ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ১ জুলাই থেকে

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৪, ০৪:২৬ পিএম
জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ১ জুলাই থেকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সোমবার (১ জুলাই) থেকে কোনো ক্লাস-পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। 

রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান এ তথ্য জানান।
 
মাশরিক হাসান বলেন, ‘আমরা আগেই নোটিশ দিয়ে জানিয়েছিলাম। আমাদের দাবি আজ পর্যন্ত না মানা হলে আগামীকাল (সোমবার) থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাব আমরা। আগামীকাল থেকে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। কোনো কাজ কেও করবে না। বিভাগগুলোকেও আমরা জানিয়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘অনলাইন, সান্ধ্যকালীন ক্লাসও বন্ধ থাকবে। সব পরীক্ষা বর্জন করা হবে। মিডটার্ম, ফাইনাল পরীক্ষা কিছু অনুষ্ঠিত হবে না। কোনো দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরাও কাজ করবেন না।’

মুজাহিদ/পপি/অমিয়/

জবির গবেষণা পরিচালক ইমরামুল হক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
জবির গবেষণা পরিচালক ইমরামুল হক
ইমরামুল হক। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন গবেষণা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরামুল হক।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১২ ধারা অনুযায়ী, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ড. ইমরামুল হক গবেষণা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

নবনিযুক্ত গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে গবেষণা। শুধু বিজ্ঞান বিষয়ক নয়, সকল অনুষদেই গবেষণা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের এবং দেশের সামগ্রিক উন্নয়নে গবেষণার গুরুত্ব অপরিসীম।

মাহফুজ/

ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের বার্তা প্রচার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:২৯ এএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১০:৩২ এএম
ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের বার্তা প্রচার
রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ড। ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা প্রচার করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) রাতে কলেজের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ওই দিন বিকেলে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ লেখাটি কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে ওঠে। মুহূর্তেই সেই লেখাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় সমালোচনা।

এ ঘটনার জেরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে রাতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল মতিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, ‘তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় বোয়ারিয়া থানায় একটি জিডি করেছি।’ 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় সোমবার (১১ নভেম্বর) সকালে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে জানিয়ে তারা জায়গা ছাড়ে।

ইবি সিওয়াইবির নেতৃত্বে ওয়াসিফ-নিয়ামত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:১৩ এএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১০:১৫ এএম
ইবি সিওয়াইবির নেতৃত্বে ওয়াসিফ-নিয়ামত
কমিটির সভাপতি ত্বকি ওয়াসিফ ও সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম। ছবি: খবরের কাগজ

খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ৩১ সদস্যবিশিষ্ট ষষ্ঠ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকি ওয়াসিফ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামতুল্লাহ মুনিম।

রবিবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর যুব শাখা সিওয়াইবির ইবি শাখার নতুন কমিটির অনুমোদন দেন সিসিএসের নির্বাহী পরিচালক ও সিওয়াইবির সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র। এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির বাকিরা হলেন সহসভাপতি খন্দকার সায়েম (অর্থনীতি বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস (আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ), সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান শাহ (অর্থনীতি বিভাগ), অর্থ সম্পাদক রাউফুল্লাহ খান (আরবি ভাষা ও সাহিত্য বিভাগ), দপ্তর সম্পাদক নূর হোসাইন আল-রিফাত (আরবি ভাষা ও সাহিত্য বিভাগ),  সহদপ্তর রুবাইয়া জামান (আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ), মিডিয়া সম্পাদক ঈদুল হাসান (আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ), প্রচার সম্পাদক রাকিব হাসনাত (লোকপ্রশাসন বিভাগ), সহপ্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (আরবি ভাষা ও সাহিত্য বিভাগ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারিহা আঁখি (ফোকলোর স্টাডিজ বিভাগ) সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান (আরবি ভাষা ও সাহিত্য)।

নবনির্বাচিত সভাপতি ত্বকি ওয়াসিফ বলেন, ‘আমরা দেশ, সমাজ ও জাতির উন্নয়নের জন্য কাজ করে আসছি। ভেজালমুক্ত খাবার উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ‘আমাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যথাযথভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করব। এ জন্য সিওয়াইবি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সব সদস্যের সহযোগিতা কামনা করছি। ভোক্তাদের সঠিক অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা জাবি শিক্ষক বহিষ্কার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫০ এএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১০:১৫ এএম
আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা জাবি শিক্ষক বহিষ্কার
জাবি অধ্যাপক ফরিদ আহমদ

গত ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে সম্বোধনের অভিযোগে দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জাবির ডেপুটি রেজিস্ট্রার আজিজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ জুলাই জবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্রলীগের হামলা এবং ১৭ জুলাই পুলিশি হামলায় মদদ দেওয়ার অভিযোগ উঠেছে ফরিদ আহমদের বিরুদ্ধে।

গত ১৭ জুলাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে জানা যায়, অধ্যাপক ফরিদ শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে সম্বোধন করেছেন। 

গ্রুপে ফরিদ আহমদ বলেন, ‘আরেকটু অপেক্ষা করুন রাজাকারদের পরাজয় আসন্ন।’

এ ঘটনায় গত ৩ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘পুলিশি হামলায় মদদ’ দেওয়ার অভিযোগে ফরিদ আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে আটক করেন একদল শিক্ষার্থী। পরে ঢাকার কোতোয়ালি থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়।

জোবায়ের/তাওফিক/পপি/

বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে আশীর্বাদ অনুষ্ঠান

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে আশীর্বাদ অনুষ্ঠান
ছবি : খবরের কাগজ

রাজধানীর তেজগাঁওয়ে বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আশীর্বাদ অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিদ্যালয়ের নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরোহিত্য করেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সুব্রত বনিফাস গমেজ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী সুপ্রীতি এস এম আর এ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ নতুন ভবনের প্রতিটি কক্ষ ঘুরে ঘুরে শান্তির জল ছিটিয়ে দেন। এ সময় শান্তি গীত পরিবেশন করা হয়।

অমিয়/