
ভারতের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারী। তাকে বলা হয় বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’। এই অভিনেত্রীর জীবনীভিত্তিক চলচ্চিত্র ঘিরে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা- প্রাচীন ও বিখ্যাত এক সংগীত লেবেল এবং ‘আমরোহী’ পরিবারের যৌথ সহযোগিতায় ছবিটির স্বত্ব অধিকার করেছেন। ফলে ছবিটি নিয়ে বলিউডে জোর গুঞ্জন সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, রুপালি পর্দায় মীনা কুমারীর চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী কিয়ারা আদভানিকে।
‘পিংকভিলা’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বায়োপিকে মীনা কুমারীর চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতারা বলিউড তারকা কিয়ারা আদভানির সঙ্গে যোগাযোগ করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, পরিচালক এবং তার দল মনে করেন, মীনা কুমারীর চরিত্রে আবেগ, সৌন্দর্য এবং মানসিক গভীরতা প্রকাশের জন্য এ অভিনেত্রীই উপযুক্ত।
সূত্র থেকে জানা গেছে, কিয়ারাকে ইতোমধ্যে স্ক্রিপ্টের বিবরণ দেওয়া হয়েছে এবং তিনি গল্পটি পছন্দও করেছেন। তবে চূড়ান্তভাবে এখনো সম্মতি দেননি। এই সিনেমাটি মা হওয়ার পর কিয়ারার প্রথম কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা দর্শকদের মাঝে নতুন উন্মাদনার জন্ম দিয়েছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, এটি কিয়ারার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং তাৎপর্যপূর্ণ চরিত্র হতে পারে।
বর্তমানে কিয়ারার মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় ‘ওয়ার ২’ এবং ‘টক্সিক’-এর মতো বড় বাজেটের ছবিগুলো রয়েছে। এই তালিকায় যদি এবার মীনা কুমারীর বায়োপিক যুক্ত হয়, তাহলে সেটা তার ক্যারিয়ারে নতুন মাত্রা সংযোজন করবে বলাই যায়। তবে আনুষ্ঠানিক ঘোষণা ব্যতীত এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
/আবরার জাহিন