
প্রশ্ন: আমি খতম করার উদ্দেশ্যে কোরআন পড়ছিলাম। অজু না থাকা অবস্থায় মুখস্থ কয়েক পাতা পড়ে ফেলেছি। পরে অজু করে বাকি খতম পূর্ণ করেছি। এখন আমার জানার বিষয় হলো, খতম পূর্ণ হওয়ার জন্য অজু ছাড়া যে পাতাগুলো পড়েছিলাম, সেগুলো কি আবার পড়তে হবে?
উত্তর: আপনার প্রশ্নটি কোরআন তেলাওয়াতের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে। এই পরিস্থিতিতে, আপনার খতম সম্পূর্ণ হয়েছে বলেই গণ্য হবে।
ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, অজু করা কোরআন স্পর্শ করার জন্য শর্ত, তেলাওয়াতের জন্য নয়। অর্থাৎ, অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, তবে মুখস্থ তেলাওয়াত করা জায়েজ। তাই, আপনি যখন অজু ছাড়া মুখস্থ কয়েক পাতা তেলাওয়াত করেছেন, তখন আপনার সেই তেলাওয়াত শুদ্ধ হয়েছে এবং এর সওয়াবও আপনি পেয়েছেন।
অতএব, খতমের পূর্ণতার জন্য অজু ছাড়া পড়া অংশটুকু আবার পড়তে হবে না। আপনার খতম পূর্ণ হয়ে গেছে। তবে, যদি আপনি আরও বেশি সওয়াব অর্জন করতে চান, তাহলে অজু করে ওই অংশটুকু আবার তেলাওয়াত করতে পারেন। এতে আপনি কোরআন মাজিদ দেখে দেখে অজুসহ পড়ার পূর্ণ সওয়াব লাভ করবেন। এটি আপনার ইচ্ছার ওপর নির্ভরশীল, বাধ্যতামূলক নয়। মনে রাখবেন, কোরআন মাজিদ যত বেশি তেলাওয়াত করা হবে, তত বেশি নেকি পাওয়া যাবে। তাই এই ধরনের সুযোগে তেলাওয়াত বাড়িয়ে নেওয়া নিঃসন্দেহে ভালো কাজ।
লেখক: আলেম ও সাংবাদিক