
বলিউড তারকা সালমানের খানের বাড়িতে গুলি চালানো লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের এক শুটারকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় পুলিশের সহায়তায় মুম্বাই পুলিশ হরিয়ানার পানিপথ থেকে সুখা নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এই সুখাই চলতি বছরের এপ্রিলে সালমান খানের বাড়ির বাইরে গুলি চালান।
সালমান খানকে হত্যার জন্য বিষ্ণুই গ্যাং অনেক আগেই ঘোষণা দিয়েছিল। এমনকি সালমানের আশে পাশে যারা থাকেন এবং যারা তাকে সাহায্য করবেন তাদেরকেও এই হুমকি দেওয়া হয়।
মূলত ১৯৯৮ সালে দুটি কৃষ্ণ হরিণ হত্যা মামলায় সালমানের নাম আসার পর থেকেই বিষ্ণুই সম্প্রদায়ের চক্ষুশুলে পরিণত হয়েছেন তিনি। কারণ এই হরিণ তাদের বিশ্বাস ও ভক্তির জায়গা; তারা কৃষ্ণ হরিণের পূজাও করে থাকেন। এই ঘটনার পর থেকে সালমানকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়।
পুলিশ জানায়, লরেন্স বিষ্ণুই এবং সম্পত নেহরা গ্যাং সালমান খানের বান্দ্রার বাসভবন, পানভিলের ফার্মহাউস ও সিনেমার শুটিংয়ের লোকেশনগুলোতে সবসময় নজরদারি রাখতো। তারা সালমান খানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ৬০ থেকে ৭০ জন সদস্য মোতায়েন করে।
গত ১৪ এপ্রিল ঘটে এক ভয়নাক ঘটনা। সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হঠাৎ গুলিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীকারীরা। গুলিবর্ষণের ঘটনায় সালমান খানের দীর্ঘ বয়ান নেই মুম্বাই পুলিশ। এরপর ঘটনায় অভিযুক্ত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যার মধ্যে একজনের আবার হাজতেই মৃত্যু হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে গুলি চালিয়ে হত্যা করা হয় সালমানের ঘনিষ্ঠ বলিউডের প্রভাবশালী অভিনেতা ও প্রবীন রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে। যার দায়ভার নিয়েছে বিষ্ণুই গ্যাং। ঘটনাটির পর থেকে আরও জোরদার করা হয়েছে বলিউড ভাইজানের নিরাপত্তা।
হাসান