ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

৪০ টি মৌলিক গানে  গোলাম রাব্বী সোহাগ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পিএম
আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পিএম
৪০ টি মৌলিক গানে  গোলাম রাব্বী সোহাগ
শিল্পী ও সংগীত পরিচালক গোলাম রাব্বী সোহাগ। ছবি: সংগৃহীত

শিল্পী ও সংগীত পরিচালক গোলাম রাব্বী সোহাগ এবং সংগীত পরিচালক-গিটারিস্ট টিটু চাকলাদার যৌথভাবে একটি বড় সংগীত প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পে থাকছেন দেশের প্রতিভাবান শিল্পীরা।

যার মধ্যে রয়েছেন এলিটা করিম, পান্থ কানাই, তাসনিম অনিকা, অবন্তী সিঁথি, মাশা ইসলাম, মেজবা বাপ্পি, মুত্তাক হাসিব, পাবলো পিকাসো, আঁচল, কলকাতার অ্যাঙ্কিতা ভট্টাচার্য, রাহুল দত্ত, রূপক তেওয়ারি, কানাডার খালেদ আশরাফি, সুচিতা নাহিদসহ অনেক জনপ্রিয় শিল্পী। এ প্রকল্পের অধীনে মোট ৪০টি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে, যার থেকে প্রথম স্লটে ১২টি গানসহ ভিডিও প্রকাশ করা হবে নিজেদের ইউটিউব চ্যানেলে ও পাশাপাশি স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিকে।

এ সম্পর্কে গোলাম রাব্বী সোহাগ বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের সঙ্গীতের নতুন স্বাদ তুলে ধরতে চাই। শিল্পীদের নিয়ে আমরা একটি নতুন সঙ্গীত ভাষা তৈরি করতে চাই।’

উল্লেখ্য, গোলাম রাব্বী সোহাগ বাংলাদেশের সংগীত জগতে একজন প্রতিশ্রুতিশীল শিল্পী।  যিনি বাংলাদেশ থেকে বিশ্বব্যাপী তার সঙ্গীত প্রতিভা প্রদর্শন করেছেন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত এবং লন্ডনে তার ব্যাপক টুরের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শ্রোতাদের কাছে তার সঙ্গীতের জাদু তুলে ধরেছেন। গত দশ বছর ধরে, একজন পেশাদার সঙ্গীত প্রযোজক হিসেবে অসংখ্য সফল সহযোগিতার নেতৃত্ব দিয়েছেন।

তিনি "মাকসুদ ও ঢাকা" এর কীবোর্ডিস্ট এবং "বাপ্পা মজুমদার" এর সেকেন্ডারি কীবোর্ডিস্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এছাড়া   বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানি জি সিরিজ, গানচিল, এবং আগ্নিবীনাসহ বিভিন্ন প্রখ্যাত শিল্পীর সাথে কাজ করেছেন। সোহাগ শুধুমাত্র সঙ্গীত প্রযোজনাতেই সীমাবদ্ধ নন, তিনি টেলিভিশন নাটক এবং বাণিজ্যিক চলচ্চিত্রের জগতে ও অবদান রেখেছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সুরারোপন করে চলচ্চিত্র শিল্পেও তার প্রতিভা প্রমাণ করেছেন।
 

কলি 

ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পী মিতিন

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৮:২৪ পিএম
ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পী মিতিন
ছবি: সংগৃহীত

টেলিভিশন রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কর্তৃক ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেলেন উম্মে তাবাসসুম খান মিতিন। গত ৩১ মে বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। তিনি ছাড়াও স্ব স্ব ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মিডিয়া জগতের গুণী অনেক ব্যক্তিকেই পুরস্কারটি প্রদান করা হয়েছে। 

সংগঠনের সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ।

উম্মে তাবাসসুম খান মিতিন এর আগেও ভারতের বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলন কর্তৃক শান্তি নিকেতন মঞ্চে এবং আসামের গোহাটিতে নৃত্যশিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেন। দেশেও বাংলাদেশ কালচারাল রিপোর্টাস এ্যাসোসিয়েশন (বিসিআরএ) কর্তৃক বিসিআরএ অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি কর্তৃক বাবিসাস অ্যাওয়ার্ডেও সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছেন।

এই নৃত্যশিল্পী বলেন, ‘মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া যিনি আমাকে সবকিছু করার শক্তি দিয়েছেন। সেইসঙ্গে আমার এত কিছুর অর্জনের পেছনে আমার বাবা-মায়ের অবদান অসীম। তাদের সাপোর্ট ছাড়া আমি কোনকিছুই অর্জন করতে পারতাম না। নৃত্যগুরু আমিরুল ইসলাম মনি স্যারের প্রতিও কৃতজ্ঞতার শেষ নেই। তার আন্তরিক সহযোগিতার কারণেই আজ আমি একজন নৃত্যশিল্পী হতে পেরেছি।’

মিতিন ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তার পর ভারত সরকারের অধীনে আইসিসিআর স্কলারশিপে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পৃথিবীখ্যাত লেডি ব্রাবোর্ন কলেজে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি দেশ টেলিভিশনে নিউজ এ্যান্ড কারেন্ট এ্যাফেয়ার্সের অধীনে ডিজিটাল বিভাগে কর্মরত। 

/এমএস  

মুক্তির আগেই হাউসফুল ‘হাউসফুল ৫’

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ১০:৫৬ পিএম
মুক্তির আগেই হাউসফুল ‘হাউসফুল ৫’
ছবি: সংগৃহীত

আগামী ৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি ‘হাউসফুল-৫’। তবে মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাতে শুরু করেছে সিনেমাটি। অগ্রিম বুকিংয়ের রেকর্ড মতে, ছবিটি ইতিমধ্যেই ‘হাউসফুল’ হয়েছে।

মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে বিক্রি হয়েছে ২৪ হাজার ২৩৮টি টিকিট, যা থেকে আয় হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৪ লাখ রুপি। ‘ব্লক সিটস’ যুক্ত করে এই অঙ্ক দাঁড়িয়েছে ৩ কোটি ৮৪ লাখ রুপিতে। ছবিটির বাজেট ৩৭৫ কোটি রুপি হলেও নির্মাতারা আশাবাদী যে বক্স অফিসে এটি বিশাল সাফল্য বয়ে আনবে।

অগ্রিম বুকিংয়ের বিচারে ‘হাউসফুল ৫’ ইতিমধ্যেই পেছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘ছাবা’ ও ‘রেইড ২’-এর মতো বড় বাজেটের ছবি। কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, জম্মু-কাশ্মীর, গোয়া ও গুজরাটে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে।

দম ফাটানো কমেডির সঙ্গে এবার সিনেমাতে যুক্ত হয়েছে মার্ডার মিস্ট্রি। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শ্রেয়াস তলপড়ে, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি, সোনম বাজওয়া, রঞ্জিত ও জনি লিভারের মতো একঝাঁক তারকা।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘হাউসফুল ৫’ এর মাধ্যমে পরিচলিক তরুণ মনসুখানি ১২ বছর পর পরিচালনায় ফিরলেন। এর আগে ‘দোস্তানা’ ছবির জন্য প্রশংসিত হন তিনি। এবার ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকদের জন্য আনছেন একেবারে নতুন অভিজ্ঞতা- সিনেমাটির একটি নয়, দুটি সংস্করণ (৫এ ও ৫বি)। দুটি সংস্করণের ক্লাইম্যাক্স আলাদা, যা বলিউডে প্রথমবারের মতো ঘটতে চলেছে।

ছবিটি ঘিরে ইতিমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ছবির ট্রেইলার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

মেহেদী/

শান্ত জোভানের চঞ্চল প্রেমিকা তটিনী!

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:৪০ পিএম
শান্ত জোভানের চঞ্চল প্রেমিকা তটিনী!
ছবি: সংগৃহীত

তমাল বেশ ধীরস্থির একজন যুবক। পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে। বনবাস, পরিবারের সঙ্গে ঢাকায়। বিপরীতে তমালের প্রেমিকা তথা হবু বউ রায়া থাকে রাজশাহী। পড়াশোনা করছে। স্বভাবে তমালের পুরো বিপরীত; তুমুল চঞ্চল।

মোটামুটি এমন দুটি বিপরীতধর্মী চরিত্র নিয়ে সিএমভির ব্যানারে নির্মিত হলো ঈদের নাটক ‘তবুও মন’। কিঙ্কর আহসানের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মানজুলুল হক, রাব্বি হোসেন ও নাহিদ আহসান। 

এতে তমাল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং রায়া চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী। দুজনকে নিয়ে নাটকটি বানিয়েছেন আবুল খায়ের চাঁদ। 

নির্মাতা জানান, এটা মিষ্টি গল্পের পারিবারিক একটি নাটক। যেখানে প্রেম ও পরিবার, চঞ্চলতা ও স্থিরতা; মিলেমিশে একাকার। 

/এমএস  

কিশোর লিজার ‘ও প্রিয় ভালোবাসা নিও’

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:০০ পিএম
কিশোর লিজার ‘ও প্রিয় ভালোবাসা নিও’
ছবি: সংগৃহীত

কিশোর দাস ও সানিয়া সুলতানা লিজা দুজনই ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্ল্যাটফরম দিয়ে বাংলাদেশের গানের ভুবনে পেশাগতভাবে সংগীতশিল্পী হিসেবে নিজেদের যাত্রা শুরু করেন। দীর্ঘদিনের পথচলায় কিশোর তার কণ্ঠটি গানের ভুবনে এক ইউনিক ভয়েজ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন।

অন্যদিকে বিশেষত মৌলিক গানে লিজা তার একক গান দিয়ে গানের ভুবনে নিজেকে একজন জাতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন তার মিষ্টি কণ্ঠ দিয়ে। কিশোর ও লিজা এর আগে সিনেমাও গান গেয়েছেন।

আবার কিশোরের সুরেও লিজা মৌলিক গান গেয়েছেন। তবে সিনেমার বাইরে এবারই প্রথম তারা দুজন এক সঙ্গে মৌলিক গান করেছেন। গানের শিরোনাম ‘ও প্রিয় ভালোবাসা নিও’। গানটি লিখেছেন ও সুর করেছেন কিশোর নিজেই। কিশোরের ভীষণ প্রিয় লিজার কণ্ঠ। তাই তার প্রবল আগ্রহেই লিজাকে তিনি ‘ও প্রিয় ভালোবাসা নিও’ গানে সঙ্গী করেছেন।

কিশোর দাস বলেন, ‘লিজার কণ্ঠটা ভীষণ মিষ্টি। ও প্রিয় ভালোবাসা নিও গানটি লিজা খুব চমৎকার গেয়েছে। এক কথায় যাকে দুর্দান্ত বলা যায়। আমি তার গায়কি নিয়ে ভীষণ খুশি। শুধু সহশিল্পী হিসেবেই নয়, এই গানের গীতিকার সুরকার সংগীত পরিচালক হিসেবে লিজাকে এই গানের সঙ্গী করে আমি তৃপ্ত। যে কারণে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি শ্রোতা-দর্শকের খুব ভালো লাগবে গানটি।’

লিজা বলেন, ‘কিশোরদা নিঃসন্দেহে একজন ভালো গায়ক। তিনি নিজেও চমৎকার সুর করেন। তবে এবারই প্রথম তার সঙ্গে চমৎকার একটি মৌলিক দ্বৈত গান করেছি। গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সব মিলিয়ে গানটি এত ভালো হয়েছে যে গানটির প্রতি একটা আলাদা মায়া কাজ করছে। আমি সত্যিই ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’

কিশোর জানান, তারই ইউটিউব চ্যানেল ‘কিশোর’-এ গানটি ঈদেই প্রচারে আসবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ‘গাল গপ্পো প্রোডাকশন’। 

/এমএস  

মরুর দেশ কাতারে এশিয়ান মেগা কনসার্টে গাইবেন জেমস

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:৪০ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:৫৩ পিএম
মরুর দেশ কাতারে এশিয়ান মেগা কনসার্টে গাইবেন জেমস
ছবি: সংগৃহীত

দেশের নন্দিত রকস্টার জেমস গত বছরের শেষ প্রান্ত থেকে দেশ-বিদেশের মঞ্চে ধারাবাহিকভাবে কনসার্ট করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় এবার ছুটে যাচ্ছেন মরুর দেশ কাতারে। সেখানে ঈদ উপলক্ষে আয়োজিত ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ পারফর্ম করতে যাচ্ছেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন দেশের একাধিক তারকা।

আগামী ৭ জুন কাতারের এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটার সানাইয়ায় অনুষ্ঠিত হবে কনসার্টটি। সেখানে নগরবাউল-খ্যাত রকস্টার জেমসের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ইয়ামিন হক ববি, কণ্ঠশিল্পী বেইলি আফরোজ, রিপা, অভিনেতা এজাজ, আরফান, ডান্স মাস্টার ইউসুফ খানসহ আরও অনেকে। 

কনসার্টটির আয়োজন করছে কাতারের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট। আয়োজকদের কথায়, নগরবাউল জেমসকে আর দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে সাজানো ‘এশিয়ান মেগা কনসার্ট’ দর্শক-শ্রোতার কাছে বর্ণাঢ্য করে তুলতে সব রকমের চেষ্টা করে যাচ্ছেন তারা। তারা আশা করছেন, ৭ জুন রাতটি হবে অবিস্মরণীয় এক সংগীতময় রাত। 

তারা আরও জানান, কনসার্টের দিন স্থানীয় সময় বেলা ৩টায় দর্শকের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। চলবে রাত পর্যন্ত। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরশিয়া আলম। 

কনসার্টের পাশাপাশি জেমস ব্যস্ত সময় পার করছেন তার নতুন গানের আয়োজন নিয়ে। শিগগিরই গানগুলো প্রকাশ হওয়া শুরু হবে। 

/এমএস