
ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে অবস্থিত মাউন্ট ইবু আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের আশঙ্কায় আশ্রকেন্দ্রে নেওয়া হয়েছে বাসিন্দাদের।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি।
এর আগে বুধবার (১৫ জানুয়ারি) ইন্দোনেশিয়ার সবচেয়ে শক্তিশালী এই আগ্নেয়গিরি থেকে প্রায় ৪ কিলোমিটার উঁচু পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়ার পর জরুরী অবস্থা জারি করে স্থানীয় প্রশাসন।
এ পর্যন্ত দুর্যোগের আশঙ্কায় আগ্নেয়গিরির আশেপাশে বসবাসরত প্রায় ৩ হাজার বাসিন্দা আশ্রয়কেন্দ্রে গিয়েছেন।
বৃহস্পতিবার সকালেও ৫১৭ জনকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে।
স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইরফান ইদরুস এ প্রসঙ্গে বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আমরা আজ মোট ছয়টি গ্রাম খালি করবো।’
এদিকে বুধবার সন্ধ্যায় মানুষদের সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হলেও কাঠামোগত জটিলতা ও বৃহস্পতিবার সকালের ভারি বৃষ্টির কারণে দেরী হচ্ছে বলে জানান তিনি।
তবে জনজীবনে খুব একটা তফাৎ পড়েনি। বৃহস্পতিবার সকালেও স্থানীয়দের চলাফেরা স্বাভাবিক দেখা গেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রিসতা টুয়ু বলেন, ‘একটু ভয়তো আছেই। কিন্তু আমরা আসলে অগ্নুৎপাতে অভ্যস্ত হয়ে পড়েছি।’
২০২৩ সালের জুন মাসের পর থেকে মাউন্ট ইবু উত্তাল। চলতি মাসেই এ পর্যন্ত নয় বার অগ্নুৎপাত ঘটেছে।
আগ্নেয়গিরি সংলগ্ন এলাকার ৫ কিলোমিটারের মধ্যে স্থানীয় ও পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আশেপাশের এলাকার বাসিন্দাদের সবসময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা। সূত্র: এএফপি
নাইমুর/