ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন শেভরনের সিনিয়র নির্বাহীরা। এ সময় তারা বাংলাদেশের সঙ্গে শেভরন কোম্পানির দীর্ঘস্থায়ী অংশীদারত্বের উপর পুনরায় জোর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসুলো এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ এবং পেট্রোবাংলার সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারত্ব প্রায় ৩০ বছর ধরে। দেশের জ্বালানি-নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শেভরন সমর্থন করে আসছে।’
তিনি আরও বলেন, ড. ইউনুসের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আমরা আনন্দিত। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার অগ্রগতির প্রচেষ্টাগুলো সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। যার মধ্যে ব্যবসায়িক পরিবেশ উন্নত করে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাও অন্তর্ভুক্ত। আমরা অন্তর্বর্তী সরকারের চিন্তাশীল এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করি যা আমাদের কার্যক্রম এবং বিনিয়োগের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে।
বাংলাদেশে বৃহত্তম মার্কিন বিনিয়োগকারী হিসাবে শেভরন গত তিন দশকে বাংলাদেশের জ্বালানি অবকাঠামোকে শক্তিশালী করতে ৪ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অবদান রেখেছে।
শেভরন ম্যানেজিং ডিরেক্টর এবং প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, শেভরন বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদক, যার কার্যক্রম ৯৭ শতাংশ বাংলাদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত হয়।
তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে মূল্য দিই এবং বর্তমান চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতির প্রশংসা করি। শেভরন অব্যাহত অংশীদারত্ব এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি-নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বিজ্ঞপ্তি/তাওফিক/