
শিল্পী ও সংগীত পরিচালক গোলাম রাব্বী সোহাগ এবং সংগীত পরিচালক-গিটারিস্ট টিটু চাকলাদার যৌথভাবে একটি বড় সংগীত প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পে থাকছেন দেশের প্রতিভাবান শিল্পীরা।
যার মধ্যে রয়েছেন এলিটা করিম, পান্থ কানাই, তাসনিম অনিকা, অবন্তী সিঁথি, মাশা ইসলাম, মেজবা বাপ্পি, মুত্তাক হাসিব, পাবলো পিকাসো, আঁচল, কলকাতার অ্যাঙ্কিতা ভট্টাচার্য, রাহুল দত্ত, রূপক তেওয়ারি, কানাডার খালেদ আশরাফি, সুচিতা নাহিদসহ অনেক জনপ্রিয় শিল্পী। এ প্রকল্পের অধীনে মোট ৪০টি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে, যার থেকে প্রথম স্লটে ১২টি গানসহ ভিডিও প্রকাশ করা হবে নিজেদের ইউটিউব চ্যানেলে ও পাশাপাশি স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিকে।
এ সম্পর্কে গোলাম রাব্বী সোহাগ বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের সঙ্গীতের নতুন স্বাদ তুলে ধরতে চাই। শিল্পীদের নিয়ে আমরা একটি নতুন সঙ্গীত ভাষা তৈরি করতে চাই।’
উল্লেখ্য, গোলাম রাব্বী সোহাগ বাংলাদেশের সংগীত জগতে একজন প্রতিশ্রুতিশীল শিল্পী। যিনি বাংলাদেশ থেকে বিশ্বব্যাপী তার সঙ্গীত প্রতিভা প্রদর্শন করেছেন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত এবং লন্ডনে তার ব্যাপক টুরের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শ্রোতাদের কাছে তার সঙ্গীতের জাদু তুলে ধরেছেন। গত দশ বছর ধরে, একজন পেশাদার সঙ্গীত প্রযোজক হিসেবে অসংখ্য সফল সহযোগিতার নেতৃত্ব দিয়েছেন।
তিনি "মাকসুদ ও ঢাকা" এর কীবোর্ডিস্ট এবং "বাপ্পা মজুমদার" এর সেকেন্ডারি কীবোর্ডিস্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানি জি সিরিজ, গানচিল, এবং আগ্নিবীনাসহ বিভিন্ন প্রখ্যাত শিল্পীর সাথে কাজ করেছেন। সোহাগ শুধুমাত্র সঙ্গীত প্রযোজনাতেই সীমাবদ্ধ নন, তিনি টেলিভিশন নাটক এবং বাণিজ্যিক চলচ্চিত্রের জগতে ও অবদান রেখেছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সুরারোপন করে চলচ্চিত্র শিল্পেও তার প্রতিভা প্রমাণ করেছেন।
কলি