ঢাকা ২ আষাঢ় ১৪৩১, রোববার, ১৬ জুন ২০২৪

সজ্জন স্বর্গের সৌন্দর্য

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১২:০৪ এএম
আপডেট: ২৪ মে ২০২৪, ১২:০৪ এএম
সজ্জন স্বর্গের সৌন্দর্য
ছবি : সংগৃহীত

চমৎকার গল্প ফেঁদেছো বটে
মজা পেলাম সহস্রগুণ
আনন্দ আন্তরিক
সরকার বাড়ির পুকুর পাড় 

বাস্তবতার পরশেই শব্দের যাত্রা
বাস্তবতার বাস স্টিমার 
রেল-ট্রাক-প্লেন কিছুই লাগেনি
সজনেগাছেই স্মৃতির সাজি সাজিয়েছে 

মনের বিদ্যুৎ চাঁপাই গেল
কানাডাও ঘুরে এলো 
শুধুই প্রদীপের খেলা 
সুপ্রভাত বিদারুন 

মূল রস হৃদয়ের শুভ্রতার আবেগ
সুখের আনন্দ অনুভব
ফুলের ঘ্রাণ
প্রেমের সমীকরণ 

ও নানাবিধ উপকরণ
সার্থকভাবেই 
প্রেমের উপমার সুন্দর 
অভিব্যক্তির প্রকাশ 

অঙ্গ প্রত্যঙ্গের গভীর ব্যঞ্জন
শব্দাধিক্য যথাসম্ভব 
প্রেমের প্রথম সোপান 
মৌলিক বৈশিষ্ট্য প্রেমের স্রোত।

হাতির শুঁড়

রাতের রানি সন্ধ্যামালতি 
হাস্নাহেনা অহি ঘুমে বিভোর 
তবুও সুবাস ছড়ায় 
নিদ্রা দেবী সুঘ্রাণ পায় 

প্রভাতে সুঠা হয় ফুলের দেহ
দিনের আলোয়ে ভিটামিন-ডি
সবুজাভ জীবনের অক্সিজেন 
একসময় ঝরে পড়ে বন্ধ হয় 

গোলাপের পাপড়ির মতোই 
তোমার দুটি চোখ 
সাগরের বুকে খোঁজে সৌন্দর্য 
সৃষ্টিকর্তার প্রেমের অপূর্ব সৃষ্টি 

তোমার বুকে আমার সুষম খাবার 
অথচ আদর্শ হলেও 
তুমি অবিদ্যার কদর্য ছাই 
ঝরে গেলেই জ্বালানি খড়ি 

বিদ্যা-অবিদ্যার হাস্নাহেনা 
রাতের রানি সন্ধ্যামালতি 
সর্পিল সুখ জগৎজুড়ে 
বিদ্যাই আমার অনুভবের শব্দচয়ন 

প্রেমের সৌন্দর্য প্রাকৃতিক রূপ 
অবিদ্যার সাগর বুক 
বিদ্যার চোখ কেবল ওই খোঁজে 
হৃদয়ের বসন্ত হাতির শুঁড়।।

হাসান হাফিজ এর 'চাই মানবিক সুস্থ সমাজ'

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১১:১৭ এএম
আপডেট: ২২ মার্চ ২০২৪, ১১:১৭ এএম
হাসান হাফিজ এর 'চাই মানবিক সুস্থ সমাজ'

বাড়ছে নারী নির্যাতন
ধিকৃত সেই পুরুষগণ!
মানুষ নামের কলঙ্ক
ছড়াচ্ছে ভয় আতঙ্ক।
মুখ লুকিয়ে থাকছে নীতি
তাড়াও দ্বিধা শঙ্কা ভীতি।
দাঁড়াও রুখে কঠোর হও
তোমরা দৃঢ়, তুচ্ছ নও।

সেই পশুদের রেয়াত নয়
ছিনিয়ে আনো স্বস্তি জয়।
সম্মিলিত প্রয়াস হলে 
প্রজ্ঞা সাহস ধৈর্য বলে
গুঁতিয়ে সমাজ বানাও সিধা
হটাও তাবৎ শঙ্কা দ্বিধা।
মানুষরা হোক সত্যি মানব
চাই না কোনো দৈত্য দানব?
চাই মানবিক সুস্থ সমাজ
সেটাই চ্যালেঞ্জ, করব সে কাজ।

জাহ্নবী