ইস্পাহানি গ্রুপের ৪টি প্রতিষ্ঠান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড । খবরের কাগজ
ঢাকা ২ জ্যৈষ্ঠ ১৪৩১, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

ইস্পাহানি গ্রুপের ৪টি প্রতিষ্ঠান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১২:৩৭ পিএম
ইস্পাহানি গ্রুপের ৪টি প্রতিষ্ঠান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড
ইস্পাহানি গ্রুপের পরিচালক, মির্জা আহমেদ ইস্পাহানি ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ গ্রহণ করছেন।

শ্রমিক ও পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ইস্পাহানি গ্রুপের ৩টি চা-বাগান ও ১টি রপ্তানিমুখী টেক্সটাইল মিল।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়-এর যৌথ উদ্যোগে দেশীয় ১২টি খাতের ২৯টি কারখানা/প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করে।

এ উপলক্ষে রবিবার (২৮ এপ্রিল) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ এ চা ক্যাটাগরিতে পুরষ্কৃত হয়েছে ইস্পাহানি গ্রুপের ‘মির্জাপুর চা বাগান’, ‘জেরিন চা বাগান’ ও ‘গাজীপুর চা বাগান’, এবং টেক্সটাইল ক্যাটাগরিতে পুরষ্কৃত হয়েছে ‘পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস’।

শ্রমবান্ধব নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধতার স্বীকৃতিস্বরূপ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয় এ পুরস্কার প্রদান করে থাকে।

প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এবং সভাপতি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি, সিওও-গার্ডেন গোলাম মুস্তফা এবং সিওও-পিটিএইচএম মাহবুবুল আলম।

ইতোপূর্বেও ইস্পাহানি গ্রুপের দুটি চা-বাগান ‘গাজীপুর’ ও ‘নেপচুন’ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ এর দুটি পুরস্কার জিতেছিল।

এবারের অ্যাওয়ার্ড প্রাপ্তি শ্রমবান্ধব, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতে ইস্পাহানি গ্রুপের দৃঢ় অঙ্গীকার ও ধারাবাহিক প্রচেষ্টার আরেকটি স্বীকৃতি।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

ঢাকায় ব্যাংকক হসপিটাল হেলথ উইক ২৪-২৬ মে

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৫:০৯ পিএম
ঢাকায় ব্যাংকক হসপিটাল হেলথ উইক ২৪-২৬ মে
ছবি : সংগৃহীত

গ্লোবাল ট্রেইলস ট্যুরিজমের উদ্যোগে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ব্যাংকক হসপিটাল হেলথ উইক’। হোটেল হলিডে ইন সিটি সেন্টারে আগামী ২৪-২৬ মে  এই মেলা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্লোবাল ট্রেইলস ট্যুরিজম। 

হেলথ উইকে থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিবেন। তিন দিনব্যাপী এই হেলথ উইকের প্রথম দিন ২৪ মে কার্ডিওলজি বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। রোগী দেখবেন ব্যাংকক হসপিটালের ডা. ক্রিয়েংকাই হেংরুসামি, ডা. পারমাইউস এবং ডা. উইচাই।

দ্বিতীয় দিন ২৫ মে অরথোপেডিক্স বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। রোগী দেখবেন ব্যাংকক হসপিটালের ডা. পংটরন সিরিথিয়ানচাই, ডা. পানুয়াত সিলাওয়াটশানানাই এবং ডা. চাইডেজ সম্বুন। আর তৃতীয় দিন ২৬ মে নিউরোলজি বিভাগের ডা. ইয়ুদ্রাক প্রাসার্ট, ডা. চাঞ্জিরা সাতুকিৎচাই এবং ডা. চাইসাক রোগী দেখবেন।

এবারই প্রথমবারের মতো গ্লোবাল ট্রেইলস ট্যুরিজম ও থাইল্যান্ডের প্রতিষ্ঠান থাইমেডিকসের যৌথ উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক মানের এই হেলথ উইক অনুষ্ঠিত হবে। 

চিকিৎসকদের স্বাস্থ্যসেবা নিতে চাইলে আগেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে ০১৪০০৪০৯৩০৩, ০১৪০০৪০৯৩০৯ নাম্বারে। অথবা সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করা যাবে। অফিসের ঠিকানা- বাড়ি নং-০২, রোড-০৭, রুপায়ন প্রাইম টাওয়ার (লেভেল-০১), গ্রিন রোড, ধানমন্ডি।

জিয়াউদ্দিন রাজু/সালমান/

কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৪:২৪ পিএম
কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ এবং এ সম্পর্কিত যন্ত্রপাতি কিনতে কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। 

ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের প্রান্তিক পর্যায় থেকে আসা কৃষকদের আর্থিক সহায়তা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। 

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পপি’ এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের এ আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক। 

এ সময় পপির প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মোরশেদ আলম সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তি/পপি/

জলবায়ু পরিবর্তন অভিযোজনে ইবিএলের সঙ্গে কাজ করবে ইউএস স্টেট ডিপার্টমেন্ট

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০২:৫৪ পিএম
জলবায়ু পরিবর্তন অভিযোজনে ইবিএলের সঙ্গে কাজ করবে ইউএস স্টেট ডিপার্টমেন্ট

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) প্রবর্তিত ‘ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যাওয়ার্ড’ বিষয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। 

বুধবার (১৫ মে) রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সংক্রান্ত ব্যুরোর সফররত অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড ল্যু এবং ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন। 

ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যাওয়ার্ড প্রতি বছর দেওয়া হবে। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নকারী বিভিন্ন কর্পোরেট, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এনজিওগুলোর উত্তম চর্চা এবং এ ক্ষেত্রে অসাধারণ নেতৃত্ব প্রদানকারী জলবায়ু অ্যাক্টিভিস্টদের স্বীকৃতি জানানো হবে এই পুরস্কারের মাধ্যমে। 

পুরস্কার ক্যাটাগরিতে বিভিন্ন খাত ও বিষয় অন্তর্ভূক্ত রয়েছে। যেমন- নবায়নযোগ্য জ্বালানী, জল সংরক্ষণ, টেকসই কৃষি, আরবান রেজিলেন্স, জীব-বৈচিত্র্য সুরক্ষা ও দূর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুতি। 

একাডেমিয়া, সুশীল সমাজ, গনমাধ্যম এবং আন্তর্জাতিক এজেন্সি প্রথিতযশা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল বিজয়ীদের নির্বাচিত করবে। 

মধ্য এশিয়া বিষয় সংক্রান্ত ব্যুরোর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড ল্যু বলেন, ‘বাংলাদেশী ব্যবসা, সুশীল সমাজ ও অন্যত্র জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিচালিত কার্যক্রমকে উৎসাহিত করার অভিন্ন লক্ষ্য অনুসরণ করে যুক্তরাষ্ট্র এবং ইস্টার্ন ব্যাংক। ইবিএলের নতুন এই গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তন অভিযোজন পুরস্কারটিকে সহায়তা প্রদানের জন্য আমরা উম্মুখ হয়ে আছি।’ 

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পীটার হাস বলেন, ‘ইস্টার্ন ব্যাংকের সঙ্গে নতুন এই পার্টনারশীপ নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস উচ্ছ্বসিত। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিষয়ে অসাধারণ কার্যক্রম পরিচালনাকারী ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি জানানোর জন্য ইবিএল কর্তৃক গৃহীত উদ্যোগকে সহায়তা করার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অধিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার আশা রাখি।’ 

ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, ‘বিশ্বব্যাপী চরম আবহাওয়া পরিস্থিত আমাদেরকে জলবায়ু অভিযোজন, উপশম এবং অর্থায়নের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করেছে। ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ার্ড বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের সঙ্গে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত এবং একই সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড ল্যুর অংশগ্রহণ আমাদের জন্য সম্মানের বিষয়। এটি একটি অনন্য উদ্যোগ, যা সামাজিকভাবে একটি দায়িত্বশীল ও পরিবেশবান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার আমাদের ভিশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমার বিশ্বাস, বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং ইস্যু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অধিক হারে যুক্ত হতে অনেককেই উৎসাহিত ও অনুপ্রাণিত করবে এ পুরষ্কারটি।’ 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লা-ফেইভ, পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলি, ইকোনমিক অফিসার এমি কাস, ইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী ও এম খোরশেদ আলম এবং হেড অব কম্যুনিকেশন্স জিয়াউল করীম। 

‘ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যাওয়ার্ড-২০২৪’ এর মনোনয়ন প্রক্রিয়া পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, ইবিএল ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে শীঘ্রই প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি/পপি/

কনকা ও হাইকোর ‘ঘষা দিলেই গোল্ড’ অফার শুরু

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০১:৫৭ পিএম
কনকা ও হাইকোর ‘ঘষা দিলেই গোল্ড’ অফার শুরু

বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকা ও হাইকো পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাসব্যাপী খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য প্রমোশনাল ক্যাম্পেইন শুরু করেছেন। 

আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এই ক্যাম্পেইন হাতে নিয়েছে।

এতে ক্রেতারা কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, ওভেন ও ওয়াশিং মেশিন কিনলেই পাবেন একটি স্ক্র্যাচ কার্ড যা ঘষে তারা জিতে নিতে পারেন স্বর্ণালংকার অথবা কনকার এলইডি টিভিসহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার।

এছাড়া পার্টনার এবং ডিলারদের জন্য থাকছে মোট উত্তোলনের উপর বিশেষ ছাড় এবং বিদেশ ভ্রমণের সুযোগ।

মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত একটি পাঁচ তারকা হোটেলে কনকা ও হাইকোর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনের শুরুতে গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার আগত সাংবাদিক ও অতিথিদের ধন্যবাদ জানান। 

তিনি বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা কনকা ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স সামগ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন কনকা ব্র্যান্ডের ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহৃত হচ্ছে। যার সকল কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা এবং তাদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা। 

কনকা ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে এদেশের গ্রাহকদের প্রথম পছন্দ। 

তিনি আরও জানান, শিগগিরই বাজারে সংযোজিত হতে যাচ্ছে গ্রি ব্র্যান্ড রেফ্রিজারেটর ও ফ্রিজারের নতুন সংযোজন। এ ছাড়াও কনকা নতুন ফিচার সমৃদ্ধ আইসক্রিম ফ্রিজার, শোকেস ফ্রিজার, নো-ফ্রস্ট রেফ্রিজারেটর ও ফ্রিজার বাজারে সংযোজন হবে শিগগিরই।

সম্মেলনে বিশ্বের সর্বাধিক দেশে সমাদৃত কনকার পণ্য নিয়ে বিশেষ আলোচনা হয়। 

বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার, সিলিংফ্যান এখন সম্পূর্ণ বাংলাদেশে উৎপাদন হচ্ছে। 

কনকা ইলেকট্রনিক্স পণ্যসমূহের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি পণ্য দেশীয় পরিবেশ, ব্যবহারকারীদের জন্য স্বাছন্দ্যময়তা, সাশ্রয়ী মূল্য, সর্বোত্তম ব্যবহার এবং গ্রাহকদের চাহিদা ও মননশীলতার সাথে মানানসই করে ডিজাইন করা এবং বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সম্বন্বয়ে তৈরি। কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার পণ্যের বিশেষ বৈশিষ্ট্য ও সর্বাধুনিক প্রযুক্তির সম্বন্বয় একে এনে দিয়েছে খ্যাতি ও বিশেষ সুনাম এবং অন্যান্য ফ্রিজ থেকে আলাদা করেছে।

যেমন- ব্লু-জোন অ্যান্ড ভিটামিন ফ্রেশ টেকনোলজি, ফেস-আপ ফোমিং টেকনোলজি, অ্যাক্টিভ কার্বন ডিয়োডোরাইজার, হিউমিডিটি কন্ট্রোলার, অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাস্কেট, ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি, কনকা ডিপ ফ্রিজার অটো-টেকনোলজি ফ্রিজার ও রেফ্রিজারেটরে ব্যবহার করা যায়। 

কনকার অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার মূলত যে কাজটি করে তা হচ্ছে ব্যাকটেরিয়াকে ৯৯.৯ শতাংশ পর্যন্ত ডিঅ্যাকটিভ করে খাবারের গুণগত মান ঠিক রাখে। ফলে এক খাবারের গন্ধ আরেক খাবারে যায় না। খাবার ভালো থাকে দীর্ঘদিন। 

কনকা ফ্রিজে ওয়াইডেস্ট ও ডিপেস্ট ডিজাইন করেছে, যার সুবাদে ফ্রিজের ভেতরের জায়গা নিয়ে চিন্তা করার সুযোগ নেই। মাছ, মাংস, সবজি, ফল যেটাই কিনুন, সব বাজার একসাথে স্টোর করা সম্ভব। কনকা ফ্রিজে ১০০ শতাংশ ফুড গ্রেডেড প্লাস্টিক ব্যবহার করা হয়। যেহেতু ফ্রিজে মূলত খাবারই রাখা হয় তাই খাবারের বৈশিষ্ট্য, গুণাগুণ এবং স্বাস্থ্য সুবিধা বা হেলথ বেনিফিট অক্ষুণ্ণ রাখতে এই ধরনের প্লাস্টিক ব্যবহৃত হয়।

বাড়তি বিদ্যুৎ বিলের কথা মাথায় রেখে কনকা ফ্রিজে ইনভার্টার টেকনোলজি যুক্ত করা হয়েছে, যাতে করে ফ্রিজের দীর্ঘস্থায়ীত্ব বাড়ে। পাশাপাশি বিদ্যুৎ বিলও সাশ্রয় করে। 

কনকা ফ্রিজারের ট্রিপল মোড সমৃদ্ধ ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল একই সঙ্গে রেফ্রিজারেটর, ফ্রিজার এবং সুপারকুল সুবিধা নিশ্চিত করে। আরও রয়েছে নান্দনিক ডিজাইন সমৃদ্ধ পুশ-পুল গ্লাস। 

এছাড়া কনকা ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্স পণ্য এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেক্ট্রিক ক্যাটল, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেশার কুকার, রাইস কুকার, ইলেক্ট্রিক আয়রনসহ বেশ কিছু হোম অ্যাপ্ল্যায়েন্সের পণ্যের কিছু যন্ত্রাংশ আমদানি করে উৎপাদন করা হয়। 

সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, নুরুল আজিম সানি, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চেীধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহাক হোসাইন সহ অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/অমিয়/

আইএফআইসি ব্যাংকের ডিএমডি হলেন মোস্তফা কামাল

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০১:৫২ পিএম
আইএফআইসি ব্যাংকের ডিএমডি হলেন মোস্তফা কামাল
কে এ আর এম মোস্তফা কামাল

আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড চীফ অব এইচ আর অ্যান্ড লজিটিক্স হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে এ আর এম মোস্তফা কামাল।

সোমবার (১৩ মে) তিনি এ দায়িত্ব দায়িত্ব গ্রহণ করেন।

মোস্তফা কামাল ২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসাবে আইএফআইসি ব্যাংকে যোগদান করেন। 

বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৪ বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে মোস্তফা কামালের। এই সুদীর্ঘ কর্মসময়ে তিনি সেনাবাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায়িক প্রক্রিয়া, নিরাপত্তা এবং লজিস্টিকসসহ আরও বিভিন্ন জ্যেষ্ঠ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ট্রাস্ট ব্যাংক এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি।

মোস্তফা কামাল আইএফআইসি ব্যাংক কর্তৃক নিযুক্ত আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের একজন পরিচালক।

বিজ্ঞপ্তি/পপি/