জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্সে। এবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে নতুন এক রেকর্ড গড়লেন তিনি। এত বছর এই রেকর্ড ধরে রেখেছিল বিয়ন্সের স্বামী র্যাপার জে-জেড। এবার স্বামীকে ছাড়িয়ে সেরা অ্যালবাম, সেরা কান্ট্রি অ্যালবামসহ সর্বোচ্চ ১১টি শাখায় মনোনয়ন পেয়ে এ রেকর্ড গড়েছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত ৮ নভেম্বর রাতে ৬৭তম গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়। সব মিলিয়ে গ্র্যামিতে বিয়ন্সের মোট মনোনয়ন সংখ্যা হলো ৯৯। আর এতেই এই সংগীততারকা সবাইকে ছাড়িয়ে গেছেন। তার মতো এত মনোনয়ন ক্যারিয়ারে কোনো সংগীতশিল্পী কখনই পাননি।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৮৮টি মনোনয়ন পেয়ে এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন র্যাপার জে-জেড। যদিও চলতি মাসে মনোনয়ন ঘোষণার আগেই জল্পনা শুরু হয়েছিল, এবার স্বামীর কাছ থেকে রেকর্ড ছিনিয়ে নিতে পারেন বিয়ন্সে। অবশেষে সে জল্পনাই সত্যি হলো, গড়লেন অবিশ্বাস্য রেকর্ড।
উল্লেখ্য, আগামী বছরের ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গ্র্যামির ৬৭তম আসর বসতে চলেছে। এই আসরে সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালন। আর টেইলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ান পেয়েছেন ছয়টি করে মনোনয়ন। ধারণা করা হচ্ছে, এবারের আসরে বিয়ন্সের মূল প্রতিযোগী হবেন টেইলর সুইফট। এ পর্যন্ত গ্র্যামিতে চারবার সেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন তিনি।
হাসান