ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া।
মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশিত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী রাশিয়ায় প্রায় ১০ হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তারা বর্তমানে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে অবস্থান করছে বলে জানানো হয়।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের মধ্যদিয়ে এই যুদ্ধের সুত্রপাত। এ দ্বন্দ্বে প্রথমবারের মতো তৃতীয়পক্ষের সম্মুখ অংশগ্রহণ বিশ্বব্যাপী উদ্বেগ ঘটাচ্ছে।
প্রায় এক হাজার সেনা ও উচ্চপদস্থ কর্মকতাসহ একটি দল সম্মুখযুদ্ধে অংশ নিতে রাশিয়ায় পৌঁছেছে বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্যের সঙ্গে একমত পোষণ করেছে। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সৈন্যরা সরাসরি অংশগ্রহণ করলে তাদেরকেও আক্রমণ করা হবে বলে হুশিয়ারি দিয়েছে পেন্টাগন।
এ বিষয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি পশ্চিমের প্রভাবশালী নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইতোমধ্যেই কুরুস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্যরা প্রশিক্ষণ নিচ্ছে। যথাসময়ে আন্তর্জাতিক সাড়া না পাওয়াটা দুশ্চিন্তার বিষয়।
রাশিয়া-উত্তর কোরিয়ার মৈত্রী আন্তর্জাতিক পরিমণ্ডলে চিন্তার জন্ম দিয়েছে।
মস্কো উত্তর কোরিয়াকে আধুনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি সহায়তার বিনিময়ে সৈন্য সাহায্য নিচ্ছে বলে দাবি দক্ষিণ কোরিয়া ও ইউরোপিয় ইউনিয়নের। সুত্র: আল-জাজিরা
নাইমুর/অমিয়/