তা অনেক বড় প্রাপ্তি।’ 

লিজা বলেন, ‘শ্রদ্ধেয় সাবিনা ম্যামের গান প্রায় সব অনুষ্ঠানেই গাওয়া হয়। তবে তার সামনে বসে তারই গাওন গাওয়া জীবনে এই প্রথম। অনেক নার্ভাস ছিলাম, অনেক ভয়েও ছিলাম। তবে আনন্দিত ছিলাম। কারণ এ সুযোগ তো জীবনে হয়তো আর নাও আসতে পারে। তাই চেষ্টা করেছি। শুধু এতটুকুই বলব, আমার জীবনে একটা স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে।’

‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’ অনুষ্ঠানটি আগামী ৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের জন্মদিনে চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানান সাবিনা ইয়াসমিন। 

/এমএস