ঢাকা ২৬ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মাইজভাণ্ডারি ট্রাস্টের উদ্যােগে ডায়ালাইসিস সুবিধা বাড়ছে চমেক হাসপাতালে

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:৪৮ পিএম
মাইজভাণ্ডারি ট্রাস্টের উদ্যােগে ডায়ালাইসিস সুবিধা বাড়ছে চমেক হাসপাতালে
ছবি: সংগৃহীত

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (রহ.) ট্রাস্টের বদৌলতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা আরও বাড়ছে। এতে এখন থেকে আরও নিরবচ্ছিন্ন সেবা পাবেন কিডনি ডায়ালাইসিসের রোগীরা। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি রোগ বিভাগে যুক্ত হচ্ছে আরও তিনটি নতুন ডায়ালাইসিস মেশিন। এর ফলে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবার পরিধি বাড়বে এবং অপেক্ষমাণ রোগীদের ভোগান্তিও কমবে।

বুধবার (৪ জুন) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (র.) ট্রাস্ট তাদের অর্থায়নে শয্যাসহ তিনটি ডায়ালাইসিস মেশিন, ডায়ালাইজার, ব্লাড লাইন এবং ডায়ালাইসিস এক্সেসরিজ প্রদান করে। যার আনুমানিক ব্যয় প্রায় ৫৫ লাখ টাকা।

এগুলো দিয়ে এক হাজার রোগী ডায়ালাইসিস করতে পারবেন। ইতোমধ্যে হাসপাতালের তৃতীয় তলার ১৭ নম্বর নেফ্রোলজি বিভাগে এগুলো স্থাপন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এসব মেশিন উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর, ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ডা. মোনায়েম ফরহাদ, আবাসিক চিকিৎসক ডা. রিয়াসাদ শাহাবুদ্দিন, আবাসিক সার্জন ডা. মাইমুন রিদয়ান, ডা. ইব্রাহিম, ডা. মামুন, ডা. সামিউল করিমসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও ট্রাস্টের কর্মকর্তারা।

বর্তমানে চমেক হাসপাতালের নেফ্রোলজি বিভাগে ১৯টি ডায়ালাইসিস মেশিন রয়েছে। এর মধ্যে ১৫টি সচল। বাকি চারটি মেশিনের ত্রুটি মেরামতের কাজ চলমান। নতুন এই তিনটি মেশিন যুক্ত হওয়ায় ওয়ার্ডটিতে মোট ডায়ালাইসিস মেশিনের সংখ্যা দাঁড়িয়েছে ২২টিতে। তবে বর্তমানে নতুন মেশিনসহ সচল আছে ১৪টি। নতুন তিনটি মেশিন দিয়ে প্রতিদিন ২৫ জন রোগী অতিরিক্ত সেবা পাবেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন জানান, রোগীদের চাপ অনেক বেশি। নতুন মেশিন যুক্ত হওয়ায় অপেক্ষমাণ রোগীদের সেবা দিতে আরও সক্ষম হব। জিয়াউল হক মাইজভাণ্ডারী (র.) ট্রাস্টের এই মহতী উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।

ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর বলেন, মানুষের সেবাই আমাদের লক্ষ্য। কিডনি রোগীরা অনেক কষ্টে দিন পার করেন। অনেকে অর্থাভাবে ডায়ালাইসিস করাতে পারেন না। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি। সামর্থ্যবান সবাই এগিয়ে এলে আরও অনেকের উপকার হবে। এমন কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

অমিয়/

ঢাকা বোর্ডে পাসের হারে এগিয়ে মেয়েরা

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৩:০৪ পিএম
ঢাকা বোর্ডে পাসের হারে এগিয়ে মেয়েরা
ছবি: সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ। তবে পাসের দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা।

এ বছর ঢাকা বোর্ডে ছাত্রদের পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৩৬ শতাংশ। মোট জিপিএ ৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৬৮ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ফল প্রকাশ করা হয়।

ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় অংশ নেয় মোট ৩ লাখ ৭৯ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ১ লাখ ৭৭ হাজার ৯৩৮ জন এবং ছাত্রী ২ লাখ ১ হাজার ৩০৯ জন।

এ বছর ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের ৮টি কেন্দ্রসহ মোট ৪৪৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া, এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল সংগ্রহ করা যাবে। পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্যও এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। সূত্র: ইউএনবি

সালমান/

এসএসসি পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:৫৪ পিএম
এসএসসি পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী
ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে তিন লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।

এর আগে, দুপুর ২টায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করেছে। 

সালমান/

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৮.২২ শতাংশ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:৪৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০২:৫১ পিএম
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৮.২২ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের প্রকাশিত ফলাফলে পাসের হার ৬৮ দশমিক ৪৫। ময়মনসিংহে পাসের হার ৫৮ দশমিক ২২  শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

মেহেদী/

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০ শতাংশ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:৪৪ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:২০ পিএম
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০ শতাংশ
খবরের কাগজ গ্রাফিকস

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার এবং জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী কমেছে।  ছয়টি জেলা নিয়ে গঠিত এ শিক্ষা বোর্ডে গেলো বছর (২০২৪ সালে) পাশের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ১০০ জন।

কিন্তু চলতি বছর তা কমে গড় পাশের হার নেমে এসেছে ৬০ দশমিক ৬০ শতাংশে এবং জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। 

অর্থাৎ গতবারের চেয়ে এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রায় ১৯ শতাংশ বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ কমেছে ২ হাজার ১৯৮টি। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে পাওয়া গেছে এসব তথ্য। 

এদিন বেলা ২টায় বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসএসসির ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।

ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাসছীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়- গত বছরের তুলনায় এ বছর পাসের হার, জিপিএ-৫ কমার পাশাপাশি শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও কমেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। ২০২৪ সালে যেখানে কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮ টি ; এ বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২২টি তে। 

ফলাফল ঘোষণার সময় বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম জানান, এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বছর মোট জিপিএ -৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।

তিনি বলেন, চলতি বছর মোট ১ লাখ ৬৭ হাজার৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ  নিয়ে পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ -৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা। 

জহির/মেহেদী/

দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭.০৩ শতাংশ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:৪২ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০২:৫১ পিএম
দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭.০৩ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের প্রকাশিত ফলাফলে পাসের হার ৬৮ দশমিক ৪৫। দিনাজপুরে পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

মেহেদী/