ঢাকা ২৫ মাঘ ১৪৩১, শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযান ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৯ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযান ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত
পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী একটি বিদ্রোহী গোষ্ঠীর আস্তানায় অভিযান চালিয়ে ২৭ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানায় বার্তাসংস্থা এপি।

বার্তাসংস্থা জানায়, নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেলুচিস্তান প্রদেশের কাচ্চি জেলায় এই অভিযানটি চালায়।

সামরিক বাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী এবং নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে একাধিকবার সন্ত্রাসী হামলা চালিয়েছিল। এ কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের উপর নজর রাখছিল।

বিবৃতিতে নিহতদের সম্পর্কে তেমন কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

তবে বেলুচিস্তানে ছোট ছোট বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। এ ছাড়াও পাকিস্তানি তালেবানদের শক্ত অবস্থান রয়েছে এই অঞ্চলে।

দীর্ঘকাল ধরে বেলুচিস্তানকে পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরা দখলে নেওয়ার চেষ্টা করছে। সে কারণে  একাধিক স্বাধীনতা পন্থী সশস্ত্র গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।

বিচ্ছিন্নতাবাদী এসব গোষ্ঠী পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতা দাবি করে আসছে। সূত্র: এপি

তাওফিক/ 

‘মাস্ক’ ভাইরাসে আক্রান্ত বিশ্ব

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম
‘মাস্ক’ ভাইরাসে আক্রান্ত বিশ্ব

সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মালিক, প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সিইও, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএস্কের সিইও, বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি- অনেক পরিচয় আছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের। তবে সাম্প্রতিক আলোচনায় মাস্কের বিষয়টি তার কর্মক্ষেত্রের চেয়ে বড় পরিসরে গিয়ে ঠেকেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট মাস্ক সম্প্রতি মার্কিন প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মকর্তার’ দায়িত্ব পেয়ছেন। ক্ষমতার অর্ধমাসেই সমালোচনা কুড়িয়েছেন অনেক। অর্থ মন্ত্রণালয়ের বিশেষ ক্ষমতাপ্রাপ্ত মাস্ক দেশটির সরকারি কর্মকর্তাদের বেতন কমানোর পাশাপাশি মার্কিন ত্রাণ সংস্থা ইউএসএইড বন্ধের পেছনে মূল হোতা। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের জেরে তিনি এখন ওয়াশিংটন পাড়ার হট টপিক।

তবে ইলন মাস্কের বিরূপ প্রভাব শুধু ওয়াশিংটন প্রশাসনেই আটকে থাকছে না কি তার অনভিপ্রেত নীতিমালা প্রণয়ণ ক্ষতি করছে বিশ্বেরও। এ বিষয়ে বিশ্লেষনধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা।
 
মার্কিন উগ্র ডানিপন্থি রাজনীতির বিস্তারে ইলন মাস্কের প্রচেষ্টা লক্ষনীয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সমর্থনের পর ক্ষমতা পেয়ে এখন ইউরোপেও নিজের প্রভাব ছড়ানোর চেষ্টা করছেন তিনি।

তার এই চেষ্টার সবচেয়ে বড় ভুক্তভোগী যুক্তরাজ্য। দেশটির রাজনীতিতে উগ্রডানপন্থি নেতা টমি রবিনসন ও নাইজেল ফারাজের মতো উগ্র ডানপন্থি নেতাদের উত্থান নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছেন তিনি। গেল জানুয়ারিতে এক্সের এক টুইটে রবিনসনের ডকুমেন্টারি ‘সাইলেনসড্’-এর লিংক শেয়ার করে টমি রবিনসনের মুক্তি দাবি করেন মাস্ক।
 
জানা গেছে, এই ডকুমেন্টারি তৈরিতে সহায়তা করেছে মার্কিন ডানপন্থি রেডিও হোস্ট অ্যালেক্স জোনসের প্রতিষ্ঠান ইনফোওয়ার্স।

বিতর্কিত এই ডকুমেন্টারিতে রবিনসন দাবি করেন, সিরীয় শরণার্থী জামাল হিজাজিকে অসম্মান করার দায়ে প্রায় ১ লাখ পাউন্ড জরিমানা গুনতে হয় তাকে। তবে এই দাবি মিথ্যা প্রমাণিত হওয়ায় ভুল তথ্য ছড়ানোর দায়ে রবিনসনকে ১৮ মাসের কারাদণ্ড দেন আদালত।

এতদসত্ত্বেও, রবিনসনকে সমর্থন করে অভিবাসনবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাস্ক।

এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের বিরুদ্ধে মাস্ক কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। স্টারমার ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান থাকাকালীন বিভিন্ন অভিযোগ টেনে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়কে বিদ্যমান পার্লামেন্ট ভাঙ্গার পরামর্শ দিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন মাস্ক। ছবি: সংগৃহীত

এদিকে জার্মানিতে মাস্কের প্রভাবও চিন্তার ভাঁজ এনেছে বিশ্লেষকদের কপালে। দেশটির উগ্র ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের (এএফডি) সমর্থনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এই ধনকুবের। গেল বছর ডিসেম্বরে জার্মানির জনপ্রিয় রাজনীতিবিষয়ক ম্যাগাজিন ওয়েল্ট আম সোন্ট্যাগকে দেওয়া এক সাক্ষাতকারে এএফডিকে জার্মানির ‘শেষ আশার আলো’ আখ্যায়িত করার মাধ্যমে অভিবাসনবিরোধী অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

গেল জানুয়ারিতে এএফডির প্রধান অ্যালিস ওয়েইডলের সঙ্গে একটি ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন মাস্ক। এই আলোচনায় ফ্যাসিস্ট জার্মান নেতা অ্যাডলফ্ হিটলারের প্রতি অ্যালিসের সুপ্ত সমর্থনের বিষয়টিও উঠে আসে। পৃথিবীর ইতিহাসে ভয়ংকরতম গণহত্যার মূলহোতা হিটলারকে তিনি ‘একজন সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট’ হিসেবে দেখেন।

জানুয়ারির শেষদিকে এফএফডির র্যালিতে ভার্চুয়ালি অংশগ্রহণ করে তাকে দলটির সমর্থকদের জার্মানির জন্য যুদ্ধ করার পরামর্শ দিতে দেখা যায়।

এ ছাড়া ইতালি, আর্জেন্টিনা ও এল সালভাডোরের উগ্র ডানপন্থি রাষ্ট্রনেতাদের সঙ্গে জোট বেঁধেছেন ইলন মাস্ক। তার প্রভাবের তীব্রতা সবচেয়ে স্পষ্ট পোল্যান্ডে। দেশটিতে পরিচালিত সাম্প্রতিক জরিপে উঠে এসেছে,  ৪৫ শতাংশ মানুষ মাস্কের মদদপুষ্ট প্রার্থীর সমর্থক।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব রাজনীতিতে আভিজাত্যবাদের বিরূপ প্রভাব নিয়ে আলোচনা করেছিলেন। সব ক্ষমতা দখল করে রেখছেন ধনকুবেররা। জনমানুষের ভাতের পাত থেকে শুরু করে হোয়াটসএপের কনভার্সেশন পর্যন্ত সবকিছুই দখলে নিচ্ছেন মাস্কেরা। উল্টেপাল্টে দেখছেন আমাদের দুটো শব্দে তাদের ক্ষমতায় ভাগ বসাচ্ছে কি না। এভাবে ইলন মাস্কের প্রভাব ওয়াশিংটন থেকে আটলান্টিক পেরিয়ে ইউরোপ হয়ে দক্ষিণ এশিয়ার জমিনে কবে শেকড় গাড়বে -সাধারণের এ খবর টের পাওয়ার পর ফিরে তাকিয়ে বোধ হয় আর ফেরার ঘরই থাকবে না। সূত্র: আল-জাজিরা।

নাইমুর/

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি বন্দি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১ এএম
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি বন্দি
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত গাজা উপত্যকা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের কারাগারে আটক ১৮৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এই বন্দিদের মুক্তির বিনিময়ে হামাস তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। এটি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হচ্ছে। 
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় তাদের মুক্তি দেওয়া হবে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

হামাসের মিডিয়া দপ্তর জানায়, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, ৫৪ জন দীর্ঘমেয়াদী সাজা ভোগ করছেন এবং ১১১ জন গাজায় যুদ্ধের সময় আটক হয়েছিল।

এদিকে হামাসের পক্ষ থেকে ইসরায়েলি তিন বন্দির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি এবং এরা সবাই বেসামরিক ব্যক্তি। যারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের সময় আটক হয়েছিলেন।

হামাস ও ইসরায়েলের মধ্যে এটি চতুর্থ বন্দিবিনিময়। এর আগে ১৩ ইসরায়েলি বন্দি ও ৫৮৩ ফিলিস্তিনি মুক্তি পেয়েছিলেন। যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস ৩৩ ইসরায়েলি বন্দি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে এবং বিনিময়ে ইসরায়েল শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি দেবে।

তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কারণে চুক্তির ভবিষ্যত নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, যা অনেকেই জাতীয় নির্মূলের শামিল বলে মন্তব্য করেছেন। সূত্র: রয়টার্স

তাওফিক/ 

দিল্লিতে নিরুঙ্কুশ জয় বিজেপির

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১ এএম
দিল্লিতে নিরুঙ্কুশ জয় বিজেপির
দিল্লিতে নিরুঙ্কুশ জয় বিজেপির। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে (এএপি) হারিয়ে নিরুঙ্কুশ জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই নির্বাচনে ৭০ আসনের মধ্যে বিজেপি ৪১টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম-আদমি পার্টি ২৮টি এবং কংগ্রেস একটি আসন পেয়েছে।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।  

এই নির্বাচনে জয়ের ফলে দীর্ঘ ২৮ বছর পর রাজধানীর মসনদে বসতে যাচ্ছে টানা তিন দফায় ক্ষমতায় থাকা বিজেপি। আর এতে কপাল পুড়ল ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। 

এর আগে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। সূত্র: এনডিটিভি

তাওফিক/  

আলাস্কায় নিখোঁজ বিমানের সন্ধান

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম
আলাস্কায় নিখোঁজ বিমানের সন্ধান
আলাস্কার বরফ থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ যাত্রীবাহী বিমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আলাস্কা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে নিখোঁজ একটি যাত্রীবাহী ছোট বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানের ১০ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।
 
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

আলাস্কার নোম এলাকা থেকে প্রায় ৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিমানটি পাওয়া গেছে। অঙ্গরাজ্যের উনালাক্লিত শহর থেকে নোম শহরের উদ্দেশে যাত্রা করছিল বিমানটি। এ সময় নর্টন সাউন্ড এলাকায় এসে নিচের দিকে পড়তে শুরু করে উড়োজাহাজটি।

হেলিকপ্টারের মাধ্যমে পুরো অঞ্চল তল্লাশি চালিয়ে বিমানটি উদ্ধার করে ইউএস কোস্টগার্ড।

এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কমান্ডার বেনজামিন কোবল বলেন, ‘কোনো অজানা কারণে অল্প সময়েই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়তে শুরু করেছিল।’

কি ধরনের জটিলতার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে- এমন প্রশ্নের জবাবে বেনজামিন বলেন, ‘এখনো কিছুই ধারণা করা যাচ্ছে না।’

বিমানটি উনালাক্লিত থেকে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে রওনা দেয়। ঘণ্টাখানেক পর থেকে বিমানটির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছিল না।

বিমানে ৯ জন যাত্রী ও পাইলট ছিলেন বলে জানায় ইউএস কোস্টগার্ড।
 
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া, হালকা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। আলাস্কার বিমান কর্তৃপক্ষ গত বৃস্পতিবার রাতে উদ্ধার অভিযানে একটি হেলিকপ্টার পাঠালেও আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা কম হওয়ায় ফিরে আসতে বাধ্য হয়।

যুক্তরাষ্ট্রে আট দিনের মাথায় তৃতীয় বিমান দুর্ঘটনা ঘটল। এর আগে রাজধানী ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপটারের সংঘর্ষে ৬৭ জন মারা যান। দ্বিতীয় ঘটনায় ফিলাডেলফিয়ায় দুর্ঘটনার শিকার হয় একটি এয়ার অ্যাম্বুলেন্স।

এদিকে আলাস্কার বিমান দুর্ঘটনায় ভুক্তভোগীদেরে নাম জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: দ্য গার্ডিয়ান

নাইমুর/

নিরাপত্তার বিনিময়ে ট্রাম্পকে খনিজসম্পদ দিতে প্রস্তুত জেলেনস্কি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ এএম
নিরাপত্তার বিনিময়ে ট্রাম্পকে খনিজসম্পদ দিতে প্রস্তুত জেলেনস্কি
ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে দেশের দুর্লভ খনিজসম্পদ দিতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে এই প্রস্তাব দেন জেলেনস্কি।

ট্রাম্পের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চুক্তিতে সম্মত তিনি। যুক্তরাষ্ট্রকে দেওয়া খনিগুলোতে টাইটেনিয়াম ও ইউরেনিয়ামসহ কয়েকধরণের মূল্যবান সম্পদ রয়েছে।

রয়টার্সকে জেলেনস্কি বলেন, ‘সামরিক সহায়তার বিনিময়ের আর্থিক চুক্তি চাইছেন ট্রাম্প। তবে তাই হোক। আমরা রাজি।’, চলমান যুদ্ধে রাশিয়াকে মোকাবিলা কর‌তে যেকোনো মূল্যে নিরাপত্তা দরকার জানিয়ে বলেন জেলেনস্কি।

এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ইউরোপের সবচেয়ে বেশি টাইটেনিয়ামের মজুদ ইউক্রেনেই রয়েছে। বিমান ও মহাকাশযান তৈরির পাশাপাশি পারমাণবিক খাতে এই ধাতুর কার্যকারিতা অনেক।

তবে ইউক্রেনের প্রায় অর্ধেক খনিসম্বলিত এলাকা রাশিয়ার দখলে জানিয়ে জেলেনস্কির মন্তব্য, এসব খনি মার্কিন শত্রুপক্ষ ইরান ও উত্তর কোরিয়ার অধীনে এলে যুক্তরাষ্ট্রেরই ক্ষতি। 

তবে ইউক্রেনের খনিজসম্পদ যুক্তরাষ্ট্র প্রশাসনের ‘হাতে তুলে দেওয়া হচ্ছে না’ জানিয়ে জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে। এই পরিস্থতিতে দুই দেশেরই যখন লাভের সুযোগ এসেছে তখন ওয়াশিংটনই প্রাধান্য পাবে।’ 

এ ছাড়া মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণে ইউক্রেনের ভূগর্ভস্থ মজুদাগার ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

এই চুক্তিতে ট্রাম্প প্রশাসন আগ্রহী বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

জানা গেছে, আগামী সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূত রাশিয়া ও ইউক্রেন প্রশাসনের সঙ্গে জার্মানির মিউনিখ শহরে সাক্ষাৎ করবেন।
তবে রাশিয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি।

এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে প্রায় আড়াই কিলোমিটার অঞ্চল দখলে নিয়েছে ইউক্রেন। তবে উত্তর কোরিয়ার সামরিক মদদপুষ্ট রুশ সেনাবাহিনীরাও লড়ছেন সমানে সমানে। সূত্র: রয়টার্স।

নাইমুর/