
ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-১
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
A যৌগটি 11 ও 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত। অপর একটি যৌগ B-তে C 40%, H 6.67%,
O = 53.33%, B যৌগটির আণবিক ভর 180।
ক. মোলারিটি কী?
খ. বর্ষাকালে খাদ্য লবণ ভেজা থাকে কেন?
গ. B যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো।
ঘ. A-এর দ্রবণ তড়িৎ পরিবাহী হলেও B-এর দ্রবণ তড়িৎ অপরিবাহী কেন, ব্যাখ্যা করো।
উত্তর: ক. মোলারিটি: নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। একে M দ্বারা প্রকাশ করা হয়।
খ. খাদ্য লবণের (NaCl) মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl2) এবং ক্যালসিয়াম ক্লোরাইডের (CaCl2) মতো কিছু অশুদ্ধতা থাকে। এই যৌগগুলো ডেলিকোয়েসেন্ট হওয়ার কারণে বাতাস থেকে পানি শোষণ করে এবং লবণকে ভেজা করে তোলে। এ কারণে বর্ষাকালে খাদ্য লবণ ভেজা থাকে।
আরো পড়ুন : রাসায়নিক বন্ধন অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
গ. B যৌগটির আণবিক সংকেত নির্ণয়:
দেওয়া আছে, B যৌগে C = 40%, H = 6.67%, O = 53.33% এবং B যোগটির আণবিক ভর 180।
মৌলগুলোর পরমাণুর সংখ্যার অনুপাত নির্ণয় করা হলো-
C: 40/12 = 3.33
H: 6.67/1 = 6.67
O: 53.33/16 = 3.33
অনুপাতটিকে ক্ষুদ্র পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হলো-
C: 3.33/3.33 = 1
H: 6.67/3.33 = 2
O: 3.33/3.33 = 1
সুতরাং, B যৌগটির স্থূল সংকেত হলো CH2O।
B যোগটির স্থূল সংকেতের ভর = 12 + 2 + 16 = 30
আণবিক সংকেত নির্ণয়-
n = আণবিক ভর / স্থূল সংকেত ভর = 180/30 = 6
আণবিক সংকেত = (CH2O)n = (CH2O)6 = C6H12O6
অতএব, B যৌগটির আণবিক সংকেত হলো C6H12O6।
ঘ. A-এর দ্রবণ তড়িৎ পরিবাহী হলেও B-এর দ্রবণ তড়িৎ অপরিবাহী হওয়ার ব্যাখ্যা-
A যৌগটি 11 ও 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত। অর্থাৎ, A যৌগটি সোডিয়াম (Na) এবং ফ্লোরিন (F) দ্বারা গঠিত, যা সোডিয়াম ফ্লোরাইড (NaF)।
সোডিয়াম ফ্লোরাইড একটি আয়নিক যৌগ, যা জলীয় দ্রবণে Na+ এবং F- আয়নে বিভক্ত হয়। এই আয়নগুলো দ্রবণের মধ্য দিয়ে চলাচল করতে পারে, যার ফলে দ্রবণটি তড়িৎ পরিবাহী হয়।
অন্যদিকে, B যৌগটি একটি সমযোজী যৌগ (C6H12O6)। সমযোজী যৌগগুলো জলীয় দ্রবণে আয়ন তৈরি করে না। ফলে, B এর দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না।
লেখক : প্রধান শিক্ষক
হাজী রফিজুদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
কবীর