
হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে সিদ্দিককে মারধর করে জামাকাপড় ছিঁড়ে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন। ভিডিওতে একজন বলছিলেন, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।
এর আগে গত ২৪ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার নিজ বাড়ি দেলোয়ার টাওয়ারে অবস্থান করছিলেন অভিনেতা সিদ্দিক। এ খবর পেয়ে তাকে আটকের জন্য বাড়ির সামনে অবস্থান নেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ ১৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। লোকজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বন্ধু ও তার দুলাভাই দ্রুত পালানোর পরামর্শ দিলে সিদ্দিক কৌশলে পালিয়ে যান। পরে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টি টের পাওয়ার পর বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পান স্থানীয় অধিবাসী এবং সিদ্দিকের কথিত দুলাভাই জামিল আহম্মেদ তাকে গাড়িতে পালিয়ে যেতে সাহায্য করে। এর পর বিএনপির নেতা-কর্মীরা দলবল নিয়ে জামিল আহম্মেদের বাড়িতে হামলা চালায়। বাসায় তখন জামিল আহম্মেদ ছিলেন না।
আওয়ামী লীগ সরকারের আমলে সিদ্দিক একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।
মেহেদী/