
ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বর্ণিল সংগীতানুষ্ঠান। ৫দিন ব্যাপি আয়োজনে গান গেয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় সব তারকারা। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবার গাইলেন বিটিভির ঈদ আয়োজনে। ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে একক সংগীতানুষ্ঠান ‘তাহসান আনপ্লাগড’।
মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় তাহসান শোনাবেন তার জনপ্রিয় আটটি গান। তাছাড়াও একক সংগীতানুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী এলিটা। ‘এলিটা এলিভ’ নামে এ অনুষ্ঠানটি প্রচারিত তবে ঈদের ২য় দিন সন্ধ্যা ৭টায়। এছাড়াও ঈদ আয়োজনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন ইথুন বাবু, আলম আরা মিনু, আঁখি আলমগীর, মনির খান। থাকছে ফোক ও বাউল গানেরও আয়োজন।
ঈদের দিন সকাল সাড়ে ১১টায় সরোজ রাহুতের প্রযোজনায় ফোক গান গাইবেন নুসরাত জাহান, গামছা পলাশ, বিউটি, অনন্যা, নূর হাসান আলম ও সাবরিন। ৪র্থ দিন দুপুর ১টায় প্রচারিত হবে তারিকুজ্জামানের প্রযোজনায় ‘ঈদ বাউলিয়ানা’। এই অনুষ্ঠানে গাইবেন চিশতী বাউল, সুকুমার বাউল, শফি মন্ডল, শাহনাজ বেলী, দীপ্র, দুর্জয় বড়–য়া ও টুনটুন বাউল।
ঈদের দিন রাত ১১টা ০৫ মিনিটে মামুন মাহমুদের প্রযোজনায় গাইবেন পিয়াল হাসান চৌধুরী, আদনান বাবু, হুমায়রা বশির, রিজিয়া পারভীন, রুমানা ইসলাম ও স্বীকৃতি। ২য় দিন সকাল ১১টায় মনিরুল হাসানের প্রযোজনায় ‘গানের ছন্দে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন সংগীতশিল্পী আগুন, দিঠি আনোয়ার, নাসির খান ও আলম আরা মিনু।
থাকছে দ্বৈত গানেরও অনুষ্ঠান। ঈদের ৩য় দিন সকাল ১১টা ০৫ মিনিটে সৈয়দা ফারহানা হাসান প্রযোজিত দ্বৈত গানের অনুষ্ঠানে গান গাইবেন মারিয়া সালমা, নয়ন, মৌমিতা মৌ, রাজিয়া , বেলাল খান, নন্দিতা, পুতুল মারিয়া, তামান্না প্রমি, খালিদ মুন্না, স্মরণ, ইকবাল মিন্টু, পপি, প্রিয়াংকা ও আসিকুর রহমান। এছাড়াও ঈদের আয়োজনে রয়েছে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আধুনিক গানের অনুষ্ঠান ও ব্যান্ড শো।
/ফারজানা ফাহমি