ঢাকা ২৫ ভাদ্র ১৪৩১, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

প্রথার ভাঙতে চান তরুণরা মেয়ের বাড়িতে ইফতারি পাঠিয়ে বাবারা ঋণগ্রস্ত

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১১:২১ এএম
মেয়ের বাড়িতে ইফতারি পাঠিয়ে বাবারা ঋণগ্রস্ত

‘কইগো, তোমার বাবার বাড়ি থাকি ইবার ইফতারি আইলো না। লাগা (পাশের) ঘরের বউর বাড়ির ইফতারি তো আইলো।’ এমন কথাগুলো বলছিলেন তামান্না বেগমের শাশুড়ি। তামান্নার মনে দাগ কাটে শাশুড়ির কথা শুনে। কারণ, এ বছর বাবার বাড়ি থেকে এখনো আসেনি ইফতারি। অন্যদিকে বাসিত মিয়ার বেয়াইন মুঠোফোনে বলেন, ‘বেয়াই ইবার ইফতারি পাঠানো লাগতো নায়, কাপড়চোপড় পাঠাই দিয়েন।’ 

রমজানে বৃহত্তর সিলেট অঞ্চলে তামান্নার মতো অনেক মেয়ে অপেক্ষায় থাকেন, কবে আসবে বাবার বাড়ির ইফতারি। একদিকে প্রতীক্ষা করলেও তিনি জানেন তার বাবার আর্থিক দুরবস্থার কথা। অন্যদিকে ক্ষুদ্র ফল ব্যবসায়ী বাসিত মিয়া ভাবছেন, ইফতার পাঠালে যা খরচ হতো এখন কাপড়চোপড়ে এর দ্বিগুণ হবে।

সিলেটের শত বছরের ঐতিহ্যগত প্রথা মেয়ের বাড়িতে ইফতারি আজ অনেকটাই প্রশ্নবিদ্ধ। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেয়ের বাড়িতে ইফতারিকে না বলুন’- এমন দাবি উঠেছে। মেয়ের বাড়িতে ইফতারি পাঠানোর বিরুদ্ধে বলছেন অনেকেই। এই প্রথা নিয়ে সমালোচনা শুরু হয়েছে জোরেশোরে।

মৌলভীবাজার শহরের প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, এই অঞ্চলে ইফতার প্রথা পুরোনো ঐতিহ্য। রমজানে বাবার বাড়ি থেকে মেয়ের বাড়িতে ইফতারি পাঠানো হয়। সে ইফতারি শুধু সেই বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকে না। যেদিন ইফতারি আসবে, সেদিন প্রতিবেশী-আত্মীয়স্বজনকে দেওয়া হয় দাওয়াত। সেই সঙ্গে চলে নীরব এক প্রতিযোগিতা। কার শ্বশুরবাড়িতে কত বেশি পদের ইফতারি এল, কে কতজনকে দাওয়াত দিয়ে খাওয়াল। যার শ্বশুরবাড়ি থেকে যত বেশি ইফতারি আসে তার তত সুনাম। 

এই প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম। তারা একে শোষণের হাতিয়ার হিসেবে দেখছেন। বলছেন, মেয়ের বাড়িতে ইফতারি দেওয়াটা অবস্থাসম্পন্ন পরিবারের জন্য বিত্তের প্রদর্শনীতে পরিণত হয়েছে। আবার এই প্রথা পালন করতে গিয়ে ঋণগ্রস্ত হতে হয় দরিদ্র মা-বাবাকে। 

সংস্কৃতিকর্মী হেলাল আহমদ বলেন, ‘এই প্রথাটি বিলুপ্ত হওয়ার দরকার। ইফতারি নিয়ে শ্বশুরবাড়িতে অনেক মেয়েকে লাঞ্ছিত হতে দেখেছি। শহরে এই প্রথা কম দেখা গেলেও গ্রামাঞ্চলে এখনো তা চালু আছে। অনেক বাবার সাধ্য নেই ইফতারি পাঠানোর।’ 
 শিক্ষক জাহাঙ্গীর জয়েস বলেন, ‘প্রথা যখন নিয়ম হয়ে যায়, তখন নিম্ন আয়ের মানুষের কাছে সেটা মারাত্মক বোঝা হয়ে দাঁড়ায়। এ নিয়ে মনোমালিন্য, ঝগড়াঝাটি, নির্যাতন পর্যন্ত হচ্ছে। এটা তখন ব্যাধির মতো হয়ে যায়। এ ধরনের প্রথা থেকে বেরিয়ে আসা দরকার।’

স্থানীয় মাওলানা রাজন আহমদ বলেন, ‘মেয়ের বাড়িতে মাহে রমজানে ইফতারি পাঠানো বহুলপ্রচলিত একটি কুসংস্কার। দেশের বিভিন্ন অঞ্চলে এই কুপ্রথা এখনো শেকড় ঘেরে আছে।’

চট্টগ্রামের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ পিএম
চট্টগ্রামের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ
চট্টগ্রাম মহানগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা ও অটো যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের প্রধান সড়কগুলোসহ গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও অটো যানবাহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র কাজী তারেক আজিজ।

তিনি বলেন, ‘আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিএমপি ট্রাফিক বিভাগকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে।’

সালমান/

বরগুনার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদকে মারধর

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
বরগুনার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদকে মারধর
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদকে মারধর করছেন এক যুবদল নেতা। ভিডিও থেকে নেওয়া

বরগুনার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদকে মারধর ও লাঞ্ছিত করেছেন যুবদলের এক নেতা। 

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই যুবদল নেতার নাম শাওন মোল্লা। তিনি বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে চড়থাপ্পড় মারছেন শাওন মোল্লা। এ সময় এক পথচারী তাকে শান্ত করতে গেলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন শাওন। এরপর সদর থানার এক পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে হারুন অর রশিদ বলেন, ‘বেলা ১১টার দিকে আমি জেলা প্রশাসক কার্যালয়ে গেলে সেখানে থাকা বিএনপি নেতা ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা আমাকে ডেকে বাইরে নিয়ে বকাঝকা ও লাঞ্ছিত করে। সেখানে অনেক লোক ছিল। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপে যাব।’

একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শাওন মোল্লার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘আমি ছুটিতে আছি। তাই এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারব না।’

গাজী টায়ার্স কারখানার পোড়া মালামাল লুটের অভিযোগে কারাগারে ৭

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পিএম
গাজী টায়ার্স কারখানার পোড়া মালামাল লুটের অভিযোগে কারাগারে ৭
আগুনে পুড়ে যায় গাজী টায়ার্স কারখানা। ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় পুড়ে যাওয়া মালপত্র লুট করায় ৭ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবাইদুর রহমান সালেহ এ দণ্ড দেন। 

তিনি জানান, রবিবার সকালে গাজী টায়ার্স কারখানায় লুটপাটকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় দণ্ডপ্রাপ্তদের হাতেনাতে ধরা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের পাড়াগাঁও এলাকার আব্দুস সাত্তার (২২), খাদুন এলাকার খোরশেদ আলম (২১), ইব্রাহিম (২৫) ও মাহবুব হোসেন (৩৫), তারাব এলাকার সিরাজ (৩২), মোগড়াকুল এলাকার মোতালিব (৪৮) ও সুমন (৩০)।

লুটপাট ঠেকাতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক। 

তিনি জানান, গত ২৫ আগস্ট গাজী টায়ার্স কারখানায় লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে দুর্বৃত্তরা প্রায় কারখানার ভেতর ঢুকে পোড়া মালামাল লুট করার চেষ্টা করছে। রবিবার লুটপাটকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে।

জাফলংয়ে ৯০ বস্তা চোরাই চিনি জব্দ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
জাফলংয়ে ৯০ বস্তা চোরাই চিনি জব্দ
জব্দকৃত চোরাই চিনি। ছবি : খবরের কাগজ

সিলেটের সীমান্ত উপজেলা গোয়াইনঘাটের জাফলংয়ে যৌথ বাহিনীর হাতে ধরা পড়েছে ৯০ বস্তা চোরাই চিনি। 

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে জাফলং গুচ্ছগ্রাম থেকে এ চিনি জব্দ করা হয়। চিনিগুলো বাহকবিহীন অবস্থায় পাওয়ায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এ নিয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ হারুন অর রশিদ একটি মামলা করেছেন।

ওসি শাহ হারুন জানান, শনিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গোয়াইনঘাটের জাফলং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্তবর্তী জাফলং গুচ্ছগ্রাম মোড় দিয়ে যৌথ বাহিনীর সদস্যরা যাওয়ার সময় পথে চিনিভর্তি দুটি ডিআই (মিনি ট্রাক) দেখতে পান। পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে ভারতীয় চিনি পাওয়া যায়। দুটি গাড়িতে ৪৫ বস্তা করে ৯০ বস্তা চিনি ছিল। তবে চিনির বাহক বা চোরাকারবারির সন্ধান মেলেনি। চিনিগুলো জব্দ করে গোয়াইনঘাট থানা-পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। 

মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন
এশিয়ান পেইন্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : খবরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের এশিয়ান পেইন্টস নামের রং তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার সকালে কারখানাটির ভেতরের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কারখানার ভেতরে থাকা মেশিনারিজ ও ওপরের সিলিংয়ের আংশিক পুড়ে গেছে। তবে কারখানার নিচতলায় থাকা কেমিক্যালের ড্রামগুলো দ্রুত সরিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মিরসরাই শিল্প পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শওকত হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।’

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরে আমাদের সঙ্গে যোগ দেন বারৈয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।’